Site icon Trickbd.com

হঠাৎ কানের ভিতর পোকা ঢুকে পড়লে কি করনীয়,জেনে নিন।

Unnamed

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

কানে পোকা যেকোন মুহুর্তে হঠাৎ করেই ঢুকতে পারে।আপনার অজান্তেই কানে পোকা ঢুকে যেতে পারে।কানে পোকা ঢুকে পড়লে ভয় পাওয়ার কিছু নেই।সাবধান থাকলে ও কিছু নিয়ম মেনে চললে, কানের পোকা সহজে বের করা যায় বা ভাল থাকা যায়।আজকে আপনাদের জানাব,কানে হঠাৎ পোকা ঢুকলে কি করনীয়। আশা করি সম্পন্ন আর্টিক্যালটি মনোযোগ সহকারে পড়বেন।

বিশেষ করে শিশুদের কানে পোকা ঢুকলে সাবধানতা বেশি অবলম্বন করা উচিৎ। কারন অনেকে আছে শিশুদের কানে পোকা ঢুকলে কানের ভিতর বিভিন্ন কিছু দিয়ে চুলকায় পরে শিশুর কানের পর্দা হালকা ফেটে যেতে পারে।এবং সে শিশু বধির হয়ে যেতে পারে।বড় দের ক্ষেত্রেও ঠিক একই,কানে পোকা ঢুকলে কখনো চুলকানো উচিৎ নয়,কারন এতে সমস্যা আরো বেশি হয়ে যেতে পারে।অনেকের দেখা যায়, ঘুমানোর সময় বা বাহিরে হঠাৎ করেই ভো করে কানে পোকা ঢুকে যায়।এবং কানের ভিতর থেকে সে পোকা বের হওয়ার চেস্টা করে।এবং খুব বিরক্ত বোধ হয় তখন।কানের ভিতর ভো ভো আওয়াজ হয়।এ অবস্থায় আপনার প্রথম কাজ হবে,আপনাকে কানের ভিতর কিছু দিয়ে না চুলকানো।প্রথমে আপনি মোবাইল ফোনের ফ্লাস লাইট বা যেকোন লাইট কানের ভিতর ধরবেন কাত হয়ে শুয়ে।আলোর দেখা পেলে সে পোকা বেরিয়ে যেতে পারে।তারপর ও যদি পোকা না বের হয়৷ তাহলে কানের ভিতর অলিভ ওয়েল বা নারিকেল এর তেল দিবেন।এবং অপর দিকে কাত হয়ে শুয়ে থাকবেন।তারপর ৭-১০ মিনিট থাকার পর,তেল যখন কানের ভিতর যাবে তখন অন্যদিকে ঘুরবেন।তেলের সাথে পোকা বেরিয়ে যাবে। তেলের সাথে পোকা বেরিয়ে না গেলেও দেখবেন পোকা মারা যাবে। এবং আপনার কানের ভিতর ভো ভো আওয়াজ আর করবে না।তারপর আপনার উচিৎ কটন বাড বা এ ধরনের নরম কিছু দিয়ে আসতে আসতে কান চুলকানো।ভাগ্য ভাল থাকলে পোকা বেরিয়ে আসবেন।আর না আসলে সমস্যা নেই,ডাক্তার এর সাথে পরামর্শ করবেন। নাক,কান ও গলা বিশেষজ্ঞ আছে জেলা পর্যায়ে সেখানে যাবেন।কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না।কারন কান একটি গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ।এই বিষয়গুলো নিয়ে কখনো অবহেলা করা উচিৎ না।অনেকের কানের ভিতর পোকা থেকে যায়, এবং পরবর্তীতে অনেক সমস্যা দেখা যায়।এজন্য আপনার কানে পোকা গেলে মরে গেলেও কানে থেকে যায়।ডাক্তার এর কাছে গেলে সে পরিক্ষা করে দেখবে এবং সে অনুযায়ী চিকিৎসা দিবে।এজন্য কখনো অবহেলা করা উচিৎ না।অনেকে আছে কবিরাজ এর কাছে এর চিকিৎসা নিতে যায়।আসলে ডাক্তার এর বিকল্প নেই,এজন্য চোখ,কান,গলা,এগুলোর সমস্যা হলে সরাসরি একজন ভাল ডাক্তার এর কাছে জাবেন এবং পরামর্শ নিবেন।অনেকে আছে কানে পোকা গেলে পানি দেয় কানে এবং তারপর সে পোকা বের হয় না। কানে পানি দিলে ভিতরে পানি থেকে যায় এবং পরবর্তীতে সে কান পাকে এবং আরো সমস্যা দেখা দেয়।কান, গলা, চোখ এগুলোর সমস্যা দেখা দিলে অবহেলা না করে ভাল কোনো ডাক্তার এর কাছে যেতে হবে। কারন, সামান্য কারনে অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে।আপনার কানে পোকা গেলে যদি কোনোভাবেই না বের করতে পারেন তাহলে সরাসরি ডাক্তার এর কাছে যাবেন। এছাড়াও যে বিষয়গুলো আপনাদের জানালাম এগুলো চেস্টা করলে ভাল ফল পাবেন।আমাদের কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাহলে কানে পোকা যাবে না।অনেকে আছে অন্ধকার রাতে শুয়ে মোবাইল ব্যাবহার করে থাকে।এই কারনে অনেকের কানে পোকা ঢুকে থাকে।এছাড়াও অনেক কারনে আমাদের কানে পোকা গিয়ে থাকে।আসলে আমরা যদি সাবধান থাকি,তাহলে কোনো সমস্যা সহজে হবে না।রাতে বা অন্ধকারে কখনো মুখের আশে পাশে লাইট জ্বালিয়ে রাখবেন না, এতে পোকা সহজে কানের ভিতর ঢুকে যেতে পারে।

আশা করি আপনার কানের ভিতর পোকা গেলে উক্ত নিয়ম গুলো ফলো করবেন এবং অনেক উপকৃত হবেন।কখনোই অবহেলা করবেন না। আসলে ছোট বিষয়গুলো নিয়ে অবহেলা করলে পরে আরো বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন।ছোট রোগগুলো চিকিৎসা করালে বড় আকার ধারন করবে না।যদি ছোট ছোট রোগ চিকিৎসা করান, তাহলে আপনি সহজে সুস্থ হয়ে যাবেন।কানের ভিতর পোকা গেলে প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফলো করুন।তারপর সমস্যা হলে তাড়াতাড়ি ডাক্তার এর পরামর্শ নিবেন।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে,
ফেসবুকে আমিঃ-

Sk Shipon

ধন্যবাদ।