সকলকে জানাই সালাম/নমষ্কার
কেমন আছেন সকলে আসা করি ভালই আছেন।
আপনাদের মাঝে অনেক তামিল তেলগু মুভি শেয়ার করেছি এটা এর আগেও হয়ত রিভিউ সহ আপনাদের মাঝে শেয়ার করেছি। আর আজকে আসলাম হিন্দি ডাব নিয়ে। আজ এই মুভি সম্পর্কে অনেক অনেক কথা বলব তাই ধৈর্য্য ধরে শুনবেন আসা করি।
Movie Name : Premam (Chitralahari)
IMDB Ratings: 7.3/10
Directed: Thirumala Kishore
Released Date: 12 April 2019 (India)
Genres: Drama
Languages: Hindi – Telugu
Film Stars:Nivetha Pethuraj, Sai Dharam Tej
Movie Quality: 480p HDRip
File Size: 400MB
……মুভি নিয়ে কিছু কথা……
★জাস্ট অসাধারণ একটা মুভি দেখলাম কাহিনী টা জোশ। মোটিভেশনাল একটা মুভি। Triangle love story ভালোই সময় কাটলো। হিন্দি ডাব রিলিজ হয়েছে গোল্ডমাইন টেলিফিল্ম এ। না দেখে থাকলে দেখে নিন।
★এই মুভির সম্পর্কে বলার মত ভাষা আমার নাই।
এই মুভি সম্পর্কে অনেকের মতামত শুনেছি যখন তেলেগুতে প্রথম রিলিজ হয়েছিল,তারকিছু দিন পরে হিন্দি ডাব হওয়ার খবর পেলাম। তাই আর তেলেগুতে দেখার প্রশার না নিয়ে দেরি হলেও হিন্দিতে দেখার সিদ্ধান্ত নেই।
★গত কাল সনি ম্যাক্সে ওয়াল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় মুভিটি,কাল রাতে ডাউনলোড করে রেখেছিলাম।আর ফাইনালি আজ দুপুরে দেখতে বসে গেলাম।প্রথম দিকে বোরিং লাগতে ছিল,কিছু সময় দেখার পর থেকে মুভির মজা শুরু হলো। ১ ঘন্টা দেখা শেষ করে বৃষ্টির জন্য বসে আছি কখন বৃষ্টি থামবে তখন আবার দেখব। আমার মত সিংগেল পিসদের জন্য Must Watch মুভি। মুভিতে অসাধারণ ম্যাসেজ রয়েছে।
★সম্পুর্ন মুভিটা তাদের জন্য যারা নিজেকে নিয়ে ডিপ্রেশনে ভুগছেন।(যদিও পুরো গল্প তুলে ধরতে পারেনি তবে দেখলে বুঝতে পারবেন।)
★মুভিটি তেলেগু ভাষায় রিলিজ হওয়ার পর অনেক রিভিউ পেয়েছি। গত ২৭ তারিখ রাত ৮ঃ৩০ ঘটিকায় মুভিটি হিন্দি ভাষায় টেলিভিশন প্রিমিয়ার হয়।গতকাল রাতে হিন্দি ভাষাতে প্রথম বারের মতো দেখে নিলাম।
★মুভির শুরুর প্রথমে একটু বোর লাগতেছিলো।কিন্তু কিছুক্ষণ সময় যাওয়ার পর থেকে মুভিটির শেষ পর্যন্ত উপভোগ করার মতো ছিলো
……মুভি রিভিউ…..
মাঝরাতে বাসায় ফেরার পথে যখন গাড়ি এক্সিডেন্ট করে পড়ে আছে সেখানে ড্রাইভার আহত অবস্থায় রয়েছে কিন্তু কারো সহযোগিতা না পেয়ে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন অন্য একজন মটর বাইকে করে বাসায় যাচ্ছিলো। হঠাৎ এমন দৃশ্য দেখে সে সেই ড্রাইভারকে নিয়ে হাসপাতালে পৌছে দিলো এবং সর্বশেষ খবর যখন এলো “আউট অব ডেঞ্জার”
তখন সে বাসায় গিয়ে ভাবলো এমন একটি এ্যাপস বানানো প্রয়োজন যা গাড়ি এক্সিডেন্ট রোধ করতে না পারলেও একটি নোটিফিকেশনের মাধ্যমে পুলিশ ষ্টেশন, হসপিটাল এবং এ্যাম্বুলেন্স সার্ভিসকে জানাতে পারে প্রজেক্ট থিউরি তৈরী কিন্তু তার জন্য কোনো স্পন্সর না পেয়ে এদিক সেদিক ইন্টারভিউ দিতে লাগলো কিন্তু যতবারই হতাশ হয়েছে ততবারই তার বাবা তাকে মোটিভ দিয়ে যাচ্ছেন কেননা হারের পরেই জিৎ আসবে।
ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন দেখলো সেদিন যাকে
হাসপাতালে ভর্তি করিয়েছিলো সে ইন্টারভিউ বোর্ডে
