সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
প্রতিবারের মতো আপনাদের মাঝে আবার চলে আসলাম একটা মুভি রিভিউ নিয়ে। রিভিউ টি প্রথম প্রকাশিত হয় southmovi.tk তে আর ২য় বারের মত প্রকাশ হল Trickbd.com এ। আজকে আর সেরকম মুভি রিভিউ দিব না জাস্ট মুভি সম্পর্কে কিছু কথা বলব। প্রায় সবাই সিনেমাটা দেখে ফেলেছে। অনেক রিভিউও হয়ে গেছে গ্রুপে ও সাইটে হয়ত তাই ভেবেছিলাম এটা নিয়ে কিছু লিখব না। কিন্তু এটা দেখার পর না লিখে থাকতে পারলাম না।
Movie Name: Viswasam
Film Stars: Ajith Kumar,Nayanthara
Directed: Siva
Released Date: 10 January 2019
Types: Action, Drama
Languages: Tamil + Bsub
ImdB: 7.5/10 .
Personal Rating: 9/10
Movie Quality: WEB-HDRip.
File Size: 700MB/1.3GB
……..মুভি নিয়া আমার কথা……..
★এই সিনেমাটা আপনাকে বিনোদনের পাশাপাশি অনেক বিষয়ে ভাল একটা শিক্ষা দিয়ে যাবে।
★আমরা সাধারণত একটি মুভি তে কি চাই.?
অবশ্যই ফেভারিট নায়ক/নায়িকা, একশন, ড্রামা… তাইতো। হ্যাঁ সবকিছু আছে এই মুভিতে, না দেখলে হয় তো বুঝবেন না।
★প্রথমে বলে রাখি এই মুভিতে ভুল ধরার কিছু নেই,
প্রথম দিকে দেখার সময় ইয়ুগি বাবুর কমেডি দেখে অনেক হেঁসেছি, যা বলার মত না।
★সিনেমাটা প্রথমদিকে যেমন আপনাকে হাসাবে শেষের দিকে তার চেয়ে কয়েকগুন ইমোশনাল করে দেবে। শেষের সিনটায় তো চোখের পানি ধরে রাখতে পারবেনই না যেমনটা আমি পারিনি।
★সাউথ ইন্ডিয়ান মুভির ফ্যান হয়েছিলাম সেই ২০১১ সালে আমি। এরপর থেকে কম বেশী সব সময় দেখা হত সকল ফ্লিমগুলা! মূলত সাউথ মুভির মাস অডিয়েন্সের ভিতরে আমি একজন
★বিশ্বওয়াসাম মুভিটা দেখে আমার মাথায় এইকথাগুলো ঘুরছে কিন্তু সাজাতে পারছিনা।
★অজিথ, নয়নতারা এরা সিনিয়র অভিনেতা,অভিনেত্রী এদের অভিনয় নিয়ে তো বলার কিছু নাই, আর পুরা মুভিতে আমি নয়নতারাকে খুঁতিয়ে খুঁতিয়ে দেখেছি তারে শাড়িতে সেই লাগে।
★থালা অজিতের লেটেস্ট মুভি ছিল Viswasam! এই ফ্লিমে থালার এই সিন টা আমার অনেক ভাল লাগছে ( আমার গল্পে আমিই ভিলেন) সাথে ডেভিল স্মাইল ভাবা যায়?
★আলাদা ভাবে নজর কেড়েছে #Anikha মেয়েটা এত কম বয়সে এত সুন্দর অভিনয় এত সুন্দর ডায়লগ ডেলেভেরি।
★নিসন্দেহে এটা তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। নয়নতারা তো নয়নতারাই লেডি সুপারস্টার। লুক অভিনয় বরাবরের মতই সেরা
★সত্যি বলতে সিনেমাটা মাত্রাতিরিক্ত জোস হয়েছে এত সুন্দর ফ্যামিলি ড্রামা লাইফে খুব কমই দেখেছি। সিনেমাটা দেখার পর কতক্ষন গালে হাত দিয়ে বসে বসে ভাবলাম # অজিত কুমার এত সুন্দর মাষ্টারক্লাস অভিনয় কীভাবে করল?
