আসসালামুয়ালাইকুম ব্রাদার সবাই কি অবস্থা অনেক অনেক দিন পর পোস্ট লিখতে বসলাম আর এতদিন পর পোস্ট লিখতে বসে মনে হচ্ছে যে আমার পোস্ট করা যত ধরনের স্কিল শিখেছিলাম সবই প্রায় ভুলে গেছি।

তো আজকের এই পোস্টে বলব এই বছরে এই শীতে কি কি ট্রেন্ডিং এ আছে আর কোন আউটফিট গুলো পড়লে আপনাকে এই শীতে সবচাইতে বেশি স্টাইলিশ লাগবে।

তো চলুন বেশি দেরি না করে শুরু করি।

১। Turtleneck
এই শীতের সবচাইতে ট্রেন্ডিং সুইটার হলো Turtleneck মানে হল কচ্ছপের গলা সুইটার।
আর বর্তমানে এই সুবিধাটি এত পরিমান ট্রেন্ড এ রয়েছে যে নিউজ রিপোর্ট এ কিংবা টিভি খুললেই দেখা যায় কেউ-না-কেউ এই সুইটার টি পড়ে রয়েছে।

আর পড়বে না বা কেন কারণ এটা পড়লে আপনাকে অনেক অনেক বেশি স্টাইলিশ লাগবে।
আরেকটি কথা Turtleneck জ্যাকেট কেনার আগে মাথায় রাখবেন। যে এটার ফেব্রিক তিন ধরনের হয়ে থাকে।
১. Cotton
2. Thick Wool
3. thin wool
আপনি ট্রাই করবেন যে কটন ফেব্রিক গেঞ্জির কাপড়ের যে টানেল গুলো আছে সেগুলো এড়িয়ে চলতে। কারণ এটা বডিতে সেই ফুলোটা সঠিকভাবে আসবে না মানে দেখতে ভালো লাগবে না।

২। হুডি
আপনি একটা হুডি কিনতেই পারেন কারণ হুডি হচ্ছে একটি এভারগ্রীন শীতের পোশাক। এটার ট্রেন্ড কখনোই শেষ হবেনা।
বাট হুডি কিনার সময় আপনি মাথায় রাখবেন যে এটা গেঞ্জি না টি-শার্ট না।
তাই আপনি এটা বডি শো করে এমন টাইট ফিটিং হুডি কেনা থেকে বিরত থাকবেন।
চেষ্টা করবেন একটু লুজ হালকা পাতলা লুজ ফিটিং এর একটি হুডি কেনার জন্য

তাহলে দেখবেন খুব সহজেই আপনার বডির সঙ্গে সেটা মানানসই হয়ে যাবে,
আর হুডি যেহেতু কিনবে নি মেক সিওর করবেন যে আপনার হুডির মধ্যে যাতে মাঝখানে যে চেন গুলো থাকে সেগুলো এড়িয়ে চলতে।
কারণ হুডির যে মেন লুক টা মানে ক্লাসিক লুকটা আসবে উইথআউট যে চেনের হুডি গুলো আছে সেইগুলোতে।


৩। ডেনিম জ্যাকেট।
আপনার কাছে অবশ্যই অবশ্যই একটি ডেনিম জ্যাকেট থাকা উচিত, আর আমাদের দেশে যে ওয়েদার মানে যে ঠান্ডা টা পড়ে।
তার জন্য ডেনিম জ্যাকেট খুবই পারফেক্ট হতে পারে।
আর ডেনিম জ্যাকেট কেনার সময় আপনি মেক সিওর করবেন।
এটার ভিতর যাতে অতিরিক্ত স্টিকার বা হাবিজাবি লেখা না থাকে। কারণ এগুলো দেখতে খুবই বাজে লাগে।
ট্রাই করবেন একদম সিম্পল সলিট একটি ডেনিম জ্যাকেট কেনার জন্য।
সেটাই আপনাকে দেখতে অনেক বেশি গ্লাসি লাগবে অনেক বেশি স্টাইলিশ লাগবে।

তাছাড়া ডেনিম জ্যাকেট ফিটিং নিয়ে যদি কথা বলি, এটা তেমন কোন ইম্পর্টেন্ট কোন বিষয় না কারণ। ডেনিম জ্যাকেট চাইলে আপনি লুজ ও পড়তে পারেন আবার একদম বডি ফিটিং ও পড়তে পারেন।
এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর মানে আপনার উপর ছেড়ে দিলাম আরকি।

