আমাদের প্রত্যেকের মাথা যে একটা ছোটখাটো একটা সুপার কম্পিউটার- এটা তো নিশ্চয়ই জানেন?
আচ্ছা একটা কম্পিউটারে সফটওয়্যার কিভাবে ইনস্টল করে বলুন তো?
সাধারণত সবার প্রথমে সফটওয়্যারের ফাইলটি কোন পেনড্রাইভে নিয়ে তারপর পিসির ইউএসবি পোর্টে পেনড্রাইভটি ইনসার্ট করে ফাইলটি পিসিতে ট্রান্সফার করে ইনস্টলাইজেশন- সেটআপ করতে হয় তাইতো?
খুব সোজা একটা পদ্ধতি তাইনা?!!
আচ্ছা এবার বলুন তো আপনার মাথা আইমিন “ব্রেইন” নামক সুপার কম্পিউটার’টিতে সাইকোলজিক্যাল সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন?
সাইকোলজিক্যাল সফটওয়্যার?!
হুমমন….সাইকোলজিক্যাল সফটওয়্যার; বুঝলেন না তো তাইনা?
আচ্ছা পৃথিবীর সফল মানুষগুলোর ব্রেইন আর আপনার ব্রেইন কি এক? যেমন “বিল গেটস” আর আপনার ব্রেইন কি সেইম?
নিশ্চয়ই না…….
কেমন হতো যদি এমন একটি সাইকোলজিক্যাল সফটওয়ার আপনার ব্রেইনে ইনস্টল করে দেওয়া যেতো যাতে আপনিও সফল ও সুখী মানুষ হতে পারতেন?
যাহ…তাই কখনো হয় নাকি???
হুমম….আমি এমনই একটা Binaural Software তৈরী করবো যেটা আপনার ব্রেইনে ইনস্টল করে আপনিও সফল মানুষ হতে পারবেন।
ভাবছেন মজা করছি তাইনা?
আসুন তাহলে আপনাকে কিছু লজিকাল সায়েন্টিফিক (সাইকোলজিক্যাল) গল্প শোনাই…….
আমাদের ব্রেইনের অন্যতম প্রধান ইনপুট হলো চোখ আর কান (বিবেচনা করুন এটা আপনার কম্পিউটারের ফিমেইল ইউএসবি পোর্ট); এই চোখ আর কানের মাধ্যমে আপনার ব্রেইনে কোডিং ডাটা আইমিন সফটওয়্যার পাঠিয়ে দেওয়া হবে ( ডাটা মানে তথ্য আর একটা সফটওয়্যার তৈরী করতে কোডিং এর প্রয়োজন হয় তাই কোডিং ডাটার নির্দিষ্ট সম্মিলিত স্বরূপই হলো সফটওয়্যার)। এই সফটওয়্যার’টি আপনার ব্রেইনে ইনস্টল হবে বলেই এটাকে Binaural Software নাম দিলাম।
তো এই Binaural Software জিনিসটা আসলে কি আর কিভাবে এটি আপনার লাইফে সফলতা নিয়ে আসবে?
Binaural Software হলো আসলে আপনার ব্রেইন সুইট করে এমন কিছু ডাটা বা তথ্য যা আপনি চোখে দেখে মনে মনে পড়বেন (আদতে এটা ব্রেইনকে মোটিভেট বা চার্জড করবে এমন কিছু উদ্দীপক ডাটা)।
ব্যাস…এইটুকুই??
তাহলে ইউটিউবে মোটিভেশনাল স্পিচ শুনলেই চলে?
হুমমন….তবে সত্যি করে বলুন তো সুলাইমান শুখন স্যারের মোটিভেশন শুনে আপনি লাইফে সত্যিই কতোটা সফলতা পেয়েছেন কিংবা আইমান সাদিক সাহেবের কথা বার্তা আসলেই কি আপনার লাইফ পাল্টে দিয়েছে?!