★এই মুভিটাতে আমি সব কিছু বাদ দিয়ে, শুধু দেখলাম বাবা, মা, আর সন্তানের মধ্যকার সম্পর্ক, তাও সেটা সেকেন্ড হাফে আমার কাছে সেকেন্ড হাফটা সব থেকে বেশি ভাল লাগছে। মেয়ের ভালোর জন্য বাবার দূরে থাকা, এটাও একটা সেক্রিফাইস যেটা ব্যক্তিগত ভাবে ভালো লাগছে আমার।
★আর মুভিতে সুন্দর কিছু ম্যাসেজ কিংবা সংলাপ ছিলো। যেগুলা আলাদা ভাবে খুব ভালো লাগছে।
……শিক্ষার বিষয়……
★ শিশুদের শৈশবকালে তাদের নিজেদের মতন করে বাচঁতে দিন,আক্ষরিক নয নিজের মত করে বললাম।
★এরা হচ্ছে শিশু, আমরা যা দেখাবো সেটাই তাদের জীবন, আমাদের রাগ, অভিমান, লাভ, লোকসান, একটা শিশুর বড় হওয়ার পথে যাতে বাঁধা না হয়ে দাঁড়ায় এটা খেয়াল রাখা উচিত।
★আর ১৮ বছর এর নিচে একজন বাচ্চার আত্মহত্যাটা আসলে আত্মাহত্যা না এটা হচ্ছে খুন। সন্তানদের নিজের মত বেড়ে উঠতে দিন, হাসি, খুশি।
★আরো একটা কথা ছিলো মুভির লাস্টে
“বাবা, মায়ের অতীত, বর্তমানে কি ঘটেছে সেটা প্রভাব যাতে সন্তানের উপর না আসে
★সন্তান যদি তার মায়ের আঁচলে সুখ, মায়া, মমতা, পেয়ে থাকে। তাহলে বাবার পাঁচ আঙুলের মধ্যে সন্তানের সুরক্ষা কবজ। বাবার পাঁচ আঙুলের মধ্যে সন্তান সব থেকে বেশি সুরক্ষিত থাকে।
★সন্তানের খারাপ সময়ে বাবা দেয়াল হয়ে দাঁড়ায় সেই দেয়াল ভেদ করে কোন খারাপ কিছু সন্তানকে স্পর্শ করতে পারেনা। আর মেয়েদের জন্য বাবা তো সুপারহিরো
★পরিবারের প্রতি টান, মেয়ের প্রতি বাবার ভালবাসা,, বাবার প্রতি মেয়ের ভালবাসা এসবকিছু এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মনে হচ্ছিল যে কোন সিনেমা দেখছি না বাস্তব একটা প্রতিচ্ছবি পর্দায় দেখছি।
মুভি টা দেখতে দেখতে লাস্ট পর্যায়ে গিয়ে কেঁদে ফেলেছি সত্যিই অসাধারণ ছিল তাদের অভিনয় ধন্যবাদ # Viswasam টিম কে
বিঃদ্রঃ বিসাব উপহার দেয়ার জন্য ধন্যবাদ
এখন আসুন ডাইরেক্ট মুভি টি ডাওনলোড করে নেই।
700 MB Link
Movie Downlod Link Click Here
1.4 GB Link
Movie Downlod Link Click Here
২০০ / ৪০০ এম্বি সাইজ এর সাইট সহ ডাইরেক্ট লিংক পেতে নিচের লিংক এ ক্লিক করুন।
Link Click Here 200/400 MB
বিঃ দ্রঃ আপনাদের অনেক তথ্য দেয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।
সাউথ সহ অন্যান্য দেশের নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে।
Click Here Link প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।
প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে ও মুভি Requested থাকলে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি। তাই Trickbd এর সাথেই থাকুন।
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে Trickbd এর সাথেই থাকুন। আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
Watching