Site icon Trickbd.com

Tecno Spark 9T arrives in Bangladesh ?

Unnamed

price

৳14,990 4/128 GB

Shakil Ahmed Ovi

এক নজরে স্পেসিফিকেশন

Tecno Spark 9T এ থাকছে 6.6 ইঞ্চি HD+ Ips Lcd ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে থাকছে ওয়াটার ড্রপ নচ ডিজাইন camera । পিছনের ক্যামেরাটি ট্রিপল 13+2+QVGA মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 32 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার  এবং ram হিসেবে থাকছে 4 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন 64 জিবি, 2.4 GHz অক্টা-কোর CPU । processore হিসেবে থাকছে MediaTek Helio G35 (12nm) এর খুব ভালো প্রসেসর। আরো থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।

একনজরে ফোনটির ভালো কিছু দিক

মোবাইলটির কালার আমার কাছে খুবই ভালো লেগেছে হতে পারে এটি ব্যক্তিগত মতামত কিন্তু এর কোয়ান্টাম ব্ল্যাক নামে যে কালারটি রয়েছে খুবই পছন্দের। এর ফ্রন্ট ক্যামেরার নিয়ে কোন অভিযোগ নেই । আমার মনে হয় থার্টি টু মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার না দিয়ে এটা ব্যাক ক্যামেরা হিসেবে দিলে সবচেয়ে ভালো হতো । ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই ভাল ছিল । ফোনটিতে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে । ভালো দিকগুলোর মধ্যে আরও একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে ফোনটি রান হবে অ্যান্ড্রয়েড ১২ ভার্সনে ।

ফোনটির কমতি দিকগুলো

প্রথমত ফোনটিতে বড় ধরনের ডিসপ্লে ব্যবহার করলেও এতে ব্যবহার করা হয়নি কোনো ডিসপ্লে প্রটেকশন । যারা ফটোশট নিতে অনেক ভালোবাসেন তাদেরকে আমি ফোনটি সাজেস্ট করব না কেননা এই ফোনটিতে সেলফি ক্যামেরার দিকে বেশি ফোকাস করা হয়েছে এর ব্যাক ক্যামেরা দিয়ে খুব একটা আহামরি ফটো আশা করা যাবে না। এই বাজেটে অনেক ফোনগুলোতে আমরা দেখেছি মিডিয়াটেক হেলিওজি ৪০ থেকে ৬০ এর মধ্যে প্রসেসর ইউজ করতে কিন্তু এই ফোনে মিডিয়াটেক হেলো জি ৩৫ ব্যবহার করেছে যা হতাশা জনক বলে আমি মনে করছি ।

Full Specifications

Colors

Quantum Black, Burano Blue, Particle Silver, Vitality Green

Connectivity

Dual Nano Sim
2g,3g and 4g network upto 2100 GHZ
wifi hotspot

wifi direct
Usb 2.0
OTG Support etc

Body

Style Minimal Notch
Material: Glass front, plastic body

Display

Size:6.6 inches
Resolution: HD+ 720 x 1612 pixels (266 ppi)
Technology: IPS LCD 90Hz refresh rate

Back Camera

Triple 13+2 Megapixel + QVGA
(Features:Autofocus, f/1.9 aperture, quad-LED flash, HDR & more)

Front Camera

32 Megapixel
with Dual-LED flash

BatteryType and Capacity

Lithium-polymer 5000 mAh (non-removable)
Fast Charging✅ 10W Fast Charging

Performance, Ram & Processor

Android 12 (HiOS 8.6)
Chipset: MediaTek Helio G37 (12 nm)

Processor Octa-core, up to 2.3 GHz

Storage

ROM 128 GB (eMMC 5.1)
with micro sd slot upto 256 gb

Security

pattern, pin, password,
fingerprint and face unlock etc

Other Features

USB Type-C ✅Bluetooth v5.3
USB v2.0

ব্যক্তিগত মতামত:

মোবাইলটির দাম বিবেচনায় মোটামুটি ভালো পারফরম্যান্স দেয়, যদিও এ তে গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে তবুও বলবো প্রসেসরটি অনেক পুরনো । আমি এতে free fire গেমটি রান করেছিলাম কোন সময় ল্যাগের দেখা পায়নি মোটামুটি ভালো পারফরমেন্স দেয় । তবে call of duty এবং asphalt 8 এই দুটি গেম রান করার সময় মাঝেমধ্যে একটু ল্যাগের দেখা পেয়েছি মিডিয়াম গ্রাফিক্সে তবে হাই গ্রাফিক্সের খেলার সাজেশন আমি কখনোই দেবো না কারণ হাইগ্রাফিক্সে খেলার মত মোবাইল এটি না যদি হাইগ্রাফিক্সে খেলতে চান তাহলে আপনাকে অবশ্যই বাজেট আর একটু বাড়াতে হবে । একটানা ফ্রি ফায়ার খেলে 5 ঘণ্টা + ব্যাকআপ পেয়েছি । ফোনটিতে মাত্র 10 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে যা দিয়ে চার্জ করতে অনেক সময় লেগে যাবে মোটেও ভালো লাগেনি । তবে এর থেকে ব্যাটারি ব্যাকআপ ভালই পেয়েছি ।
এর পেছনের ক্যামেরা চলনসই তবে ক্যামেরাটা আরেকটু ভালো করেই যেতো।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