Site icon Trickbd.com

বিক্রম এর Kadaram kondan একটা Action And Thriler মুভি দেখুন বাংলা সাবটাইটেল দিয়ে। সাথে আমার। রিভিউ ত থাকছেই।

Unnamed

সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
আমাদের আগের মুভি সাইটে প্রবলেম হওয়ার কারনে অনেকেই সাইটে প্রবেশ করতে পারতেছেন না তাই দুঃখিত। আমাদের মুভি সাইটের লিংক একদম নিচে দেয়া থাকবে। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি মুভি রিভিউ নিয়ে হাজির হলাম।

Movie: Kadaram Kondan (2019)
IMDB Ratings: 7.8/10
personal Rating : 8/10
Directed: Rajesh M. Selva
Released Date: 18 July 2019 (USA)
Genres: Action, Thriller
Languages: Tamil+Bsub
Film Stars: Vikram, Akshara Haasan, Abi
Movie Quality: 480p/720P HDRip
File Size: 400MB/900MB

………মুভি নিয়ে কিছু কথা………

★এটা ‘Point Blank’ এর অফিসিয়াল রিমেক। তবে অরজিনালটা দেখা হয়নি বিধায় ভালোই লাগবে
আশা করি।

★বাংলা সাব ডাউনলোড করতে গিয়ে দেখি- গত ২৪ ঘন্টায় এটার ৩টা বিসাব মুক্তি পেয়েছে। আরো আসবে শুনছি! এতে অবশ্য দোষের কিছু নেই। কিছু দিক বিবেচনায় ভালো, আবার আমার ব্যক্তিগত মতামতের কিছু দিক বিবেচনায় অপ্রয়োজনীয়।

★ভিক্রাম এর অভিনয় নিয়ে কোনো কথা এমনেও কিছু বলা যায় না। He Is the Best. আমার মনে হয় এই মুভিটার জন্য শুধুমাত্র ভিকরাম পারফেক্ট। আশা করি সবাই দেখে নিবেন।

★ছবির মধ্যে কিছু কিছু জিনিষ আছে দেখার মত

সুটিং প্লেস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিক্রমের
আগুন লুক,সারা ছবিতে দৌড়া দৌড়ি, স্বামী, স্ত্রীর
পিওর ভালবাসা,অসাধারণ একটা গান রয়েছে
গানের নাম তারামে তারামে।

★আসলে ভিক্রাম এর ডাইহার্ট ফ্যান তো তাই হয়তো আপনাদের কাছে বেশি মনে হতে পারে। মুভির পুরাটাই থ্রিলার আর একশ্যান এর দূর্দান্ত মিশেল।

★KGF কে বাদ দিলে ২০১৯ এর সেরা মুভি টা দেখলাম আজকে। কাদারাম কোনদান কে বিট করার মতো মুভি মনে হয় না এই বছর দেখেছি।

★আসলে কারো রিভিও দেখে মুভি দেখা উচিৎ না৷
আবার কারো রিভিউ দেখে মুভি না দেখাও উচিৎ
না। এই মুভি নিয়া অনেকে নেগেটিভ রিভিউ দিছে
কিন্তু আমার কাছে ভাল লেগেছে।

…….মুভি রিভিউ……

স্বামী, স্ত্রীর মিষ্টি একটা জুটি (ভাসু +আতিরা) । আতিরা ৮ মাসের প্রেগন্যান্ট। ভাসু নতুন একটা
চাকরিতে জয়েন করে কিছুদিন পরেই একটা,
ঝামেলায় জরিয়ে পরে। সেই ঝামেলার কারনেই
৮ মাসের প্রেগন্যান্ট আতিরাকে বন্দি করে অত্যাচার
শুরু করে সন্ত্রাসীরা। এখন ভাসু তার ভালোবাসার
মানুষটিকে কিভাবে উদ্ধার করে সেটা দেখতে হলে
আপনাকে মুভিটা দেখতে হবে৷

প্রথমেই বাংলা সাবটাইটেল টি ডাওনলোড করে নিন।

Bangla Subtitle Downlod Link

এবার আসুন মুভি টি ডাওনলোড করি।

1.4 GB Direct Link

Movie Downlod Link Click Here

400 MB Link Direct Website

Movie Downlod Link Click Here

বিঃদ্রঃ আপনাদের অনেক তথ্য দেয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।

সাউথ সহ অন্যান্য নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে। আর এখন থেকে সকল মুভির লিংক আমাদের সাইটে ডাইরেক্ট অই পাবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সাইটে।


South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।

প্রতিনিয়ত South মুভির সকল আপডেট পেতে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি।
তাই Trickbd এর সাথেই থাকুন।

সাউথ ও অন্যান্য মুভির বিভিন্য নিউজ জানতে
আমাদের এই ছোট্ট গ্রুপ এ জয়েন করুন।
Movie Group Link Click Here

মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।

মুভিটা দেখার জন্য শুভ কামনা রইল