Site icon Trickbd.com

অকালে চুল পাকার কারণ, চুল পাকা রোধ করার উপায়।

অনেকেরই অল্প বয়সে চুল পাকে। তবে আপনি জেনে অবাক হবেন যে এই চুল পাকা হওয়ার কোনও নির্দিষ্ট কারণ নেই।

চুল পাকা একটি স্বাভাবিক বিষয় যখন বয়স বারে। তবে কিছু কিছু কারণে চুল পাকতে পারে যেমন – জেনেটিক কারণ। অল্প বয়সেই আপনার পরিবারের অন্যদের চুল পড়ার ইতিহাস থাকার কারণও এটি।

সাধারণত ৩৪-৩৫ বছর বয়সের পরে অনেকের চুল অল্প অল্প করেই রঙ হারাতে শুরু করে। কিন্তু অল্প বয়সেও চুল সাদা হতে পারে বা পাকতে পারে।

অকালে চুল পাকার কারণ

কিছু জিনগত রোগ যেমন- টিউবেরাস স্ক্লেরোসিস বা নিউরোফাইব্রোমেটোসিস, থাইরয়েডের প্রবলেম,ভিটিলিগো বা শ্বেতী রোগ,ভিটামিন বি ১২-এর অভাব।

এছাড়াও, দীর্ঘস্থায়ী অপুষ্টি, বিশেষত আমিষ জাতীয় অভাব এবং ভিটামিন বি ১২ এর অভাব চুল পাকতে পারে বা সাদা হতে পারে।


চুল পাকা কি প্রতিরোধ করা যেতে পারে?

চুল পাকা বা চুল সাদা হওয়া রোধের কোনও প্রতিকার নেই। আপনি বাজারে অনেক ধরণের পরিপূরক বড়ি পাবেন তবে চুল পড়া রোধ করতে পারে এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল যদি অকালে পাকতে বা সাদা হতে শুরু করে তবে এটি গ্রহণ করা মনে নেওয়ায় বুদ্ধিমানের কাজ।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, ভালো লাগলে আমার TechWebBD.Com সাইট টায় ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।