আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
বর্তমানে তরুণ প্রজন্ম এর মধ্যে ভয়াবহ এক রোগ বা আসক্তি এর সৃষ্টি হয়েছে,, সেটি হলো পর্নো আসক্তি।
আজকে আমি পর্নো এবং এটার আসক্ত মানুষদের নিয়ে কিছু তথ্য স্থাপন করবো,, তো চলুন জেনে নেই
পর্নো কি
পর্নো মূলত একটা স্বল্প সময়ের উত্তেজনা অনুভব করতে তৈরি করা একটা কামনা যুক্ত সিনেমা।
যেটি দেখলে শরীর এর বিশেষ অঙ্গ এর মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করা যায়,,
কিন্তু জানেন কি এটি সম্পুর্ন ফেক একটি জিনিস,, মূলত ১০ মিনিট এর এক ভিডিও তারা 3 চার দিন ধরে অল্প অল্প করে সুট করে।
এবং এডিট এর কারণে এবং ভার্চুয়াল প্রযুক্তি এর জন্য দেখতে বাস্তব মনে হয় তাই,, কিন্তু মূলত এটি সম্পুর্ন ভিত্তিহীন।
সব কিছুই ফেক, এমনকি যেই এক্সপ্রেশন এর জন্য আপনারা কাম অনুভব করেন সেটাও ফেক।
পর্ণগ্রাফি তে অভিনয় যারা করেন তাদের শরীর আর্টিফিসিয়াল ভাবে গঠন করা হয়,, বিশেষ কিছু ঔষুধ এর প্রয়োগ করে তাদের বিশেষ অঙ্গ গুলো বৃদ্ধি করা হয়।
যেটি দেখে আপনারা উত্তেজনা অনুভব করেন, কিন্তু বাস্তবে কোনো নারীর এমন টা সম্ভব না,, যার ফলে
বাস্তবে সঙ্গম এর সময় সুখ অনুভব করতে পারেন না, কিন্তু দোষ দেন সঙ্গীর,, কিন্তু দোষ মূলত আপনার পর্নো আসক্তি।
যার ফলে সমাজে ব্যাপক অবক্ষয় দেখা যায়,, শেষ পর্যন্ত ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায়, শুধু এই ভয়ঙ্কর আসক্তি এর জন্য।
কত জীবন যে ধ্বংস হয়, তার কোন এখতিয়ার নেই। যার ফলে দৈহিক জীবনে অশান্তি এর সৃষ্টি হয়।
আপনারা জানেন কি পর্নো তে যারা কাজ করে তাদের জীবন কত কষ্টকর? আপনারা ভেবে থাকেন যে তারা প্রচুর টাকা ইনকাম করে,
যদি এটা ভাবেন আপনার ভাবনা সঠিক,, তবে তারা প্রচুর পাশবিক নির্যাতনের শিকার হয়,, ভিডিও শুরু এর আগে প্রচুর মাদক সেবন করতে হয় তাদের।
তাদের গোপন অঙ্গ গুলো তে ড্রাগ হেরোইন ঢুকানো হয়,, যাতে সঙ্গম এর সময় তারা ব্যাথা অনুভব না করে।
জানেন কি এই ড্রাগ গুলো কতটা ভয়ানক? যার জন্য শরীরে ক্যান্সার সহ নানাবিধ রোগ এর সৃষ্টি হয়,, এবং শেষ পরিণতি হয় ভয়ংকর মৃত্যু।
পর্নো দেখার ক্ষতিকর দিক
যারা অতিরিক্ত পর্নো আসক্ত তাদের শরীর ভেঙে পড়ে, শরীরে পুষ্টি এর ঘাটতি দেখা যায়।
শরীরে নানা রকম রোগ বৃদ্ধি পাই,, সেক্স ক্ষমতা কমে যায়,, যার ফলে সঙ্গী পরকীয়া তে লিপ্ত হতে পারে
ডোপামিন হরমোন নিঃসরণ বেড়ে যাওয়ার ফলে শরীরে ঘাটতি দেখা যায়,, ফলে সহজে উত্তেজনা আসে না,
খুব দ্রুত বীর্জপাতের সৃষ্টি হয়, যা অনেক সমস্যায় ফেলতে পারে, স্বপ্ন দোষ এর পরিমাণ বৃদ্ধি পায়।
এক কথায় দুনিয়া তার কাছে জাহান্নামের মত হয়ে যায়, ইচ্ছে হয় পৃথিবীর মায়া ত্যাগ করতে।
তাই আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ওপর রিকুয়েস্ট থাকবে,,
এই বয়সে নিজেদের কে শেষ না করে পর্ণগ্রাফি আসক্তিকে দূরে রাখুন। দেখেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল।
তো, এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য TRICKBD এর সাথেই থাকুন।
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে