Site icon Trickbd.com

জীবনে সাফল্য অর্জন করতে সবচেয়ে দরকারী বন্ধু হলো রুটিন

Unnamed

আমরা সবাই ই চাই সাফ্যল্যর ছোঁয়া পেতে তাইনা কি?
কিন্তু কিভাবে সাফল্যের স্পর্শ লাভ করা যায়, তা কি কখনো ঠা………ন্ডা মাথায় ভেবে দেখাছেন?

অনেকেই হয়তো দেখেন নি, তা দেখবেন কেনো সাফল্য অর্জন করতে চান, কিন্তু কিভাবে করবেন তা ঠিক জানেন না।

অনেকটা সিনেমার মতো যখন সিনেমা দেখি তখন নিজেকে হিরো ভাবি কিন্তু ২৪ ঘন্টা পরে নিজেকে জিরো ভাবি, আর কিচ্ছু মনে থাকে না, আমরা বাঙালিদের এটাই নিত্যদিনের অভ্যাস।

যদি কেউ মটিভেশনাল কথা শোনায় এবং সাফল্য অর্জনের রাস্তা বাতলে দেয় তখন নিজের গায়ের ভিতরে জোস উঠে যায়, যে সাফল্য অর্জন করেই ফেলবো!
কিন্তু দেখা যায় যে ২৪-৪৮ ঘন্টা পর আর কিছুই মনে থাকে না।
আমাদের এককান দিয়ে ডুকে আরেক কান দিয়ে তা বের হতে বেশী সময় লাগেনা।
এমনই আমরা বাঙালিরা।

আমারা বাঙালিরা কিছু কাজ করতে মোটেই ভুলি না, ফেসবুকে ঘুমানোর আগেই নোটিফিকেশন চেক করা, ঘুম থেকে উঠেই নোটিফিকেশন টা চেক করি এটা আমাদের কান দিয়ে, মাথা দিয়ে বের হয়না।

প্রতি রাতে একটু মুভি বা গান না শুনলে ঘুম আসেনা, আমাদের যতো খারাপ অভ্যাস গুলো মাথায় ইনস্টল দিয়ে ভরপুর করে রেখেছি আমরা।

এগুলো মাথা থেকে আনইন্সটল করে দিতে পারলেই দেখবেন লাইফটা একটা অন্য রাস্তায় মোর নিবে, কি বিশ্বাস হচ্ছে না?
এগুলো ত্যাগ করার জন্য আপনাকে এক বন্ধুর সহায়তা নিতে হবে আর সেই বন্ধুটি কে জানেন?

সে বন্ধুটি হলো রুটিন।

আপনি সাফল্য অর্জন করার জন্য দুটি রুটিন রাখবেন!
এখন বলতে পারেন, দুটি রুটিন কেনো? ………
ওয়েট ভাই, বলতেছি ; আপনার সপ্তাহের ৬দিনের জন্য একটি রুটিন করবেন এবং ছুটির দিনের একটি রুটিন করবেন।

এবং যদি মুসলিম হন তাহলে অবশ্যই রুটিনে পাচওয়াক্ত নামাজের টাইম রাখবেন, এই পাচওয়াক্ত নামাজ আপনাকে অনেক অনেক সাফল্য অর্জনের স্পর্শ পাওয়ার জন্য বড় ভূমিকা পালন করবে।
তা আবার কিভাবে? বলতেই পারেন, আচ্ছা এটার ব্যাখ্যা এখন দিবো না, অন্য একদিন ইনশাআল্লাহ বলবো।

আপনার কি ডেইলি রুটিন আছে? সত্যি বলবেন।
না থাকলে আজই দুইটা রুটিন বানিয়ে নিন আর সেটা আপনার পড়ার টেবিলের সামনে টানিয়ে দিন।
আর একটা ছবি তুলে মোবাইলের ওয়ালপেপারে সেট করে দিন, এতে কি হবে?

এতে আপনি যখনই মোবাইল স্কিন অন করবেন তখনই আপনার রুটিন দেখতে পাবেন এবং সেই রুটিন ফলো করার একটা ইচ্ছে চলে আসবে।

অবশেষে একটি কথাই বলবো, নিজের জীবনের সাফল্য অর্জনের জন্য একটু মাথা খাটান, তাহলেই সাফল্যের নাগাল পাওয়া কষ্টকর হবেনা।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com