আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ এর খুশি কে বাড়িয়ে তুলে একে ওপরের সাথে সম্প্রীতি এবং যোগাযোগ। যা সম্পর্ক কে গভীর করে তুলে।

আর যোগাযোগ এর জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ এর পছন্দ হলো দ্রুততম মোবাইল নেটওয়ার্ক গ্রামীণফোন। আর বলা যায় বেশিরভাগ মানুষ এর প্রথম পছন্দ এটি।

আর ঈদ এর সময় ঘুরাঘুরি শপিং আমরা বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে পেমেন্ট করেন নগদ ও এর মধ্যে পড়ে।

বাংলাদেশের ডাক বিভাগের আর্থিক সহায়তা প্রতিষ্ঠান হলো নগদ, যা গ্রাহকের কাছে বিকাশের পরে প্রথম পছন্দ। প্রায় সব লেনদেন নগদ এর মাধ্যমে হচ্ছে।

আর ঈদ উপলক্ষে নগদ এবং গ্রামীণফোন দিচ্ছে বিশাল ক্যাশব্যাক অফার, নগদ থেকে গ্রামীণফোনে১০৯ টাকা রিচার্জ করলে বাটা শো রুম থেকে কেনাকাটায় পেয়ে যাবেন ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

অফারটি চলবে ১৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত এবং প্রতি ঘন্টায় প্রথম ৪০ জন পাবেন এই ক্যাশব্যাক সুবিধা।

তাই দেরি না করে লুফে নিন এই অফারটি, বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন নগদ এর ফেসবুক পোস্টে।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। Trickbd এর সাথেই থাকুন

5 thoughts on "মোবাইল রিচার্জ করে নগদ থেকে নিন ২০০ টাকা ক্যাশব্যাক!!"

  1. Ariful Islam Dorjoy Contributor says:
    Trickbd o dekhi aj kal local news website er moto hoye gese post er tittle ekta vhitore dhuke dekhi arekta ??
    jai hok valo binodon disen vai
  2. Nabid NK Author says:
    Vaiya apner post dekhte dekhte birolto hoi gesi ato choto article??
    R prove koi apni paisen??
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ছোট পোস্ট এর জন্য দুঃখিত ভাই, বড়ো পোস্ট হবে ইনশাআল্লাহ

Leave a Reply