Site icon Trickbd.com

আপনাকে আর কষ্টকরে থানায় যেতে হবে না। এখন ঘরে বসে থেকেই জিডি করতে পারবেন

এখন আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে না। আপনি চাইলেই আপনার হাতের স্মার্ট ফোনটি দিয়ে সহজেই অনলাইনে যে কোন থানায় ডিজি করতে পারবেন। এখন শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করতে পারবেন। তবে আশাকরা যায় খুব দ্রুত সব ধরনের জিডি অনলাইনেই করা যাবে।মাজা করে কেউ জিডি করবেন না তাহলে কোন সমস্যা হলে ট্রিকবিডি বা আমি কোন দায়ি থাকবো না।

জিডি আবেদন করতে যা প্রয়োজন

  •  আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর
  •  আপনার সচল মোবাইল নম্বর
  •  আপনার জন্ম তারিখ

  মাত্র তিন ধাপে সম্পন্ন হবে আপনার ডিজিটাল জিডি

প্রথমে এই লিংক এ প্রবেশ করেন

অনলাইন জিডি ➡

জিডি আবেদনের নিয়মাবলী

 প্রথম ধাপ

  • আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ,মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন
  •  আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড। আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে ।
  •  ঐ কোডটি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইল নম্বরটিই হবে আপনার ইউজার নেইম।

দ্বিতীয় ধাপ

  •  নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
  •  জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
  •  কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন

তৃতীয় ধাপ

  •  আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
  •  জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন
  •  আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

আমার প্রয়োজন নেই তাই স্কিনসট এর মাধ্যমে বোঝাতে পারলাম না। আপনারা যে কেউ ই অনলাইনে জিডি করতে পারবেন কারন সাইটটি পুরটা বাংলা ভাষায়। আশাকরি বোঝতে পারছেন কোন যাগায় বোঝতে সমস্যা হলে কমেন্ট এ বলেন।

আমার সাইটে গিভওয়ে চলতেছে 200 টাকা বিকাশ,অথবা মোবাইল রিচার্জ কেউ অংশগ্রহণ করতে চাইলে নিচের লিংকে যান

Click Hare