Site icon Trickbd.com

প্রত্যেকটি মানুষের জীবনে ঘটে যাওয়া ১০ টি ফ্যাক্ট।

Unnamed


বেশিরভাগ সময় তোমার খুব কাছের মানুষ তোমাকে আঘাত করার পর এমন অভিনয় করবেন যেনো সে তোমায় আঘাত করে নি আঘাত করেছ তুমি তাকে।
সে গোটা পৃথিবীর সামনে প্রত্যেকটা মানুষের সামনে এমন ভাব করবে যেন সে তোমার ব্যবহারে মাত্যক আঘাতপ্রাপ্ত হয়েছে।
কিন্তু তুমি তো সত্যিটা জানো কে কাকে আঘাত করেছিল, তুমি সম্পর্কটাকে বাঁচানোর জন্যে তার কাছে যাবে এবং গিয়ে তাকে বলবে যা হয়েছে ভুলে যাও।

সে তোমাকে দিয়ে ক্ষমা চাওয়াবে তুমি শুধুমাত্র সম্পর্কটাকে বাঁচানোর জন্য তার কাছে ক্ষমা চাইবে।


প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি?
প্রেম হলো তুলির উপর লেগে থাকা রং এর মত! যখন আমরা তুলি দিয়ে ছবি আঁকি তখন বারবার রঙের উপর তুলিটা কে ঠেকায় বা তারপর ক্যানভাস এর উপর তুলি চালায় কিছুক্ষণ বাদে তুলির মাথা থেকে সেই রং মুছে আবার তুলি রং এর সেই রঙে ঢাকা থাকে।

প্রেম হলো এরকম আসে যায় আসে যাই, আর ভালোবাসা হলো ছোটবেলায় আমরা যাকে রংপেন্সিল বলতাম ভালোবাসা হলো ঠিক রং পেন্সিল।
যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘসে যাও ঠিক রং বের হবে।

ভালোবাসা টাও হচ্ছে ঠিক সেইরকম যতক্ষণ না আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবেসে যায় ততক্ষণ পর্যন্ত কারও প্রতি আমাদের ভালোবাসা জীবিত থাকে।

বেশিরভাগ সময় আমাদের রক্তের সম্পর্কের মানুষগুলোর থেকেও আমাদের আত্মীয় পরিজনদের থেকেও অনেক বেশি কাছের হয়ে যায় আমাদের বন্ধুরা,

যাদের সাথে আমাদের কোন রক্তর সম্পর্ক নেই যাদের সাথে আমরা সম্পর্ক বানিয়েছি। এই পৃথিবীতে আসার পর জন্মানোর পর একটু জ্ঞান বোধ হওয়ার পর জীবনের সবথেকে খারাপ সময়গুলোতে যত না বেশি আত্মীয়-পরিজনদের দেখা যায় তার থেকে অনেক বেশি দেখা যায় সেই বন্ধুগুলোকে যাদের সাথে আমাদের কোন রক্তের সম্পর্ক নেই।
কিন্তু মানবিকতার সম্পর্ক আছে,


দেখো মানুষ তিন টা সময় তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়।
১। সে যদি তোমাকে খুব হিংসে করে তাহলে সে আর তোমার সঙ্গে কোনদিনও কথা বলবে না, এবং ব্যাপারটি তুমি তার চোখে-মুখে বুঝতে পারবে যে তোমাকে সে হিংসা করছে।

২। সে যদি তোমার দ্বারা আঘাত প্রাপ্ত হয় যদি তুমি কখনো তাকে আঘাত দাও তাহলে অবশ্যই তুমি তার কাছে গিয়ে একবার তাকে সরি বলা উচিত।

৩। যখন সে তার কৃতকর্মের জন্য সে যা যা তোমার সাথে করেছিল বা তুমি কিছু বলেছিলে সে শোনেনি সে করেছিল তার কৃতকর্মের জন্য সে লজ্জিত তোমার মুখ দেখাতে পারছে না সেই সময় সে তোমার থেকে দূরে সরে যায় লজ্জায়।

তো এই সময় কি করা যায় আমি জানিনা আমার সাথে হয়তবা কোনদিন এরকম ঘটনা হয়েছিল, কেউ লজ্জা পেয়ে হয়তো আর কখনো আমার সঙ্গে কথা বলেনি।

আমি আজও জানি না আমি কি করব কি করা উচিত! তোমাদের কি মনে হয়?

দেখো মূর্খ মানুষকে বারবার সুযোগ দেয়া যায় আর মূর্খ মানুষদেরকে না শিখিয়ে পড়িয়ে নেয়া যায়, কারণ সে মূর্খ তাই সেখানোই যাই।

কিন্তু যে বিশ্বাসঘাতক যে বিশ্বাস ভেঙেছে, তাকে দ্বিতীয়বার জীবনে এন্ট্রি দেয়া যাবে না কোনভাবেই না, জীবনে দ্বিতীয় বার তাকে আসতে দেয়া যাবে না কোনভাবেই না কোনভাবেই না।
সাপের মাথায় যতই মনি থাকুক না কেন সেতো ছোবল মারবেই কারণ সে
সাপ,
বিশ্বাসঘাতক যতই জ্ঞানী হোক না কেন সে তো বিশ্বাস ভাংবে কারণ সে বিশ্বাসঘাতক এটা তার চরিত্র! তাই জীবনে প্রত্যেককে কি দ্বিতীয় চান্স দেয়া যায়?
বিশ্বাসঘাতক কে কখনো দ্বিতীয়বার সুযোগ দেয়া যাবে না,

