Site icon Trickbd.com

হেপাটাইটিস-বি ভাইরাস কিভাবে ছড়ায়,লক্ষন ও এই ভাইরাসজনিত রোগ সম্পর্কে,জেনে নিন।

Unnamed

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

হেপাটাইটিস-বি এটি একটি ভাইরাসজনিত রোগ।বিভিন্ন মাধ্যমে এই ভাইরাস আমাদের দেহের ভিতর ঢুকে পড়ে। এবং আমাদের অসুস্থ করে দেয়, সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুবরন করে অতি তাড়াতাড়ি রোগী।এইচ আই ভি রোগ সম্পর্কে অনেকে জেনে গেছেন এবং আপনাদের জানা আছে। এই রকম ভাইরাসজনিত রোগ হলো হেপাটাইটিস-বি রোগ৷ আজকে আপনাদের জানাব,এই হেপাটাইটিস-বি রোগ কিভাবে ছড়ায়,এবং এই রোগের লক্ষন ও এই রোগ সম্পর্কে বিস্তারিত। আশা করি সম্পন্ন আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়বেন।

হেপাটাইটিস-বি এ রোগে আক্রান্ত হলে লিভারের ক্ষতির প্রভাব ফেলে। সঠিক চিকিৎসা না পেলে লিভার ক্যান্সার এর মত ভয়াবহ রোগ হতে পারে।এই রোগ ভাইরাসবাহিত রোগ,বিভিন্ন মাধ্যমে এই রোগ একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায়।একজন আক্রান্ত ব্যাক্তির রক্ত,বীর্য অন্য সুস্থ লোকের দেহে গেলে এই রোগে আক্রান্ত হওয়ার আসাঙ্কা বেশি।এই রোগের কিছু লক্ষন আছে, যে লক্ষনগুলো আপনার মাঝে দেখা দিলে ভাল কোনো চিকিৎসক এর সাথে পরামর্শ করা উচিৎ। 

জ্বরঃ-
হেপাটাইটিস-বি ভাইরাস শরীরে প্রবেশ করার ফলে হালকা জ্বর হতে পারে।মাথা ব্যাথাএবং মাথা ব্যাথা থেকে জ্বর আসতে পারে। হেপাটাইটিস-বি ছাড়াও জ্বর বিভিন্ন কারনে হতে পারে।

হলদে ত্বকঃ-

হেপাটাইটিস-বি শরীরে প্রবেশ করলে ত্বক হলদে ভাব আসতে পারে। যতদ্রুত সম্ভব ত্বক হলদে ভাব হলে ডাক্তারকে দেখানো।

বমি বমি ভাবঃ-

হেপাটাইটিস-বি ভাইরাস এর কারনে বমি বমি ভাব হতে পারে।এবং বমি ও হতে পারে।কারন এই ভাইরাস শরীরে প্রবেশ করে লিভারর আক্রমণ করে এবং কিছুটা গ্যাস্টিক এর মতো সমস্যা হতে পারে, যার কারনে বমি হতে পারে।

গাঢ় প্রসাবঃ-

এই হেপাটাইটিস-বি ভাইরাস শরীরে প্রবেশ করলে প্রসাব গাঢ় হয়ে যায়৷ তাই কখনো কারো এমন সমস্যা বেশি হলে ডাক্তার দেখানো উচিৎ।

পেট ব্যাথাঃ-

হেপাটাইটিস-বি ভাইরাস শরীরে প্রবেশ করলে পেট ব্যাথা হতে পারে৷ যেহেতু এই ভাইরাস লিভারে আক্রমণ করে থাকে৷ তাই বেশি পেট ব্যাথা হলে ডাক্তার এর সাথে পরামর্শ করা উচিৎ।

সময় মতো চিকিৎসা নিলে এই রোগ নিরাময় করা সম্ভব। তাই এই সমস্যাগুলো কারো ভিতর থাকলে ডাক্তার এর কাছে গিয়ে পরামর্শ করা উচিৎ। 

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

Exit mobile version