Site icon Trickbd.com

দেখে নিন আপনার এলাকার অকৃষি প্রজা বা ইজারাদারের লিস্ট, কে কে আছে এই লিস্টে এবং তার অংশের পরিমাণ কত? সবই জানতে পারবেন।

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা

কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন

স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন পোস্টে।তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি মালিক, অকৃষি প্রজা বা ইজারাদারের তথ্য কিভাবে জানবেন। এটি কি যদি কেউ না জেনে থাকেন তাহলে গুগলের সার্চ করে নিন তাহলে বিস্তারিত জানতে পারবেন আমি লিখলাম না কারণ এটা সম্পর্কে কমবেশি সবাই অবগত।

আপনাদের এলাকার মৌজা ম্যাপ এখনো হয়তোবা এই সরকারি ওয়েবসাইটটিতে এড করা হয়নি। কেননা ওয়েবসাইটটি নতুন এটি আপনারা জানেন। যেহেতু এটি সরকারি ওয়েবসাইট তাই ধীরে ধীরে সব এলাকার মৌজা অ্যাড করবে।তবুও আপনি দেখে নিতে পারেন আপনার এলাকার মৌজা অ্যাড আছে কিনা ?কিভাবে দেখবেন দেখিয়ে দিই।

প্রথমে এই লিঙ্কে ক্লিক করে ওই পেজ টিতে প্রবেশ করুন
https://rsk.land.gov.bd/citizen_corner/
ওয়েবসাইটে প্রবেশ করা হয়ে গেলে এবার ফর্ম সঠিকভাবে পূরণ করুন।

যেমন আমি আমারটা পূরণ করলাম।
আপনি আপনার বিভাগ জেলা উপজেলা এবং কোন এলাকার মৌজা চাচ্ছেন সেটি সঠিকভাবে দিয়ে নিন।
খতিয়ান নাম্বার দিন এখন দেখতে পাচ্ছেন নিচে ছোট্ট একটি সহজ অংক, সলভ করে সার্চ করুন।

সার্চ করলেই দেখতে পাবেন কে কে এবং কত একর জমির ইজারাদার।
তো আজকের পোস্ট এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই খোদা হাফেজ।।
Exit mobile version