Site icon Trickbd.com

জেনে নিন পৃথিবীতে কোন কোন দেশে বিমান বন্দর নেই!!

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতিতে সবকিছু বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দেশেও অনেক এগিয়ে গিয়েছে।

বর্তমান সময় যানবাহন ব্যবস্থা তো পরিবর্তন এসেছে প্রায় প্রতিটি দেশেই নিজস্ব বিমানবন্দর এবং বিমান পরিষেবা রয়েছে।

কিন্তু তবু আজ পর্যন্ত পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেগুলোতে বিমানবন্দর তো দূরে থাক একটি বিমান পর্যন্ত নেই।

ভালোভাবে থেকে পৃথিবীতে দেশের সংখ্যা প্রায় ২০০ টির মত ,, যোগাযোগের সহজ মাধ্যম বিমান প্রায় প্রত্যেকটি ছোট বড় দেশেই রয়েছে।

তবুও পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলোতে বিমানবন্দর নেই তো চলুন জেনে নেয়া যাক কোন কোন দেশে বিমানবন্দর নেই।

ভ্যাটিকান সিটি

ভ্যাটিকান সিটিকে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট একটি দেশ,, জানলে আপনার অবাক হবেন এর লোকসংখ্যা মাত্র ৮০০ জনের মত।

মোনাকো

মোনাকোকে বলা হয় পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম একটি দেশ এবং এটি ক্ষুদ্রতম দেশের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এদেশের সীমানার প্রায় প্রতিটি দিকেই ফ্রান্স রয়েছে। তবে দুঃখজনক বিষয় হলো এই দেশে কোন বিমানবন্দর নেই যারা এই দেশে ঘুরতে যান তারা প্রথমে ফ্রান্সে বিমানবন্দরে নামেন।

তারপর ট্রেনে করে এই দেশে তারা চলে যান ঘোরার জন্য বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই দেশটি বিখ্যাত।

সান মারিনো

সানমারিনো হল সবচেয়ে প্রাচীনতম একটি দেশ, বিশ্বের প্রাচীনতম রাজ্যের মধ্যে এটি একটি অন্যতম একটি দেশ।

যেহেতু এটি একটি ছোট দেশ সুতরাং এখানে বিমানবন্দর স্থাপন করার মত খুব একটা বেশি বড় জায়গা নেই এজন্য এই দেশে বিমানবন্দর নেই।

তবে ইতালি হয়ে এই দেশে আসা যায় ট্রেনের মাধ্যমে। মাঝে মাঝে এই দেশে পর্যটকরা ঘুরতে আসে।

লিচেন স্টাইল

দেশের নাম শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন, আবার অবাক করা বিষয় হলো এই দেশের সর্বোচ্চ আয়তন মাত্র ৭৫ কিলোমিটার,

আর এদেশে বিমানবন্দর স্থাপন করতে হলে তাদেরকে বিভিন্ন রকম সমালোচনা এর মধ্যে পড়তে হবে যেহেতু সেই দেশের আয়তন খুবই কম,,

তো এই ছিল পৃথিবীতে কিছু কিছু দেশ যেগুলোতে বিমানবন্দর নেই,

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি