Site icon Trickbd.com

RFL Job Circular 2020 | RFL Group এ ইঞ্জিনিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি

Unnamed

আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি,বরাবরের মত আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল পোস্টে।

RFL Group Job Circular – 2020
RFL Group – এ ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম – Sub Assistant Engineer

পদসংখ্যা – অপ্রকাশিত

শিক্ষাগত যোগ্যতা –

Diploma in Mechanical Engineering
Diploma in Electrical Engineering
Diploma in Electronics Engineering
Diploma in Power Engineering
Diploma in Refrigeration & Air condition

অভিজ্ঞতা– প্রয়োজন নেই।

দায়িত্ব –
প্রোডাকশন লাইন ইনচার্জ হিসেবে কাজ করতে হবে এবং সরাসরি পুরো প্রোডাকশন প্রসেস এর মেশিনের কাজ করতে হবে।
টেকনিক্যালের সাথে সম্পর্কিত কর্মীদের তদারকি করতে হবে যেমন – এসিস্ট্যান্ট অপারেটর, অপারেটর ইত্যাদি।
RFL Group এর বিভিন্ন সার্ভিস সেন্টারে সেবা প্রদান করতে হবে এবং কাস্টমারদের প্রয়োজনীয়তা মাথায় রেখে বিক্রয়ের ক্ষেত্রে সেই অনুযায়ী টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে।
প্রোডাকশন রিপোর্ট তৈরি করতে হবে এবং এটি প্রোডাকশন ম্যানেজারের নিকট জমা দিতে হবে।
অন্যান্য –
বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে।
কাজের ধরণ – ফুল টাইম

বেতন – আলোচনা সাপেক্ষ।

সুবিধা সমূহ –
মোবাইল বিল
লাঞ্চ সুবিধা
বার্ষিক বেতন বৃদ্ধি
উৎসব ভাতা – ০২টি
এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে।
কর্মস্থল – বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদন পদ্ধতি –

বিডিজবস প্রোফাইল / অফলাইনে সিভি পাঠিয়ে যেকোনভাবে আবেদন করতে পারবেন।
সিভির সাথে অবশ্যই ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে।

ঠিকানা – PRAN-RFL Group

Corporate Headquaters, PRAN-RFL Center,

105 Middle Badda, Dhaka-1212

বিডিজবসের মাধ্যমে আবেদনঃ

Apply Now
ওয়েবসাইট – www.pranrflgroup.com

আবেদনের শেষ তারিখ – ৩০ সেপ্টেম্বর, ২০২০

আজ আর নয়। আমার লেখাতে কোন ভুল থাকলে ক্ষমা করে দিবেন। পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন,পজিটিভ কমেন্ট করে author দের উৎসাহিত করবেন,পোস্টে কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন , আমি চেষ্টা করবো সাথে সাথেই সমাধান দিতে,আর একটি কথা আজেবাজে কমেন্ট করে author দের পোস্ট করার মানসিকতা নষ্ট করে দিবেন না কারন একটি পোস্ট লিখতে কতটা কষ্ট হয় সেটা একজন পোস্ট রাইটার ই ভালো করে বোঝেন। মনোযোগ দিয়ে পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।,খোদা হাফেজ