Site icon Trickbd.com

Top 5 বাংলা থ্রিলার ওয়েব সিরিজ | দেখতে বসলে ওঠার চান্স নাই।

Unnamed


একটা কথা প্রচলিত আছে যে বাংলায় ভালো কোন ওয়েব সিরিজ নির্মিত হয় না কথাটা অনেকাংশেই সত্যি তবে কিছু ওয়েব সিরিজ আছে যা প্রশংসা করতে আপনিও বাধ্য! তবে দুঃখের বিষয় হল এগুলো নিয়ে আলোচনা তুলনামূলক কমই হয়।
আপনি যদি বিরক্তিকর অ্যাডাল্ট কমিটি বাদে ভালো বাংলা ওয়েব সিরিজ দেখতে চান তাহলে এই সিরিজ গুলো আপনার জন্যই।


১। ওয়াটার বটল।
একজন সিরিয়াল কিলারের গল্প যা রয়েছে লুকায়িত অতীত এক বিকৃত মস্তিষ্কের ক্রাইম থ্রিলার লেখক যা লেখার জন্য দরকার বাস্তব অভিজ্ঞতা।
দুজন পুলিশ অফিসার তারা মেন্টালিটি ডিস্টার্ব আর কিছু ভিকটিম মূলত এদের নিয়ে গল্প সিরিজের নাম ওয়াটার বটল।
বাংলা সিরিজ হিসাবে বলতে গেলে বেশ ভালই বলা চলে ভালো টুইস্ট ছিল আর ছিল কিছু অমীমাংসিত ঘটনা যা গল্পের আমেজটা ধরে রাখবে একদম শেষ পর্যন্ত।


২। লালবাজার।
একটি পুলিশ ভিত্তিক ক্রাইম ড্রামা সিরিজ,
কলকাতা শহরে নানা অপরাধ নিয়ে গড়ে উঠেছে সিরিজের মূল প্লোট তবে এখানে কিছু ভিন্নতা রাখার চেষ্টা করা হয়েছে গল্পের দুটি সাব প্লোট রয়েছে।
সমান্তরালভাবে প্লটগুলো এগিয়ে যাই ডার্ক কনসেপ্টের ওপর বেস করে বানানো হলেও ওয়েব সিরিজটি খুবই কালারফুল।
আর দেখতে বসেও বিরক্ত হওয়ার কোন চান্স নেই কারণ এডিটিং টা টানটান রয়েছে।

পারফরম্যান্সের কথা বলতে গেলে সবাই মোটামুটি ভালো করেছে খুব আহামরি কিছু না হলেও গল্পের প্রেজেন্টেশন আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে।


৩। শব্দজব্দ এর গল্প।
গল্পটা একজন লেখক এর যে কিনা তার অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছেন আবার আপনার মনে হতে পারে তার অতীত তাকে তাড়া করে বেড়াচ্ছে।
কিন্তু তার অতীত কি? অথবা আদৌ তার অতীতে কি এমন ঘটেছে এমনই কিছু ধোয়ার সময় প্লট নিয়ে গড়ে উঠেছে ওয়েব সিরিজ শব্দজব্দ গল্প।
গল্পের বিষয় বেশি বললে স্পয়লার হয়ে যাবে।
এই সিরিজের সিনেমাটোগ্রাফি দারুন ছিল প্রেজেন্টেশন ও যথেষ্ট ভাল ছিল লোকেশনগুলো আপনাকে আকৃষ্ট করবে।
অভিনয়ের ব্যাপারে বলতে গেলে রজত কাপুর এর দখলে আর বাকিরা সবাই তার জায়গা থেকে ঠিকঠাক ছিল,আর ওয়েব সিরিজটি একবার দেখা শুরু করলে শেষ না করে উঠতে চাইবেন না গ্যারান্টি দিলাম।


৪। রহস্য রোমাঞ্চ সিরিজ।
বাংলার অন্যতম সেরা ওয়েব সিরিজ প্লট হল কলকাতা শিবির ক্রাইম কে ধরে এই সিরিজের গল্প অনেকটা পেঁচানো তবে প্রেজেন্টেশন সিরিজটাকে দুর্দান্ত করে তুলেছে।
দুটি সিজন ফাস্ট সিজন এ চারটি আলাদা গল্প আর সেকেন্ড সিজনের কথা না হয় নাই বললাম।
গল্পে এমন কিছু টুইস্ট আছে যা আপনাকে বড়সড় ধাক্কা দিতে পারে রুদ্রনীলের পারফরম্যান্স দেখে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। দারুন
এই ওয়েব সিরিজটি আপনাকে রোমাঞ্চ এর পাশাপাশি এন্টারটেইন ও করবে।


১। ব্যোমকেশ।
এই নামের সাথে মিশে আছে বাঙালির আবেগ তাই ব্যোমকেশকে নিয়ে কোন কাজ করা হলে বাঙালির এক্সপেক্টেশন একটু বেশি থাকে।
ওয়েব সিরিজের এই ব্যোমকেশ সেই এক্সপেক্টেশন পূরণ করতে অনেকটাই সফল।

শরবিন্দু বন্দ্যোপাধ্যায় গল্প নিয়ে কোন প্রকার এক্সকিউজ না থাকারই কথা তবে দিরেক্টর গল্পগুলোকে যে ভাবে ফুটিয়ে তুলেছে! বাজেভাবে গল্পগুলোকে ইন্টারলিংক করেছে তা সত্যিই প্রশংসার যোগ্য।
এই ওয়েব সিরিজে প্রায় সবকিছুই ভালো লাগার মত এখনো পর্যন্ত পাঁচটি সিজন রিলিজ করেছে।

তো শেষ করছি সেখানে আজকের পর্ব, সামনে দ্বিতীয় পর্বের কোন ওয়েব সিরিজ টপলিস্টে রাখা যেতে পারে তা কমেন্ট বক্সে জানাতে পারেন‌।
আর এই পোস্টটি কেমন লাগল তা জানাতে পারেন ভাল লাগলে লাইক করতে পারেন শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেও পারেন।

সবাইকে আমন্ত্রণ করছি আমার ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য! জয়েন হতে এখানে ক্লিক করুন।

আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পোষ্টে ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।