Site icon Trickbd.com

{ Hot Post } যেকোন বাহীনিতে একজন সৈনিক কে কিভাবে নিবার্চন করা হয় দেখে নিন

Unnamed

আসলামু আলাইকুম ।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি।তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো যে কিভাবে একজন সৈনিক কে কিভাবে নিবার্চন করা হয় তা নিয়ে বিস্থারিত বলবো আজকে তো বন্ধুরা শুরু করা যাক :
সৈনিক নিবার্চন পদ্ধতি :
প্রথমে আগে আমাদের জানতে হবে যে সৈনিক হতে আমাদের কি কি যোগ্যতা লাগবে :
সর্বনিম্ন Ssc পাশ হতে হবে এবং তার রেজাল্ট মিনিমাম Gpa-3.00 পয়েন্ট লাগবে।এবং যেকোন বিভাব থেকে আবেদন করা যাবে।তবে যারা Hsc Pass তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে।
বয়স
সাধারণ ট্রেডের জন্য বয়স 17-20 বছরের মধ্যে হতে হবে এবং টেকনিকাল ট্রেডের জন্য বয়স 17-21 বছর সারকুলারের তারিখ অনুযায়ি একদিন কম ও না বেশি ও না ।
[অন্যান যোগ্যতা]
ছেলেদের জন্য উচ্চতা মিনিমাম 5 ফিট 6 ইঙ্চি তবে সাধারণ স্কেলে 5 ফুট 7 হলে ভালো হয়।
ওজন মিনিমাম 50 কেজি এবং সরবচ্চো 65 কেজি উচ্চতা অনুযায়ী।
বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 আর স্ফিত বা ফুলা অবস্থায় 32 থাকতে হবে।
[মেয়েদের জন্য]
মেয়েদের জন্য উচ্চতা 5 ফিট 3 ইঙ্চি তবে 5 ফুট 4 ইঙ্চি থাকলে ভালো হয় কারণ তাদের স্কেল টা একটু লম্বা বেশি।
ওজন মিনিমাম 47 কেজি এবং সরবচ্চো 60 কেজি উচ্চতা অনুযায়ী।
আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 এবং ফোলা অবস্থায় 30 থাকতে হবে মিনিমাম।
আর ছেলে ও মেয়ে উভয়কে অবশ্যই অবিবাহিত হবে হবে।
[এরপর মাঠ কিভাবে হবে ]
সৈনিক এর মাঠ হওয়ার 72 ঘন্টা আগে আপনাকে তারা sms দিয়ে জানিয়ে দিবে যে কোথায় মাঠ হবে।
তারপর যেদিন মাঠ হবে সেইদিন দেখবেন যে কেন্টামেন্টের গেটে অনেক ছেলে দাড়িয়ে আছে আপনিও সেখানে যাবেন তার পর অটো তে করে Bru তে যেতে হবে।তারপর BRU অথাৎ যেখানে নিবার্চন করা হয় সেখানে নিজের সব পোশাক খুলে ঐখানে বসে বা দাড়ায় থাকতে হবে।পরিধানে শুধুমাএ হাটুর উপরের পযন্ত একটি পেন্ট থাকবে। তারপর যারা Ssc পাশ তাদের আলাদা করা হবে এবং যারা Hsc পাশ তাদের আলাদা করে দুটি লাইন করা হবে তারপর প্রাথমিক মেডিকেল শুরু করা হবে প্রাথমিক মেডিকেল যারা টিকবে তাদের চুরান্ত মেডিকেল করা হবে।

তারপর যারা চুরান্ত/final Medical এ টিকবে তাদের একটি লিখিত পরিক্ষা হবে ।পরিক্ষা total 50 number এর হবে এবং বিষয় থাকবে বাংলা-ইংরেজি-গণিত এবং সাধারণ ঙ্গান সাথে 2 বা 4 টি আইকিও ও থাকতে পারে ।
লিখিতো পরিক্ষা হওয়ার পর শারীলিক পরিক্ষা করার জন্য একটি মাঠে নিয়ে যাওয়া হবে সেখানে দৌড় হবে এবং তারপর সাথে সাথে বুক ডাওন দিতে হবে এবং যে সবচেয়ে ভালো করবে তার নম্বর ও ততো বেশি হবে।তারপর আবার আগের স্থানে নিয়ে আসবে তারপর সবাইকে পোশাক পড়ে নিতে বলবে তারা এবং খাওয়া করার জন্য কিছু সময় দেওয়া হবে।তারপর ভাইবা হবে।
এই সবকিছু শেষ হওয়ার পর মেজর চুরান্ত ফলাফল প্রকাশ করবে।তারপর যারা বাদ পড়বে তারা চলে যাবে এবং যারা সিলেট হবে তাদের পরিবর্তিতে একটি নিদিস্ট তারিখে অভিভাবক নিয়ে উপস্থিত থাকতে হবে।

আজ এ পযন্তই ।
আর নতুন কোন কিছু জানতে এবং জানাতে আমার এই সাইট টি থেকে ঘুরে আসতে পারেন
easyteching.com
সবাই ভালো থাকবেন।
আমার আরো অনান্য পোষ্ট
ইউটিউব এর ভিডিও ভাইরাল করার উপায়

দেখে নিন

অন পেজ Seo আপডেট 2022
ধন্যবাদ Trickbd
এর সাথেই থাকুন।

Exit mobile version