আসসালামু আলাইকুম বন্ধুরা!
কেমন আছেন?
আশা করি সকলেই ভালো আছেন, কারণ ট্রিকবিডির সাথে থাকলে কেউ তেমন একটা খারাপ থাকেনা।

কিছুদিন ধরেই লক্ষ্য করছি, কিছু মেম্বার আমাদের অথর ভাইদের পোস্টে কমেন্ট করছেন, বিটকয়েন / ক্রিপ্টোকারেন্সি কিভাবে এক্সচ্যাঞ্জ করবেন তারা। আবার অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করছেন কিভাবে আমি আমার বাইটহাবের আর্ণ করা ইথারগুলো বিকাশে এক্সচ্যাঞ্জ করে নিয়েছি। আবার অনেকেই প্রতারক দল বা গ্রুপের কাছে বেশি মূল্যে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন।
আশা করি, আজকের এই পোস্টটি আপনাদের কাজে লাগবে, আপনাদের কথা ভেবেই লেখা হইয়েছে।

আসুন জেনে নিই, কিভাবে আমি ক্রিপ্টোকারেন্সি এক্সচ্যাঞ্জ করে বিকাশে টাকা হিসাবে নেই!

প্রথম প্রথম আমিও অনলাইনে বিভিন্ন মানুষের নিকট এক্সচ্যাঞ্জের জন্য ডলার দিয়ে এইভাবে বেশ কয়েকবার ঠকেছিলাম। কিন্তু পরে IPDBSE এর সাথে পরিচয়ের পর আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত সাকসেসফুলি ক্রিপ্টোকারেন্সি এক্সচ্যাঞ্জ করে আসছি। আপনারা যারা ভাবছেন তারা প্রতারণা করবে, দয়া করে একটু গুগল-ইউটিউভে বিভিন্ন মানুষের করা রিভিউ পোস্ট সমূহ দেখে নিন। আমি ১১৭+ ডলারের প্রুভ দেখালেও অনেকে তার বেশি দেখিয়েছে। তাদের রিভিউও দেখে নিতে পারেন। কিন্তু এক্সচ্যাঞ্জার সাইটটি প্রতারক, এই ধারণা মোটেও মনে আনবেন না।

IPDBSE মূলত বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য তৈরি এক্সচ্যাঞ্জ প্লাটফর্ম। এটি প্রবাসী পার্ট সাপোর্ট করেনা। এরমানে বাংলাদেশ বহির্ভূত কেউ এখানে ডলার ক্রয় – বিক্রয় করতে পারবেন না।
এই প্লাটফর্মে আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন পেমেন্ট মাধ্যমে ডলার কিনতে এবং সেল করে বিকাশ/রকেট / বিভিন্ন পেমেন্ট প্লাটফর্মে টাকা হিসেবে নিতে পারবেন। এরা মূলত ৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে অর্ডার কম্পিলিট করে থাকে। এদের মাধ্যমে আমি একদিনে ৬০ ডলার এক্সচ্যাঞ্জ করেছি। যদিও ওদের পলিসি অনুযায়ী, আপনি একদিনে মাত্র ১ বার এক্সচ্যাঞ্জ করতে পারবেন। আর সর্বোচ্চ ১০০ ডলার এক্সচ্যাঞ্জ করতে পারবেন। এর বেশি যদি প্রয়োজন হয়, বা ১ দিনে একাধিকার যদি এক্সচ্যাঞ্জ করতে চান, তবে তাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বার আমি পোস্ট শেষে দিবো।

আর হ্যা, ওদের রেট প্রায় সময় পরিবর্তন হয়। এক্সচ্যাঞ্জ কিংবা ডলার ক্রয় করার পূর্বে রেট দেখে নিবেন। আমি যখন এক্সচ্যাঞ্জ করেছিলাম, তখন ইথারিয়াম ছিলো ৮১ টাকা পার ডলার। আবার আজকের রেট ৮৩ টাকা। রেট যেমনই হোক, ১ টাকা ২ টাকা ৫ টাকা ব্যাপার না, কিন্তু বিশ্বস্ততাটাই মূলত আমার কাছে ইম্পোর্ট্যান্ট।

এই এক্সচ্যাঞ্জ সাইট অনেক পুরানো, কিন্তু তাদের পলিসি আপডেটেড। সুতরাং, যদি এক্সচ্যাঞ্জ করতে চান আপনাকে ১৮ বছরের অধিক হতে হবে। সেজন্য আপনাকে জাতীয় পরিচয়পত্র সাবমিট করে আগে একাউন্ট ভেরিফাই করতে হবে। যদি আপনি ১৮ এর কম হোন, তবে পরিবারের অন্য কোনো সদস্যের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে তার ইনফরমেশন এবং ছবি দিতে হবে। যদি ভুল তথ্য দেন, তবে আইডি ব্যান হইয়ে যাবে। মনে রাখবেন, ওই এক্সচ্যাঞ্জের সাইটটি বাংলাদেশি, সুতরাং, তারা আমার আপনার মতোই চালাক, চালাকী করতে গেলেই আইডি শেষ করে দিবে।

আর কোনো প্রকার সমস্যা হলে কিংবা এক্সচ্যাঞ্জ নিয়ে কোনো কথা বলতে চাইলে তাদের হেল্পলাইনে কল পারেন কিংবা ইমেইল করতে পারেন। আমার সাজেশন হবে, ফোন কলই বেটার। ইমেইলে আমি রিপ্লাই পাইনি। ফোনে তৎক্ষনাৎ সহযোগীতা পেয়েছিলাম।

