আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। বর্তমান যুগে প্রিন্টের টি-শার্ট আমাদের সকলের কাছেই একটি জনপ্রিয় নাম। সকলে এখন নিজের মতো করে Design টি-শার্টে ছাঁপিয়ে পড়তেই বেশি ভালোবাসে। তাই আমি একটি সাদামাটা Design নিয়ে এলাম। যদিও এই সময় বাইরে গিয়ে প্রিন্ট করা সম্ভব নয়, কিন্তু Design-টা হাতের কাছে রাখতে তো আর সমস্যা নেই। এক নজরে Designটা দেখে নিন-
Design-টার Feature আগে জেনে নিন-
Features
- ৬টি Type-এ পাবেন-Illustrator Artwork (CS6), Illustrator EPS (CS6), Photoshop PSD (CS6), SVG ও PNG।
- Google Drive Download Link, সম্পূর্ণ Ad-Free।
- ১০০% Copyright বিহীন, আমার তৈরী।
- সব সাইজের টি-শার্টের জন্যই মোটামুটি Fit। সমস্যা হলে সাইজ ছোট-বড় করে নিবেন।
- RGB Color Space
জ্ঞাতব্য বিষয়
- Design-টা শুধুমাত্র সাদা রঙের টি-শার্টের উপর বেশি মানাবে।
- যদিও এটি Creative Commons License-এর আওতায় রয়েছে, কিন্তু আপনি যদি বাংলাদেশী হন তাহলে License আপনার জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ Design-টা ব্যবহারের ক্ষেত্রে Author-এর নাম উল্লেখের প্রয়োজন নেই।
Download
নিচের Link থেকে গিয়ে Design টি Download করুন-
ধন্যবাদ। সবাই ঘরে থাকবেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম