আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমাদের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক লেনদেন করতে আমরা বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাবহার করি।
এর মধ্যে উপায় একটি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ।
যা ইউসিবি ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়।
এবং প্রায় সকল অপারেটর এর চাইতে উপায় এ খরচ তুলনামূলক অনেক কম। তাই বেশির ভাগ মানুষ আজকাল উপায় ব্যাবহার করছে।
বলতে বলতে এই 2022 সাল এর শেষ সময় চলে আসলো, বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিভিন্ন অফার প্রদান করছে।
উপায় ও পিছিয়ে নেই এই দৌড়ে। তাই ডিসেম্বরের শেষ সপ্তাহে উপায় অফার দিচ্ছে ব্যাংক থেকে 2022 টাকা অ্যাড মানি করলেই ইনস্ট্যান্ট 100 টাকা ক্যাশ রিওয়ার্ড।
তো কিভাবে নেবেন এই ক্যাশ রিওয়ার্ড দেখিয়ে দিচ্ছি পোস্টে।
প্রথমে উপায় অ্যাপ ওপেন করুন আপনার ফোনে, যদি আপনার ফোনে এমবি না থাকে + আপনি যদি গ্রামীণফোন ইউজার হন উপায় অ্যাপ আপনি এমবি ছাড়াই ফ্রী তে ব্যাবহার করতে পারবেন।
উপায় অ্যাপ ওপেন করে অ্যাড মানি অপশনে ক্লিক করুন।
এইবার আপনি কার্ড টু উপায় সিলেক্ট করুন।
এইবার Add money from new card অপশনে ক্লিক করুন।
এইবার এইখানে আপনি আপনার ব্যাংকের কার্ডের সকল তথ্য দিবেন।
এইভাবে আপনারা কার্ড এর তথ্য দিবেন । আমার সিকিউরিটি এর জন্য আমার কার্ড নাম্বার হাইড করলাম। কি ধরনের কার্ড ইউজ করেন সেটা দিবেন। ভিসা হলে ভিসা মাস্টার কার্ড হলে মাস্টার ।
এইবার কত টাকা পাঠাবেন সেই amount লিখুন।
এইবার আপনি আপনার 4 ডিজিট এর পিন নাম্বার টি এইখানে লিখুন।
এইবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা আছে ওই সিমে একটা otp যাবে সেটা এইখানে দিয়ে দিন।
এই দেখুন অ্যাড মানি হয়ে গেলো আমার উপায় একাউন্টে।
সাথে সাথে ক্যাশ রিওয়ার্ড ও পেয়ে গেলাম।
তো বন্ধুরা এইভাবে আপনারা অফারটি নিতে পারবেন।
এই অফার টি 22 ডিসেম্বর 2022 থেকে 31 ডিসেম্বর 2022 পর্যন্ত থাকবে।
(বি. দ্রঃ সব ব্যাংকের কার্ডের মাধ্যমে টাকা অ্যাড করলে বোনাস পাবেন না। শুধু মাত্র, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক এইগুলো ব্যাংকের কার্ডের মাধ্যমে অ্যাড মানি করলেই বোনাস পাবেন )
উপায় এর উচিত ছিল সব ব্যাংকের কার্ড থেকে অ্যাড মানি করার অফার টি দেওয়ার জন্য।
যায় হোক এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য। আরো পোস্ট পেতে TRICKBD এর সাথেই থাকুন।