আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য দারুন একটি সিনেমা নিয়ে হাজির হলাম।

১৯৮৪ সালের একজন সন্ত্রাসীর জীবন কাহিনীর উপর নির্মিত মুভি কুরুপ। যার উপর চাকো নামে একজনকে খুন করার অভিযোগ আনা হয়েছিল এবং জীবন বীমার টাকার জন্য অন্য ডেড বডি ইউজ করে নিজের মিথ্যে মৃত্যু সাজানোর অভিযোগ। কুরুপের সহযোগীদের গ্রেফতার করা হলেও, কুরুপকে কেরালা পুলিশ খুঁজে পায়নি। মূলত এর ভিত্তিতে কুরুপ মুভিটি নির্মিত।

বার বার বলি দূলকারের অভিনয় অন্য লেভেলের নতুন করে কিছু বলার নাই। ক্রিমিনাল চরিত্রতেও খুব সুন্দর অভিনয় করেছে। আর এই মুভিতে তার কয়েকবার লুক চেঞ্জ করা লাগছে আর প্রতিবারই ফাটিয়ে দিয়েছে।

যদি আশা করেন ধুমধাম ফাইট সিন দেখবেন তো আশা ছেড়ে দেন। ক্যাচ মি ইফ ইয়ু ক্যান টাইপ মুভি। প্রথম ৩০-৬০ মিনিট বুঝবেন না কি হচ্ছে বাট শেষে আগুন।

ভালো মুভি কিন্তু যে একটা আশা ছিল সেটা পূরণ হয়নি।

Download link

Movie: Kurup

Lang: Malayalam, Tamil, Hindi, Telugu, and Kannada

B.sub available

P.Rate: 3/5

2 thoughts on "সিনেমা তো ভালো লাগে তখনি যখন মনের মতো সিনেমা হয় দুলকার সালমান এর (thriller movies Kurup Download link সহ"

  1. Avatar photo ishan Contributor says:
    দুলকার সালমান একখান জিনিয়াসই??
    1. Avatar photo Sohag Sarkar Contributor Post Creator says:
      Hummm vaiya

Leave a Reply