সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।আমি ভাল নাই। ট্রিকবিডি যদিও টেকনলেজি সাইট তারপরেও আমি মনে করে টেকনলেজি এর পাশাপাশি মুভি দেখাটাও উচিত আমাদের। এ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহন করা যায়।NGK ভালো লাগার একটা মুভি। ভালো বাসার একটা মুভি। সুরিয়া ১বছর পর একটা মুভি করল। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো মুভিটা। তবুও ব্যক্তিগত ভাবে আমার কাছে মুভিটা ভালো লাগল। তাই একটা রিভিউ দিতে চলে আসলাম।
আজকে সুরিয়ার জন্মদিন তাই চিন্তা করলাম আজকেই মুভি টা আপনাদের মাঝে শেয়ার করি।
Movie Name: NGK
Genres: Action, Drama, Political
Language: Tamil+ Bsub
Quality: 480p/720p HDRip
Size: 400MB/700MB/1.4GB
Director: K. Selvaraghavan
IMDb Ratings: 6.7/10
Personal Rating :7/10
Stars: Suriya, Rakul Preet Singh, Sai Pallavi
……মুভি নিয়ে কিছু কথা……
★লক্ষনীয় বিশয় হলো মেধাশুন্য রাষ্ট্রযন্ত্র রাজনৈতিক নেতাগুলা এমন যে, তারা একটা বাক্য সঠিকভাবে বলতে পারে না। খুবউ হাস্যকর ভুল করে বসে।
★প্রকৃতপক্ষে এরকম মেধাশুন্য রাষ্ট্রযন্ত্রে দেশের একটা উন্নয়ন হয়। ঠিকই, কিন্তু অসুস্থ একটা উন্নয়ন। এ ধরনের রাষ্ট্রে যেমন মেধা জন্মায় না, তেমন জন্মালেও তাঁরা মারা যায় অথবা বিদেশ পাড়ি দেয়।
★বাংলাদেশে এই রকম নোংরা রাজনীতির কোনো মুভি হয়না আর তাই ত তামিল তেলেগু মুভিই আমার বেশি ভাল লাগে।
★মুভিতে ছিলো বাস্তব কিছু কাহিনি নোংরা রাজনীতি নিয়ে। রাজনীতি সব দেশেই এই রকম এটা নিয়ে তামিলে মুভি বেশি হয়।
★প্রথমত মেইন একটা বিষয় আছে সেটা হল এই মুভি সবার জন্য না। জারা বস্তা পচা একই টাইপের মুভি নিয়া থাকে তাদের জন্য তো একদমই না।
★এই মুভি তাদেরই ভাল লাগবে জারা বর্তমান রাজনৈতিক অবস্থা ভাল ভাবে বুঝে । আর এটা সবার পক্ষে সম্ভব না।
★শুধু শুধু না বুজে সমালোচনার কোনো মানেই হয় না। আমার কাছে খুব ভাল লাগছে। মুভিটা ভালোই ছিল কিন্তু ডিরেক্টরের কারনেই ফ্লপ হল। তাই বলে গল্প টা কিন্তু খারাপ নয়।
★ “রানবে পে রানবে” গানটাতো সেই ছিলো ধন্যবাদ WBMF গ্রুপকে এতো সুন্দর একটা সাব দেওয়ার জন্য + এই গান টার সাব করার জন্য।
যারা দেখেন নাই দেখে নিতে পারেন।
★এই টাইপের মুভির দুইটা পার্ট হওয়া উচিত।
কারন এত কম সময়ে এই ধরনের মুভিতে সব বিষয়গুলো ভালোভাবে উপস্থাপন করা সম্ভব না।
★এই মুভি দ্বারা অনেক কিছুই বোঝানো
হয়েছে। একবার সাব দিয়ে দেখলেই বুজতে পারবেন।
★সুরিয়া আসলে চেষ্টা করেছে। কিন্তু একজন ভাল
নায়কের কাছে আমাদের এক্সপেকটেশনের লেভেল ১০০ তে ১০০ ই থাকে। সে জদি ৯০-৯৫ ও দেয় তাও আমাদের হয় না। দেখে নিতে পারেন। ডাব এখনো আসে নাই। বিসাব আছে।
……মুভি রিভিউ….
নন্দ গোপাল কুমার নামের একজন লোক। সবার সাহায্য সহযোগিতা করে। কিন্তু একদিন একজনকে সাহায্য করতে গিয়ে দেখলো রাজনীতির লোকদের পাওয়ার। যে কাজ সে এক বছরে করতে পারবে না সেটা ১মিনিটে হয়ে যায় রাজনীতির লোক দ্বারা। পরে এক লোকের কথায় সে রাজনীতি পা দিল। কি হয় রাজনীতিতে যাওয়ার পর??? সে কি রাজনীতিতে টিকে থাকতে পেরেছিল, তা জানতে হলে দেখে নিন এই মুভিটা।
ভালো একটা মুভি কিছু কমেডি আছে একশান গুলো সেই রকম।
প্রথেমেই বাংলাসাব টি ডাওনলোড করুন।
Bangla Subtitle Downlod Link
এবার আসুন ডাইরেক্ট মুভি টি ডাওনলোড করে নেই।
700 MB Link
1.8 GB Link
400 MB Direct Movi Site Link
Movi Downlod Link Direct website
বিঃ দ্রঃ কিছু তথ্য আপনাদের দেয়ার জন্য কপি করা হয়েছে। কিছু মেম্বার আছে যারা লেখাগুলা না পরেই শুধু শুধু কমেন্ট বক্সে চিৎকার করে থাকে আর তাদেরকেই বলছি সবার আগে লেখাগুলা পড়ুন।
সাউথ সহ অন্যান্য নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে। আর এখন থেকে সকল মুভির লিংক আমাদের সাইটে ডাইরেক্ট অই পাবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সাইটে।
South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।
প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি। তাই Trickbd এর সাথেই থাকুন।
সাউথ ও অন্যান্য মুভির বিভিন্য নিউজ জানতে
আমাদের এই ছোট্ট গ্রুপ এ জয়েন করুন।
Movie Group Link Click Here
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
মুভিটা দেখার জন্য শুভ কামনা রইল
4 thoughts on "বর্তমানে আমাদের উপমহাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বাস্তব অবস্থা নিয়ে তৈরি তামিল এর সুরিয়ার NGK সিনেমাটি দেখুন এখন বাংলা সাবটাইটেল দিয়ে। সাথে আমার রিভিউ ত থাকছেই।"