অবস্থানরত কিন্তু তাকে সেদিনের কথা না বলে নিজের ইন্টারভিউ যখন দিলেন কিন্তু তখন কোম্পানির ম্যানেজারের ভালো লাগেনি কিন্তু দুদিন পর তাকে কল করে জানানো হয় তার সাথে কোম্পানি কাজ করতে ইচ্ছুক তবে যখন তাদের সাথে দেখা করলো তখন তারা তাকে প্রপোজাল করলো তার আইডিয়া মোতাবেক তাদের সাথে কাজ করতে। কিন্তু সেখানে মেধা চুরির মত কাজকে প্রাধান্য না দিয়ে চলে আসে।
মধ্যখানে লাভ স্টোরিও জমে যায় কিন্তু বান্ধবীর কান কথায় দেখলো ছেলেটি জবলেছ কিন্তু প্রজেক্টের কথা প্রেমিকাকে বললেও যখন বান্ধবীর কথায় প্রেমিকা দেখলো তখন দেখলো সে
টিভি মেকানিক। কথার ভুল বুঝাবুঝিতে সম্পর্কে ব্রেকাপ ঘটে তখন ছেলেটি
বুঝতে পারে তার সবচেয়ে আপন হলো তার বাবা কেননা ছোট বেলায় মা মারা যাবার পর থেকে বাবা কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি সব রকমের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্রজেক্ট দু’তিনবার সাবমিট করার পরও যখন তার ভাগ্যের চাকা
ঘুরছে না তখন বাবার কথায় আবারও মোটিভিশন নিয়ে কাজের ভুল গুলো শুধরে আবারও প্রজেক্টে নেমে গেলেন। প্রজেক্ট সাবমিট করে যখন লাভ নেই তখন নিজেই তা নিজের জীবনে প্রয়োগ করে বুঝানোর চেষ্টা করেন মৃত্যু দুতকে সামনে রেখে মানুষের দুর্ঘটনার পর অটোমেটিকভাবে পুলিশ ষ্টেশন, হাসপাতাল ও এ্যাম্বুলেন্স সার্ভিসে কিভাবে লোকেশন নোটিফিকেশ যাবে তার বাস্তব প্রমান করতে নিজেই নেমে গেলেন।
সমাজের লোকগুলো যখন তাকে নিয়ে মশকরা, ঠাট্টা, হাসি, তামাশা করে তখনও তার বাবা তাকে মোটিভ করে চলেছেন যা বাস্তব জীবনে এমন বাবা পাওয়া দুস্কর। অবশেষে, তিনি সফল হলেন কিন্তু দাড়াতে হলো বিচারের কাঠগড়ায় যেখানে তাকে আত্মহত্যার এবং একজন ব্যর্থ প্রেমিক, ব্যর্থতার গ্লানিতে মুখরিত করে তাকে নিঃশ্বেস
করার জন্য আবেদন করা হয় কিন্তু সেখানে সেই ব্যর্থ এ্যাপস উদ্ভাবক নিজের গল্প বলে জজ সাহেবকে জানান, বার বার জিতা মানুষ যখন জিতে, তখন তা হেডলাইন হয় শুধু আর বার বার হারা মানুষ যখন জিতে, তখন তা হয় ইতিহাস।
ব্যর্থতা ই সাফল্যের মুল চাবিকাঠি।
অনেক কথা বলেছি এবার মুভি টি ডাওনলোড করে নিন।
1.2 GB Google Link
400 MB Websit Link
Movie Downlod Link Direct Website
বিঃদ্রঃ আপনাদের অনেক তথ্য দেয়ার জন্য কিছু অংশ কপি করা হয়েছে।
সাউথ সহ অন্যান্য নতুন নতুন মুভি পেতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইটে। আর এখন থেকে সকল মুভির লিংক আমাদের সাইটে ডাইরেক্ট অই পাবেন। তাই দেরি না করে চলে আসুন আমাদের সাইটে।
South New Movie Website Link Clik Here প্রতিদিন মুভি আপডেট করা হয়ে থাকে বিভিন্য সাইজ এ।
প্রতিনিয়ত South ও অন্যান্য দেশের নতুন নতুন মুভি পেতে এক্ষনি এই পেইজে like/Follow বাটনে ক্লিক করে See Fast করে সাথেই থাকুন। Facebook Official Page Click Here ৭ দিন পর পর আমি রিভিউ দিয়ে থাকি।
তাই Trickbd এর সাথেই থাকুন।
সাউথ ও অন্যান্য মুভির বিভিন্য নিউজ জানতে
আমাদের এই ছোট্ট গ্রুপ এ জয়েন করুন।
Movie Group Link Click Here
মুভিটা কেমন লেগেছে তা কিন্তু অব্যশই কমেন্ট বক্সে জানাবেন। এরকম রিভিউ সহ আর ও মুভি পেতে হলে আপনাদের সকলের অনেক অনেক রেসপন্স চাই কমেন্টে।
মুভিটা দেখার জন্য শুভ কামনা রইল
আশা করছি অনেক বেশি ভালো লাগবে।
হ্যাপি #Watching