Site icon Trickbd.com

বীমা কাকে বলে এবং কত প্রকার?

বর্তমান বাজারে মানুষ নিজের জীবন নিয়ে অনেকটাই সজাগ, লোকেদের ইন্সুইরেন্স ( Insurance) বা বীমার প্রতি আগ্রহ বেড়েই চলছে, এদের মধ্যো অনেকেই জানেনা ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা কি? 

ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা নিয়ে অনেকের ভূল ধারনা রয়েছে, যেমনঃ অনেকেই ভাবে বীমা হচ্ছে একধরনের ইনভেস্টমেন্ট স্কিম যেখানে একটি নিদিষ্ট সময়ের জন্য টাকা রেখে ভবিষ্যতে সেই টাকা সুদে-আসলে তুলে নিতে পারি।

কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভূল, মনে রাখবেন ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা এমন কোন মাধ্যম নয়, যেখানে টাকা জমা রেখে নিদিষ্ট সময় পর সেই টাকা সুদেআসলে তুলে নিতে পারবেন।


তাই এই আর্টিকেলে আলোচনা করবো ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা কি? কত প্রকার ও কি কি?  বাংলাদেশের ইন্সুইরেন্স ( Insurance) বা বীমা কোম্পানি সমূহের তালিকা।



ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা কি? 

ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য এটি একটি প্রতিষ্ঠানকে একমুঠো অর্থ প্রদানের মতো। যার বিনিময়ে আপনি ক্ষতির সময় সেই প্রতিষ্ঠান থেকে সাহায্য পেতে পারেন।

এইভাবে, যখন কিছু দুর্ভাগ্যের ঘটনা ঘটে, তখন বীমাকারী আপনাকে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে সাহায্য করে।


আগেই বলেছি এটা  এমন কোন মাধ্যম নয়, যেখানে টাকা জমা রেখে নিদিষ্ট সময় পর সেই টাকা সুদেআসলে তুলে নিতে পারবেন যেমনটা Fixed deposit, Saving scheme, mutual fund এর ক্ষেত্রে হয়ে থাকে। 


একানেই সাধারণ লোকেরা ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমা ও Investment Scheme এর মাঝে পার্থক্য বুঝতে ভূল করে। 

মনে রাখবেন ইন্সুইরেন্স বা বীমা কখনোই আপনাকে  ডিরেক্টর অর্থ প্রদান করবেনা।


বীমা বা ইন্সুইরেন্স এর মাধ্যমে আপনি ভবিষ্যতে হতে পারা  বিভিন্ন প্রকার ক্ষতির বিনিময়ে তাদের কাছে থেকে সাহায্যে ( টাকা) পেতে পারেন।

তাই ইন্সুইরেন্স ( Insurance)  বা বীমার মাধ্যমে সরাসরি ভাবে টাকা না পাওয়া গেলেও আপনার ভবিষ্যতে হতে পারা  বিভিন্ন প্রকার ক্ষতির বিনিময়ে তাদের ( Insurance company)  কাছে থেকে সাহায্যে ( টাকা) পেতে পারেন।


এখনো না বুঝতে পারলে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। 

উদাহরণঃ মনে করুন আপনি যেকোন একটি হেলথ ইন্সুইরেন্স কোম্পানী ( Health insurance company)  থেকে নিজের মানে একটি ” স্বাস্থ বীমা ( Health insurance) করলেন এবং সেই বীমা কম্পানির নিয়ম অনুযায়ী প্রতি বছর আপনি তাদের ৫ হাজার করে টাকা প্রিমিয়াম হিসাবে দিলেন।


কিন্তু প্রত্যোক বছরে দেওয়া সেই ৫০০০ হাজার টাকার প্রিমিয়ামের বদলে কিছুই আপনাকে দেওয়া হবেনা।


তবে, যদি ভবিষ্যতে আপনার স্বাস্থ ঝুঁকি জনিত কোন সমস্যা হয় বা আপনাকে হাস্পাতালে ভর্তি করাতে হয় তখন ওই বীমা কম্পানিই আপনার সব চিকিৎসা খরচ বহন করবে।


আশা করি, ইন্সুরেন্স (insurance)  বা বীমা কি সেটা বুঝতে পেরেছেন। 

ইন্সুরেন্স (Insurance)  বা বীমা কত প্রকারঃ

ইন্সুরেন্স (Insurance) বা বীমা অনেক প্রকার হতে পারে তবে সাধারণ বীমা ২ প্রকার হয়ে থাকেঃ

 নিচের চিত্রে বীমার প্রকারভেদ দেখানো হলো  –

সাধারণ বীমাকে ( General Insurance)  আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমনঃ

জীবন বীমা (Life Insurance):
জীবন বীমা হল মানুষের মৃত্যুজনিত ঝুঁকি, ক্ষতি, বিপদ হস্তান্তরে বা এড়ানোর একটি কৌশল।

যেখানে একজন ব্যাক্তি কোন বীমা কম্পানিকে ( Insurance company)  নিয়মিত প্রিমিয়াম দেয় যা ভবিষ্যতে কোন নিদিষ্ট সময় বা সেই ব্যাক্তির মৃত্যর পর তার পরিবার একটি নিদিষ্ট পরিমান টাকা পাওয়ার উদ্দেশ্য। 

বীমা নিয়ে বিস্তারিত জানতে এই পোস্ট টি দেখতে পারেন।