বাংলাদেশে মোবাইল ব্যাংকিং গুলো মধ্যে অন্যতম মোবাইল ব্যাংকিং হচ্ছে উপায়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) এর সহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ফিনটেক কোম্পানি লিমিটেড এর একটি অর্থনৈতিক সেবা হচ্ছে এই উপায়। অর্থাত UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং উপায়।
উপায় প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে যাচ্ছে। ২১-শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপায় একাউন্ট থেকে যে কোনো নাম্বার এ ২১ টাকা মোবাইল রিচার্জ করলে পাবেন ৭১ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড। অফার টি উপায় এর সকল গ্রাহক উপভোগ করতে পাবেন।
২১ টাকা মোবাইল রিচার্জ এ ৭ টাকা থেকে শুরু করে ৭১ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পাবে একজন গ্রাহক। যে পরিমাণ এর ক্যাশ রিওয়ার্ড পাবেন ৭ টাকা, ১৬ টাকা, ২১ টাকা, ২৬ টাকা, ৫২ টাকা, ৬৯ টাকা ৭১ টাকা.! মোবাইল রিচার্জ করার পর এই গুলো মধ্যে যেকোনো একটা ক্যাশব্যাক হিসাব রিওয়ার্ড পাবেন এবং মোবাইল রিচার্জ করার সাথে সাথে ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন.!
অফারটি চলবে ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত
? সকল উপায় কাস্টমারের জন্য প্রযোজ্য
? ক্যাশ রিওয়ার্ড নির্দিষ্ট অ্যামাউন্টের উপর যেকোনো মোবাইল নম্বর রিচার্জের জন্য প্রযোজ্য
? বাটন ফোন এবং অ্যাপ উভয় গ্রাহকই এই সুবিধা পাবেন
? ক্যাশ রিওয়ার্ড সাথে সাথে চলে আসবে
? গ্রামীনফোন গ্রাহকরা ২১ টাকা রিচার্জে পাবেন ১ টাকা /মিনিট (মেয়াদ ২ দিন/১০ সেকেন্ড পালস)
? রবি গ্রাহকরা ২১ টাকা রিচার্জে পাবেন ৭২ পয়সা/মিনিট (মেয়াদ ২ দিন/১০ সেকেন্ড পালস)
? বাংলালিংক গ্রাহকরা ২১ টাকা রিচার্জে পাবেন ৬৬ পয়সা/মিনিট (মেয়াদ ২ দিন)
? টেলিটক-এর আগামী গ্রাহকরা ২১ টাকা রিচার্জে পাবেন ১ জিবি (মেয়াদ ৩ দিন)
প্রমাণঃ
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন