Site icon Trickbd.com

[Eid Poster]এবার নিজেই আপনার ফোন দিয়ে ঈদ পোস্টার বানিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং চমকিয়ে দিন।

السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।প্রায় ২ বছর পর ট্রিকবিডিতে পোস্ট লেখতেছি।পড়ালেখার কারণে অনেকটা সময় পার হওয়ার কারণে বাদ দিয়ে দিয়েছিলাম।যাহোক,,আজকে আমি ভার্সিটিতে চান্স পেয়েছি,, তাও আবার আমার মনের মতো সাবজেক্টে।যাহোক,,শত ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের কিছু শেখাতে পারবো বলে মনে করি।তো বিস্তারিত আলোচনা বাদ দিয়ে চলে যায় পোস্টের ব্যাপারে।

আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে PixelLab দিয়ে নিজে ঈদের পোস্টার তৈরী করবেন।তো পোস্টটা স্টেপবাই স্টেপ একেবারে করতে গেলে ৭০+ স্কিনসর্ট লাগবে।তাই আমি,,আপনাদের একটু কস্ট কমিয়ে নিজে অনেকগুলো ফাইল একজাস্ট করে নিচের মতো থিমটা তৈরী করে নিয়েছি।সেজন্য আপনাকে কিছু Png Transparent image ডাউনলোড করতে হবে।নিচে ড্রাইভ লিঙ্ক থেকে ফটোগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখুন।

ডাউনলোড লিঙ্কঃ

 

 

তারপর ফাইলগুলো ডাউনলোড হয়ে গেলে একটা ফোল্ডারে রেখে দেন।এখন,আপনার যদি PixelLab অ্যাপটি ডাউনলোড দেওয়া না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্কঃ

 

এবার চলে আসি মূল টিউটোরিয়ালে।আপনাকে পোস্টার বানাতে হলে প্রথমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে।সেজন্য আপনি RemoveBG ওয়েবসাইট/ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যবহার করতে পারেন।যেহেতু RemoveBG তে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সোজা তাই সেটাই ব্যবহার করবো।

ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে www.remove.bg গিয়ে —Upload Photo তে ক্লিক করে,,যে ফটোটা পোস্টারে দিতে চান সেটা সিলেক্ট করুন।

এরপর রিমুভ হয়ে গেলে Download এ ক্লিক করুন এবং সেই ফোল্ডারে রেখে দেন।

ব্যাস,,হয়ে গেল আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।এবার আসুন PixelLab অ্যাপটা ওপেন করে তিনডটে ক্লিক করে Use image from gallary তে ক্লিক করুন।


তারপরে ফটোটা সিলেক্ট করে নিয়ে আসুন।

এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে চিহ্নিত স্থানে ক্লিক করে New Text লেখাটা ডিলিট করে দিন।


তারপর প্লাস(+) চিহ্নে ক্লিক করুন।

from gallary তে ক্লিক করুন।

তারপর আপনার ফটোটা সিলেক্ট করে নিয়ে আসুন।

তারপরে ফটোটা জায়গামতো বসিয়ে দিন।

আবার (+) চিহ্নে ক্লিক করে from gallary তে ক্লিক করুন।

চিহ্নিত ফটোটা সিলেক্ট করে নিয়ে আসুন।

ঠিক নিচের মতো করে এভাবে বসিয়ে নিন।

তারপরে Texture এ ক্লিক করুন।

চিহ্নিত স্থানে ক্লিক করুন।

দেখানো ফটোটা সিলেক্ট করুন।

ঠিক ফটো আমার মতো করে খাড়া করে নিবেন।স্কিনসর্টের মতো।

তারপরে নিচের মতো দেখতে পাবেন।

আবার (+) চিহ্নে ক্লিক করে from gallary তে ক্লিক করুন।

দেখানো ফটোটা সিলেক্ট করুন।

এরপর ফটোটা একটু বাঁকা করে আমার মতো বসিয়ে নিন।

তারপর স্কিনসর্টের ফলো করে লক করে দেন,,এভাবে।

ব্যাকে এসে এবার টেক্সট চিহ্নে ক্লিক করুন।

এবার টেক্সট টিকে আমার মতো নিচে নামিয়ে আনুন।

তারপর ইডিট এ ক্লিক করুন।

নাম লিখে ok দেন।

এরপর Size এ ক্লিক করে সাইজটা ঠিক করে নেন।



তারপরে কালারে ক্লিক করে কালার করে নেন।

এরপর Stroke ও Emboss ক্লিক করে Enable করে দেন।

তারপর,,আগের মতো আবার Text নিয়ে আলাদা কিছু Description লাগাতে পারেন।বিভিন্ন রকম Font ডাউনলোড করে ফন্ট চেন্জ করতে পারেন।
তারপরে Save options ক্লিক করুন।


Format:–Png
Deminsion:– Ultra
করে দিয়ে Save to Gallary তে ক্লিক করুন।

টানটানা,,,দেখুন আমার ঈদের পোস্টার,,আর আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছাও থাকলো।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

 

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