আসসালামু আলাইকুম,
আশা করি প্রিয়
ট্রিকবিডিবাসির সবাই ভালো
আছেন।আমিও আল্লাহর
রহমতে আর আপনাদের
দোয়ায় ভালো আছি।
প্রিয়,
ট্রিকবিডির জন্য আজকে একটা পোষ্ট
লেখতে বসলাম।জানি না
যদি পোষ্টটি পছন্দ হয়
তাহলে অবশ্যই পোষ্টে
লাইক ও কমেন্ট করবেন।
নগদ গ্রাহকরা নগদ অ্যাপের মাধ্যমে এই গেমে অংশ নিতে পারেন।এতে সর্বোচ্চ প্রথম ১০০ জন্য অংশগ্রহণকারী প্রতিদিন ১০ টাকা বোনাস পেতে পারে।এছাড়াও প্রতি সপ্তাহে সর্বোচ্চ স্কোরার পেতে পারেন একটি আকর্ষণীয় মোটর বাইক।
শর্তাবলীঃ অংশ নিতে স্ক্রিনশট দেখুন এবং শুরু করুন বাটনে ক্লিক করে তাদের শর্তাবলীতে সম্মতি প্রদান করেন।
নগদ আপনার তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করবে।এখানে প্রতিযোগীকে একের পর এক বাধা অতিক্রম করে দৌড় চালিয়ে যেতে হবে।আটকে গেলে শেষে আপনার স্কোর দেখাবে।
প্রতিদিন যত ইচ্ছা তত খেলতে পারবেন।তবে ব্যালান্স কাঁটা হবে কিনা তা বলা নেই।তাই একটু রিস্ক রয়েছে।
প্রতিদিন সর্বোচ্চ একশো জন পাবেন ১০০ টাকা বোনাস।যা পরবর্তী তিন দিনের মধ্যে একাউন্টে জমা হবে।
সপ্তাহের একজন টপ স্কোরার মোটরসাইকেল জেতার জন্য বিবেচিত হবে।
*ক্যাম্পেইন সময়কালে মোট ৪ জন পারেন জিতে নিতে মোটরসাইকেল।
এছাড়া চাইলে লিডারবোর্ড চেক করতে পারেন।
উক্ত ক্যাম্পেইন গত ২৫ শে অক্টোবর থেকে শুরু হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পেইন চলতে থাকবে।