Site icon Trickbd.com

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মেডিকেল থ্রিলার নিয়ে এই প্রথম মালায়ালাম একটি মুভি দেখুন Virus এখন বাংলা সাবটাইটেলে। সাথে আমার রিভিউ ত থাকছেই। Thriller প্রেমিরা না দেখলেই মিস করবেন।

Unnamed

সকলমে জানাই সালাম/নমষ্কার।
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন। আজকে আপনাদের মাঝে একটা মেডিকেল থ্রিলার মুভি নিয়ে হাজির হলাম।

Movie Name : Virus
IMDb Ratings: 7.8/10
Personal Rating 8/10
Genres: Drama, Thriller
Language: Malayalam+Bsub
Quality: 480p / 720p WEB DL
Size: 400MB/1.2GB
Director: Aashiq Abu
Stars: Tovino Thomas,Asif Ali

…..মুভি নিয়ে কিছু কথা…..

★সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি।
মুভিটা দেখার আগে নিপাহ ভাইরাস সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে।

★অনেক সুন্দর একটি মুভি। মুভিতে অভিনয় করেছেন – পার্বতী, আসিফ আলি, মেডোনা সেবাস্টিয়ান আর টবিনো থোমাস। এছাড়া আরও অনেকে অভিনয় করেছেন।

★এই মুভির কাহিনী গড়ে উঠেছে নিপাহ ভাইরাসের মতো মহামারী একটা রোগকে নিয়ে।

★প্রতিদিনের মত শহরের সরকারি হাসপাতালে জরুরি বিভাগে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে ডাক্তাররা একের পর এক রুগী আসছে আর তাদের প্রাথমিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। তারপর ও চেষ্টা চলছে সঠিক চিকিৎসা যেন দেয়া যায় যতসম্ভব৷

★ নিপাহ ভাইরাস হচ্ছে এক ধরনের RNA ভাইরাস যেটা প্যারামিক্সোভিরিডি পরিবারের হেনিপাহ ভাইরাসের গণের অংশ। এই রোগে আক্রান্ত পশু ও মানুষের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত মানুষের কাশি, মাথা ব্যথা,শ্বাসকষ্ট এবং জ্বর দেখা দিতে পারে। দুই এক দিনের মধ্যে রোগী অচেতন হয়ে পড়তে পারে।

★কিভাবে সরকার এই রোগের বিরুদ্ধে যুদ্ধে জয় লাভ করেছিলো, কিভাবে ডাক্তাররা নাম না জানা এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে বাচিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছিলো এইসব কাহিনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হইছে ভাইরাস মুভিটিতে । মুভিটি সত্য কাহিনির উপর নির্মাণ করা হইছে…

…….মুভির কাহিনী…….

কেরালার একটি জায়গার নাম কোঝিকোডে। ২০১৮ সালে কোঝিকোডে এলাকাসহ আরও কিছু এলাকায় নিপাহ ভাইরাসের লক্ষন দেখা দিয়েছে। হাসপাতালের মধ্যে একটু পর পর অ্যাম্বুলেন্সের গাড়ি আসতেই থাকে। রোগীদের প্রথম অবস্থায় দেখা যায় অনেক জ্বর আর বমি। অনেকে ভাবছে তাদের ডেঙ্গু হয়েছে। পরীক্ষা করে দেখে তাদের ডেঙ্গু হয়নি। তাহলে তাদের কি হয়েছে সেটা নিয়ে অনেক চিন্তিত ডাক্তাররা। রোগীদের পরীক্ষা করে জানতে পারে তাদের নিপাহ ভাইরাস হয়েছে। এই রোগ ছোঁয়াচে যার ফলে রোগটি দ্রুত ছড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই খবর শোনার পর অনেকেই মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে। এই রোগের কোন টীকা বা বিশেষ চিকিৎসা নেই এবং চিকিৎসার প্রোটোকল নেই। এই ধরনের ভয়াবহ রোগের জন্য বিজ্ঞ কর্মকর্তাগণেরা একসাথে জোট হয়ে সমাধান করার চেষ্টা করতে থাকেন। নিপাহ ভাইরাসের মতন রোগের সমস্যার সমাধান করতে পারবে কি না সেটা জানতে হলে দেখে ফেলুন এই মুভিটি। হ্যাপি ওয়াচিং।





প্রথমেই বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করে নিন।

Bangla subtitle Downlod Link

এবার আসুন মুভি টি ডাওনলোড করি।

1.2 GB Link
Movie Downlod Link Click Here

400 MB Link Direct Website

Movie Downlod Link Click Here Direct Website

বিঃদ্রঃ আপনাদের অনেক তথ্য দেয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।

সাউথ সহ অন্যান্য নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে। আর এখন থেকে সকল মুভির লিংক আমাদের সাইটে ডাইরেক্ট অই পাবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সাইটে।


South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।

প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি।
তাই Trickbd এর সাথেই থাকুন।

সাউথ ও অন্যান্য মুভির বিভিন্য নিউজ জানতে
আমাদের এই ছোট্ট গ্রুপ এ জয়েন করুন।
Movie Group Link Click Here

মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।

মুভিটা দেখার জন্য শুভ কামনা রইল