আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের সবার জীবনে বিনোদন এর প্রয়োজন আছে, বিনোদন হিসেবে আমরা বাইরে ঘুরতে যাওয়া কে বুঝিয়ে থাকি।

কিন্তু বাজেট জটিলতায় আমাদের ঘুরতে যাওয়ার সময় বেশ সমস্যার সম্মুখীন হতে হয়,

আজকে আমি এমন কয়েকটি দেশের নাম বলবো যেখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এবং সেসব দেশে বাংলাদেশী টাকার মান বেশি।

মূল কথা আপনি বাংলাদেশী কয়েক হাজার টাকা এর বিনিময়েও আপনি সেসব দেশে বিলাসী জীবন উপভোগ করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক আজকে দেখে নেই কোন কোন দেশে আপনি কম খরচে ভ্রমণ করতে পারেন।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া হল এশিয়ার এমন একটি মুসলিম দেশ। সেখানে পর্যটনের অপার সম্ভবনা রয়েছে, বলা যায় প্রায় প্রতি বছর সেই দেশে মানুষ ভ্রমণ করতে যায়।

আর সেই দেশে মুদ্রাস্ফীতি এতটাই বেশি যে সেই দেশের টাকার মান খুবই কম। বাংলাদেশি এক টাকায় সেখানে আপনি পাবেন ১৪০ টাকা এর কিছু বেশি টাকা।

সুতরাং আপনার কাছে যদি বাংলাদেশী 1000 টাকাও থাকে আপনি সেই দেশে বিলাসী জীবন উপভোগ করতে পারবেন।

ভিয়েতনাম

ভিয়েতনাম হল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পূর্ন এক ছোট রাষ্ট্র,, সেই দেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটক দের আকর্ষনের কেন্দ্রবিন্দু।

আপনারা জেনে অবাক হবেন সেই দেশেও টাকার মান খুবই কম, বাংলাদেশি এক টাকার বিনিময়ে সেই দেশে আপনারা পেতে পারেন ২৪০ টাকা এর বেশি কিছু টাকা।

ভিয়েতনাম বাংলাদেশে থেকে মাত্র দুই ঘন্টার মাধ্যমে বিমানে যেতে পারবেন । সেই দেশের শিক্ষা সংস্কৃতি সবকিছুই আপনাকে মুগ্ধ করবে।

ভিনজুয়েলা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভিনজুয়েলা দেশটি ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল। এবং এখনো তারা সংগ্রাম করে যাচ্ছে এই সংকটকে মিটিয়ে ফেলার জন্য।

তাই সেই দেশেও মুদ্রাস্ফীতি অনেক বেশি। তাই সেই দেশেও বাংলাদেশি টাকার মান অনেক বেশি। তাই আপনারা চাইলে সেই দেশেও ভ্রমণ করতে পারেন।

তবে একটি কথা যেহেতু মুদ্রাস্মৃতি অনেক বেশি সুতরাং সার্বিক দিক বিবেচনা করতে গেলে বাংলাদেশের মুদ্রা আর সেই দেশের মুদ্রা এর মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই।

শুধুমাত্র পরিমাণের দিক দিয়ে টাকা একটু বেশি মনে হতে পারে কিন্তু তবুও ভ্রমণ করার জন্য এসব দেশ সবচেয়ে ভালো কম বাজেটের মধ্যে।

আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন এই সব দেশগুলোতে আপনাদের অবসর সময়ে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত , খুব জলদি দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য ট্রিক বিডির সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

16 thoughts on "জেনে নিন কোন কোন দেশে বাংলাদেশী টাকার মান বেশি!! এবং কম খরচে ভ্রমণ করবেন"

  1. Avatar photo Ridoy6979 Contributor says:
    Musabbir ei chilo tomar vromon kahini
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ??
    2. Avatar photo Ridoy6979 Contributor says:
      Abae dat ber koro
    3. Avatar photo Ridoy6979 Contributor says:
      Ajaira post diba na
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thank you
  2. Abdur Rahman abrahman_55 Contributor says:
    ইন্দোনেশিয়া তে ১ হাজার টাকায় বিলাসবহুল ভাবে থাকা যাবে এটা জেনে বললেন নাকি আপনার ধারণাতে বললেন? ইন্দোনেশিয়াতে জিনিসের দাম জানেন?

    আপনার কারেন্সি সম্পর্কে হয়তো ভালো ধারণা না থাকতেও পারে। আমার অনেকগুলো ইন্দোনেশিয়ান বন্ধু আছে। তাদের সাথে কথা বলে আমার বাস্তব অভিজ্ঞতা আছে।

    আপনার এই লজিক যদি সঠিক হয় তাহলে ২০হাজার টাকা নিয়ে ইরান যাবো আর ১ কোটি টাকার মালিক হয়ে বড় বড় বাড়ি কিনবো ইরানে। ??

    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Ami kintu agei bolechi Vai khoroch er hiseb korle prai akoi cost ase Tobe poriman beshi hobe
    2. Abdur Rahman abrahman_55 Contributor says:
      @MD Musabbir Kabir Ovi তাহলে ১০০০ টাকা দিয়ে বিলাসিতার ব্যাপারটা বললেন কেনো?

      একটা কথা মনে রাখবেন, “কলম যখন আপনার হাতে তখন সেখানে ফান / মজা করার কোনো সুযোগ নেই। জাতীকে আপনি ভালো কিছু এবং সঠিক তথ্য উপহার দিবেন সেটাই কাম্য”। এখানেই আপনার দায়িত্ব শেষ হবে। বাকি প্রতিদান আল্লাহ দিবেন।

      একটা কথা মাথায় রাখবেন “কলম ধরার ক্ষমতা সবার হয়না”। ❤️

    3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
  3. Avatar photo Abdus Sobhan Author says:
    Currency niye apnar arektu jana uchit.

    Desh e mudrar maner upore depend kore product er dam.
    Galaxy A52 phone er dam bd te 50k bdt moto pakistan e 125k pkr
    Er karon 1bdt=2.58pkr

    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Ji, বিভিন্ন দেশে বিভিন্ন দাম
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      Bivinno desh e bivinno dam houyar bisoy tai bujhanor cesta korlam
    3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ওকে
  4. Rabbyshohan Contributor says:
    আপনি কি আপনার ধারনা থেকে লিখছেন নাকি স্বপ্নে দেখে ভাই?
    আমাদেরও স্বপ্ন দেখাইতেছেন।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বাস্তব কথা লিখা আছে

Leave a Reply