একাউন্ট খোলার পর পরই আপনি এক্সচ্যাঞ্জ করতে পারবেন না। আপনাকে এক্সচ্যাঞ্জ করতে হলে একাউন্ট ভেরিফাই করতে হবে। সেজন্য আপনার ছবি আর জাতীয় পরিচয় পত্র তাদের কাছে সাবমিট করতে হবে। সাধারণত তারা ১-৩ দিনের মধ্যেই ভেরিফাই করে। এরমধ্যে ভেরিফাই না হলে, তাদের হেল্পলাইনে কল দিয়ে যোগাযোগ করলে আশা করি ভেরিফাই করে দিবে কিংবা কারো রেফারেন্সে একাউন্ট করলেও তারাতাড়ি ভেরিফাই হইয়ে যায়।

অনেক বকবক করলাম, চলুন একাউন্ট করার পদ্ধতি দেখে আসি।

রেফারসহ

রেফারছাড়া

ভালো লাগলে রেফারসহ লিংকে ঢুকবেন।
প্রথমে যেকোনো একটা লিংকে ঢুকুন।
এইবার দেখবেন একটা সাইন-আপ ফর্ম। এটি একদম জাতীয় পরিচয় পত্রের তথ্যের হুবুহু পূরণ করে রেজিস্ট্রেশন করুন।


এইবার ইমেইল ভেরিফাই করে নিন।
এইবার আপনার বা যার আইডি সাবমিট করবেন, তার এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি সাবমিট করুন।
আশা করি সব ঠিক থাকলে ৩ দিনের মধ্যে ভেরিফাই হইয়ে যাবে।

এইবার লেনদেনের পালা। খুবই সহজেই আপনি সম্পাদন করতে পারবেন।

Buy অপশন থেকে বিভিন্ন পেমেন্ট মেথুডের সাহায্যে ডলার ক্রয় করতে পারবেন।
Sell অপশনে আপনি ডলার তাদের কাছে তাদের রেট অনুসারে বিক্রয় করতে পারবেন।
Recharge অপশন থেকে আপনি যে কোনো সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জ নিতে পারবেন, পেমেন্ট করবেন কয়েনবেস দিয়ে।
বিঃদ্রঃ বিটকয়েন অপশনটি এখানে “কয়েনবেস” দ্বারা সূচিত করা হইয়েছে।

পেমেন্ট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য তাদের হেল্পলাইনে কল দিয়ে জেনে নিন।
হেল্পলাইন নাম্বারঃ +8801871139097

আমার এক্সচ্যাঞ্জিং প্রুভঃ
আমি এই সাইটের সাহায্যে সর্বমোট ১১৭ ডলার লেনদেন করেছি ইথারিয়ামে। রেট ছিলো যথাক্রমে ৮১ এবং ৮৩ টাকা পার ডলার।




পরিশেষে বলতে চাই, এত্তো কষ্টের আয়কৃত টাকা গুলো অধিক প্রাপ্তির লোভে অজানা অপরিচিত কারো কাছে সেল করে নিজের পেছনে লাল বাত্তি জ্বালানোর কোনো মানে হয় না। বাংলাদেশে IPDBSE এর ন্যায় অনেক ট্রাস্টেড ওয়েবসাইট আছে, তাদের নিকট সেল করে নিজেরা কষ্টোর্জিত ক্রিপ্টোকারেন্সি গুলো পকেটে নিন। এতে রেটের পরিমাণ কম হলেও, কোনো প্রকার ঠকার চান্স থাকেনা।

আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, প্রিয়জনদের সুখে রাখবেন।

যারা এখনো Brave Browser এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারছেন না, তারা আমার তৈরিকৃত এই ভিডিওটি দেখুন। সব বিস্তারিত ভাবে দেওয়া আছে।

আবার চাইলে আমার করা BigFour (ভিডিও) এর প্রসেস দেখে আসতে পারেন। এটিও ইনকাম করার সবচেয়ে সহজ আর লেজিট প্লাটফর্ম।

ধন্যবাদ।

12 thoughts on "[HOT POST] কিভাবে আমি ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েন-ইথারিয়াম বিকাশে এক্সচ্যাঞ্জ করি (১০০০০০% রিকোয়েস্টেড পোস্ট)"

  1. mrmizan Contributor says:
    মানসম্মত পোস্ট! ধন্যবাদ
    1. Tushan Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ ভাই ❤
  2. Shaykh Farhan Contributor says:
    vai account verify hoy na tarpor login korte gele Invalid Username or Password ! bole
    1. Tushan Author Post Creator says:
      Password reset korar try korun. Nahole tader email korun
    2. Shaykh Farhan Contributor says:
      Sorry! We can’t find you.Try again!
      Ase
    3. Tushan Author Post Creator says:
      Abar account khulen
    4. Shaykh Farhan Contributor says:
      Same kaj kore vai
    5. Shaykh Farhan Contributor says:
      vai abar account korte gele bole ei email diye age registration kora hoyce kintu login hoy na tader mail korci kintu aj 2 din e kono replay dey nai
  3. Rahatbd Contributor says:
    vi ei side e bkash rocket off kore dice..
  4. Tushan Author Post Creator says:
    Nah
  5. Tushan Author Post Creator says:
    Farhan bro@ support e call den . .. R urgent sell korte chaile amader grp e ashen..
  6. Kazi Mehedi Contributor says:
    An Error Was Encountered
    Unable to load the requested file: signup.php

    ভাই লিংকে ডুকলে এইটা ভাসে

Leave a Reply