স্বল্প জ্ঞানী মানুষরা দেখবেন খুব বেশি আমি আমি আমি করে, সবকিছুতেই আমি আমি আমি মানে তুমি কোন একটা কথা বলছো তাকে তোমাকে পুরো কথাটা শেষই করতে দিবেনা।
কতক্ষণ সে বলবে তার টা সে কি করেছে সে কত কিছু জানে সে কতটা মহৎ সে কতটা মহান তুমি কি ভুল করছ তার হাতে একটা আমি তো এই আমি তো এই আমি আমি ব্যাপারটা খুব রয়েছে।
কারণ সে জানে তার জ্ঞান খুব অল্প তার জন্য তাকে সব জায়গায় কথা বলতে হয়, আর সব জায়গায় যখন তিনি কথা বলে তার মধ্যে আমিতো টা বেরিয়ে আসে কারণ তিনি ভয় পান।

ভয় পাই এটা ভেবে যে তার ঐ স্বল্প জ্ঞান কে কেউ আবার চিহ্নিত না করে নেয়। আর এজন্যই তিনি বারবার আমি আমি করেন।
আমি এরকম বহু মানুষ দেখেছি যাদের হয়তো অনেক পয়সা আছে কিন্তু এত আমি আমি করে যে তাদের সঙ্গে কথা বলতেই ভালো লাগে না, কারণ তারা কথা বলতেই দেয় না তারা সব সময় সে কি করেছে সেটা তুলে ধরে সামনে।


বেশিরভাগ সময় আমাদের সবচাইতে প্রিয় মানুষ গুলোকে আমরা চিনে উঠতে পারি না,
আমাদের যেই মানুষগুলো আজকের দিনে খুব প্রিয়তাদের প্রথমবার দেখে খুব একটা ভালো লাগে না।
তাদের সাথে প্রথম একটা মিসতে ইচ্ছা করে না,
কারণ হঠাৎ করেই আমরা মিশে যায় তাদের সাথে আমাদের সম্পর্ক খুব বেশিদিন টিকে না।

যাদের সাথে সম্পর্ক গুলো দীর্ঘদিনের তাদের সাথে আলাপের দিনগুলো মনে করে দেখো তখন ধীরে ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, প্রথমে হয়তো অতটা ভালো লাগে না কিন্তু পরে গিয়ে দেখা যায় সেই জীবনের খুব প্রিয় বন্ধু হয়ে যায়।

আর সবচাইতে বেশি জাজমেন্টাল মানুষগুলো কে দেখে মনে হয় এর চাইতে ভদ্র মানুষ পৃথিবীতে আর হতেই পারে না,
আর সবথেকে প্রাণখোলা মানুষগুলোকে দেখে তুমি বুঝতেই পারবে না।

তোমার পিছনে তোমারি বন্ধুরা সবাই না কিছু কিছু অনেক খারাপ কথা বলবে,
তুমি জানতে পারবে তোমার নামে খারাপ কথা রটানো হচ্ছে, কিন্তু তাও তুমি কিছু বলতে পারবে না।
কোন একটা অদ্ভুত অদৃশ্য বাঁধন তোমাকে বেঁধে রাখবে যেখানে দাঁড়িয়ে তুমি কিছুই বলতে পারবে না।
কাউকে কিছু বলতে পারবে না জাস্ট চুপচাপ হজম করে নিবে কি ঠিক তো হয়না এরকমটা?

খুব আবেগপ্রবণ মানুষ গুলো বার বার ঠকে যাওয়ার পরেও সে এটা বিশ্বাস রাখে যে এর পরের বার আমি ঠকবো না, সে আবার ভালোবাসে সে আবার দান করেন।
সে আবার মানুষের উপকারে লেগে যায়, কারণ তার মধ্যে কি পাব সেটার আশা থাকে না তার মধ্যে থাকে শুধুই আবেগ যে আমি এই মানুষটার কষ্ট দেখতে পারছিনা।
বা আমি এর প্রেমে পড়ে গেছি।


এবং সর্বশেষ মানুষ তোমাকে পছন্দ না করলেও কোন যায় আসে না তার কারণটা কি জানো?
মানুষ নিজেই নিজেকে এখনও পছন্দ করে উঠতে পারেনি, মানুষ নিজেই নিজেকে এখনো ভালবাসতে পারেনি,
আরেকটি কথা যে নিজেকে ভালবাসতে পারে নাসে অন্য কাউকে কিভাবে ভালোবাসবেন কখনোই পারবে না কখনোই সম্ভব না।

তাই যদি কাউকে ভালবাসতে ই হয় তাহলে সবার আগে নিজেকে ভালোবাসো, নিজেকে যেদিন থেকে ভালবাসতে শুরু করবে সেদিন ই প্রকৃত অর্থে বুঝতে পারবে ভালোবাসা আসলে কি।
তারপর দিন থেকে তুমি নিজের মত করে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে পারবে, আর সেদিন থেকেই তোমার জগৎটা পরিপূর্ণ হতে শুরু করবে।

[img id=7130
এই পোস্টটি তে অনেক রিকুয়েস্ট করে বলে দিতে বলেছিল *BD Game Store* Fraud নামে একটি ফেসবুক পেজ। তো ভেবে নিও না আবার টাকা-পয়সার নিয়া প্রমোট করছি?
তো এই পেজ থেকে তোমরা ফ্রী ফায়ার, পাবজি, আরো কি জানি গেম আছে, ওই গুলো টপ আপ করতে পারবে আই মিন পাবজি ইউসি না কি জানি কয় এগুলো কিনতে পারবে। মন চাইলে তাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারো। লিংক: Fraud

যে কথাগুলো বললাম সে কথাগুলো কি মনে হল? কথাগুলো ঠিক না ভুল? তোমার জীবনে কতটা ঘটেছে নাকি ঘটেনি? জানাও কমেন্ট করে আর পোস্টটিকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর লাইক করতে ভুলোনা , ভালো থেকো