আর এই শীতের সবচাইতে বেশি যে ডেনিম জ্যাকেট টা ট্রেন্ড এ আছে ওই জ্যাকেট টার ছবি এবং কেনার ডিটেলস নিচে দিয়ে দিবো।
আর আপনার মাথায় যদি ঘুরপাক খায় এই বছর একটা ডেনিম জ্যাকেট কিনবেন, তাহলে আমার একদম হানডেট পারসেন রিকুমেন্ট থাকবে নিচের ডেনিম জ্যাকেট টা কেনার জন্য।


৪। Bomber jacket
এছাড়াও আপনি চাইলে এই শীতে একটি বোম্বার জ্যাকেট কিনতে পারেন।
আর বোম্বার জ্যাকেট কিনার সবচাইতে সহজ মাধ্যম বোম্বার জ্যাকেট এর গলার ওখানে হাতের ওখানে ইলাস্টিক লাগানো থাকবে।
বাট সত্যি বলতে এই 2022 সালে এসে এই বোম্বার জ্যাকেট খুবই বেশি কমন হয়ে গেছে।
তার মানে এটা ট্রেন্ড আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ এটা খুবই বেশি পপুলার বা কমন।

তাই আপনি যদি এই বছর বোম্বার জ্যাকেট কিনতেই চান তাহলে, আমি বলব যে বোম্বার জাকেট না কিনে এটার অল্টারনেটিভ। বারসিটি জ্যাকেটও কিনতে পারেন।

সেটাও একটা বোম্বার জ্যাকেটেরি আর একটা ভার্সন আপনি ডেফিনিটলি বারসিটি জ্যাকেট যখন পড়বেন তখন আশেপাশের মানুষ আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে। আপনি এই জ্যাকেট টা কোথা থেকে কিনেছেন।

কিন্তু এটার প্রাইস হয়তো একটু বেশি পড়বে, তবে আপনি যখন পড়বেন আপনাকে খুবই খুবই স্টাইলিশ লাগবে।


৫। Sweatshirt
আপনি যদি শীতে স্টাইলিশ তার পাশাপাশি সারাদিন কম্পিটেবল ও থাকতে চান তাহলে সোয়েটশার্ট এর বিকল্প কোন আউটফিট নেই।
আর সোয়েটশার্ট কিনার সময় মেক্সির করবেন যে এটার ফেব্রিক টা যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায়।
থিক ম্যাটেরিয়ালের কেনার চেষ্টা করবেন। এতে আপনার বডিতে এডজাস্ট হয়ে যাবে।
তার পাশাপাশি আপনার সোয়েটশার্ট টা অতিরিক্ত টাইট না কিনে হালকা একটু লুজ স্ক্যানার চেষ্টা করবেন। এতে আপনাকে দেখতে অনেক অনেক বেশি ভালো লাগবে।

সোয়েটশার্ট এর বেস্ট কালার হবে হচ্ছে গিয়ে গ্রে, নেভি ব্লু ব্ল্যাক, এন্ড হোয়াইট।
তো এই ছিল এই শীতে ট্রেন্ডে থাকা সবচাইতে বেস্ট জ্যাকেট গুলো।
তো এই গুলোর মধ্যে যে কোন একটি কিনে নিজের স্টাইলিল নেস বাড়িয়ে ফেলুন।


মাত্র ৫৫০ টাকা দিয়ে ০১৭৪৬[Fraud] এই নাম্বারে কল করে উপরের ডেনিম জ্যাকেট টি কিনতে পারেন, আপনার স্টাইল নেক্সট লেভেল এ চলে যাবে ?

তো পোস্টটি ভাল লাগলে লাইক করে দিবেন আর নেক্সট পার্ট চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সাজেস্ট হিসাবে ডেনিম জ্যাকেট থাকলো। ?

3 thoughts on "এই শীতে ট্রেন্ডে থাকা, ৫ টি ছেলেদের জ্যাকেট | বাংলা রিভিউ।"

  1. Levi Author says:
    Sweatshirt এর দাম কত? ?
  2. roy Contributor says:
    প‍্যান্ট এর বিষয়ে বলেন

Leave a Reply