Site icon Trickbd.com

বিকাশ কুইজ প্রতিযোগিতা তে কিভাবে দ্রুত বিজয়ী হবেন জেনে নিন!!

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে বিভিন্ন লেনদেন এবং ব্যাবহারিক কাজে বিকাশ একটা গুরুত্তপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত।

বলা হয়ে থাকে গ্রাহক সেবা এর জন্য বিকাশ দেশ সেরা অপারেটর হিসেবে পরিচিত ।

বিভিন্ন সময় বিকাশ আমাদের বিভিন্ন অফার প্রদান করে বরাবরের মতো এবারও তার ভিন্নতা নেই।

বর্তমানে বিশ্বকাপ এর সময় এই জন্য বিকাশ কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করেছে।

যা খেলে লিডার বোর্ডে আসতে পারলেই যেকোনো লেনদেন করলেই পাবেন 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক!

কিন্তু দুর্ভাগ্যবশত সকলেই অফারটি তে অংশগ্রহণ করে বিজয়ী হতে পারেন নি। তাদের জন্য সিক্রেট টিপস দিবো তাহলে আপনিও জিতে নিতে পারবেন 50 টাকা ক্যাশব্যাক।

এই জন্য সব চাইতে ভালো সময় হলো রাত 12 টা এর পর কুইজ এ অংশগ্রহণ করা ।

প্রথমেই বিকাশ অ্যাপ ওপেন করুন।

এইখানে কুইজ লেখাতে ক্লিক করুন

নাম্বার লিখে চলুন লেখাতে ক্লিক করুন।


তারপর ক্যাপচা কোড পূরণ করুন।


এইবার খেলুন লেখা তে ক্লিক করুন।

এইখানে কুইজ গুলো দেখতে পারবেন খুব দ্রুত উত্তর করতে হবে না দেখে উত্তর গুলোতে চাপ দিতে থাকুন।

কারণ সব গুলো প্রশ্ন ঘুরে ফিরে আসে একই জিনিস সব।

এই দেখুন আমি কত দ্রুত উত্তর দিলাম এবং লিডার বোর্ডে চলে আসলাম।

দেখুন ক্যাশব্যাক ও পেয়ে গেলাম মোবাইল রিচার্জ করে।

তাই আপনারাও চেষ্টা করতে পারেন হয়তো আপনারাও পেতে পারেন যদি ভাগ্যবান হয়ে থাকেন।

অফারটি কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে তাই দেরি করবেন না ।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

Exit mobile version