বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন ৩০০০ হাজার শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৩০০০ হাজার পদের মধ্যে ২,৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ ।

বয়স: আবেদনের জন্য প্রার্থীদের বয়স ০৭ অক্টোবর ২০২১ তারিখে ১৮ থেকে ২০ বছর হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে, তবে উপজাতীয় এবং মুক্তিযোদ্ধা কোটায় নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

আরো বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে আপনি ঘরে বসে অনলাইন এ আবেদন করতে পারবেন একদম সহজে।

অনলাইন এ আবেদন করতে যা যা লাগবে

১) কম্পিউটার বা Android ফোন
২) একটি টেলিটক সিম
৩) একটি রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০×৩০০ প্রস্থ pixel)
৪) একটি স্বাক্ষর এর ছবি (দৈর্ঘ্য ৩০০×৮০ প্রস্থ pixel)

ছবি 300×300 pixel এবং স্বাক্ষর 300×80 pixel করতে এখানে ক্লিক করুন

আবেদন করতে লাগবে মোট ১৩০ টাকা টেলিটক সিম এর মাধ্যমে পাঠাতে হবে ৩০ টাকা এবং সোনালি ব্যাংকে জমা দিতে হবে ১০০ টাকা

অনলাইন এ আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম এর মাধ্যমে ৩০ টাকা জমা দিতে হবে তা না হলে আবেদন বাতিল হয়ে যাবে

যাদের টেলিটক সিম নেই তারা আমার মাধ্যমে ৩০ টাকা পাঠাতে পারেন। টাকা পাঠাতে চাইলে Messenger এ Message দিন।

উপরে সব কিছু সংরক্ষণ করা হলে আবেদন করা শুরু করা যাক

প্রথমে  এখানে ক্লিক করুন

তার পর এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করুন।

 

তার পর এখানে ক্লিক করুন।

 

এখন এই From ভালো ভাবে এবং সঠিক তথ্য দিয়ে পূর্ণ করুন

তার পর এই রকম From আসবে তা ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিলে অনলাইন এ আবেদন করা শেষ 

এখন টাকা জমা দিয়া পালা

আপনার আবেদন From এ এই রকম একটা User ID থাকবে

যে কোন টেলিটক সিমে ৩৫+ টাকা রেখে Message অপশন এ গিয়ে লিখবেন

  • TRC <space> User ID
  • উদাঃ TRC RCDTKOEXND

তার পর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে

 

এর পরে আপনাকে ফোনে একটি Message আসবে সেখানে একটি পিন থাকবে তা নিয়ে আবার Message অপশন এ গিয়ে লিখবেন

  • TRC <space> Yes <space> Pin
  • উদাঃ TRC Yes 90787203

তার পর পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে

Preliminary Scrperning-এর মাধ্যমে নির্বাচন পদ্ধতি সম্পন্ন করে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে নির্বাচিত হওয়ার ব্যাপারে অবহিত করা হবে।

এর পর এখানে ক্লিক করে Usar
User ID আর Password দিয়ে লগইন করে Admit Card ডাউনলোড করে নিবেন।

Admit Card পাওয়ার পরে সোনালি ব্যাংক এ গিয়ে ১০০ টাকা জমা দিবে

 

 

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

নতুন বিকাশ একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস নিয়ে নিন

বাংলালিংক সিমে ফ্রি 1GB নিয়ে নিন

ধন্যবাদ

9 thoughts on "বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে ঘরে বসে আবেদন করেন বিস্তারিত পোস্টে..!!"

  1. Md Sahariaj Hosen Author says:
    Apnio apply kore felechen ?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      হ্যাঁ
  2. Hassan Contributor says:
    Ata ki j kono jela theke apply kora jabe???
  3. Md jamal faruk Contributor says:
    ভাই সোনালি ব্যাংকে না গিয়ে বাড়ি বসে ফোন দিয়ে কি দেওয়া যাবে।আর যদি যায় তাহলে সেটা কিভাবে একটু বলবেন প্লিজ
  4. Uzzal Mahamud Pro Author Post Creator says:
    সোনালি ব্যাংকে গিয়ে ১০০/-(একশত) টাকা ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কো ট্রেজার্থি চালালো মাধ্যমে জমা দিতে হবে।
  5. ShaRiar IMRAN Contributor says:
    ভাই গতবার ওয়েটিং-১ এ ছিলাম পরীক্ষায় ২য় হয়েও।
    রুপি ছাড়া Bla Bla
  6. Tamim Sarker Contributor says:
    Apply kora jasse na kno??
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Ki dekhay

Leave a Reply