আমি কিন্তু এখানে বলছি না “সুলাইমান শুখন কিংবা আইমান সাদিক” ভালো/মন্দ; আমি জানতে চেয়েছি যে আসলেই মোটিভেশন কি আপনার লাইফ পাল্টে দিতে পেরেছে?
কার্যত সত্যটা হলো “না” কেননা আপনাদের “আমি কাল হতে নিয়মিত মন দিয়ে পড়াশোনা করবো” এই জাতীয় কথাগুলি আদতে আমাদের ব্রেইনকে সাময়িকভাবে স্বান্তনা দিলেও সত্যিকার অর্থে সেই কাল আর আসে না আর আপনারও মন দিয়ে পড়াশোনা করা হয়ে উঠে না!!
আচ্ছা এইসব প্যাচাল বাদ দিন….
হ্যামেলিনের বাঁশিওয়ালার গল্পটা জানেন তো? সেই সবুজ আলখাল্লা পড়া বাঁশিয়াওয়ালা হ্যামেলিন শহরের সমস্ত শিশুদের নিয়ে পাহাড়ে চলে যায় (গল্পটাকে কিন্তু পুরোপুরি গালগল্প বলেও উড়িয়ে দেওয়া যায় না)!
অন্তত গ্রাম বাংলায় সেই আমলে কতো রাখাল বাঁশিওয়ালার বাশির সুরের প্রেমে পড়ে কতো সখী যে ঘরছাড়া হয়েছে সেটা তো জানেনই….
আচ্ছা বাঁশির সুরে কি আছে বলুন তো?
বাঁশির সুরে আছে ফ্রিকোয়েন্সি আর আমাদের ব্রেইনেও আছে Brainwave তাইতো Binaural Beats দিয়ে আপনাকে চাইলেই সম্মোহিত করা সম্ভব!
কোথায় জানি ছিলাম??
Binaural Software তাইনা?
আসলে Binaural Software হলো Binaural Beats এর সমন্বয়ে আপনার ব্রেইনকে বশীভূত করে কিছু সাজেশন (কমান্ড) দিয়ে সাবকশনিয়াস মাইন্ডে পৌছে আপনার লাইফে সফলতা এনে দেওয়া!!!
বিশ্বাস হচ্ছে না??!
যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু এই Binaural Software আপনার ব্রেইনে কাজ করবে না কেননা “আমি চাইনা আমার লাইফে সফলতা আসুক” এইবার আপনাকে জগতের জাগতিক মোটিভেশন এনে দিলেও আপনি তো জেদ ধরেই বসে আছেন যে আপনি সফল হবেন না….এতে আমার কি করার আছে বলুন তো?
আমার Binaural Software আপনার ব্রেইনে সঠিকভাবে ইনস্টল করতে পারলে নিশ্চিত আপনার লাইফে পরিবর্তন আসবে এবং সফলতাও আসবে।
আচ্ছা ড্যুড….এই Binaural Software জিনিসটা আসলে কি?
এটা হবে একটা Android Application যা আপনার মোবাইলে ইনস্টল করে স্রেফ কানে হেডফোন লাগিয়ে এপ্লিকেশনট ওপেন করে প্রতিদিনের ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জগুলি পড়বেন….চাইলে ঘুমানোর আগেও পড়তপ পারেন, তাতে শান্ত ব্রেইনে সফলতা আসতে কতোক্ষন?
তো কোই সেই Binaural Software আইমিন Android Application?
আমি সাইকোলজির জগতে স্রেফ একটা সফটওয়্যার তৈরী করার চেষ্টা করছি যা আপনার লাইফটাকে সত্যি সত্যি বদলে দিয়ে সফলতা নিয়ে আসবে….ইউ ক্যান ট্রাস্ট মি!!!
আর্টিকেল ও এ্যাপটি তৈরী করেছেন প্রিয় নিশান আহমেদ নিয়ন ভাইয়া
Binaural App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো