Site icon Trickbd.com

এবার লিনাক্স এও চলবে উইন্ডোজ এর সফ্টওয়্যার । দেখে নিন যেভাবে exe ইন্সটল করবেন লিনাক্স এ।

আসসালামু আলাইকুম । কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালা সবাই কে ভালো ও সুস্থ রাখছে ।

অনেকদিন হয়ে গেলো ব্যাস্ততার কারণে ট্রিকবিডি তে কোনো বিষয় নিয়ে পোস্ট করা হয়না । তাই আজকে একটা বিষয় নিয়ে পোস্ট দিবো ভাবলাম । কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

পোস্ট এর বিষয় টা তো টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন যে কি বিষয় নিয়ে পোস্ট করা হবে । তো আজকের বিষয় টা হলো উইন্ডোজ এর Exe ফাইল কিভাবে লিনাক্স অপারেটিং সিস্টেম এ রান করা যায় সেই বিষয়ে ।

আমরা যারা উইন্ডোজ ব্যাবহার করি সবাই জানি যে উইন্ডোজ এর সফ্টওয়্যার গুলো সাধারণত .exe ( Executable) আর .msi (Microsoft Software Installer) ফরম্যাট এর হয়ে থাকে ।

অন্য দিকে ডেবিয়ান বেজড লিনাক্স এ সাধারণত .deb (Debian-binary) ব্যাবহার হয়ে থাকে ।

যার কারণে লিনাক্স এ স্বাভাবিক ভাবে উইন্ডোজ(exe) এর সফ্টওয়্যার রান করা যায়না । কিন্তু যারা লিনাক্স ব্যাবহার করে মাঝে মাঝে উইন্ডোজ এর ও কিছু সফ্টওয়্যার এর দরকার পড়ে যায় । এর জন্য আবার সিস্টেম সুইচ করা ……..

তো চলুন শুরু করা যাক ।

প্রথমেই লিনাক্স এ টার্মিনাল ওপেন করে নিন । তারপর sudo apt-get install wine লিখে এন্টার প্রেস করুন । তারপর পাসওয়ার্ড দিয়ে নিন ।

এবার ইন্সটল হয়ে গেলে কনফিগারেশন করে নিন , টাইপ করুন winecfg

এখন থেকে উইন্ডোজ ভার্সন সিলেক্ট করতে পারবেন , আমি উইন্ডোজ 10 করে নিলাম ।

এরপর যে সফ্টওয়্যার টি ইন্সটল করবেন সেই ফোল্ডার এ চলে যান ।

সেই ফোল্ডার এ টার্মিনাল ওপেন করে টাইপ করুন wine example.exe (যে সফ্টওয়্যার ইন্সটল করবেন সেটির নাম ) ।

দেখুন ইন্সটল শুরু হয়ে গেছে ।

এবং সঠিক ভাবেই রান হচ্ছে সফ্টওয়্যার টি ।

সফ্টওয়্যার টি পরবর্তী তে ওপেন করার জন্য স্টার মেনু থেকে wine এর মধ্যে চলে যাবেন । আর ডেস্কটপেও সর্টকার্ট হবে ।

ধন্যবাদ , আজকে এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । ট্রিকবিডির সাথেই থাকবেন । আল্লাহ হাফেজ ।

Exit mobile version