আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
মোবাইল ফোন হচ্ছে এমন একটি মাধ্যম যেটি আমাদের নিত্যদিনের সঙ্গী।
বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে মোবাইল ফোন রয়েছে। বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ এখনো ফিচার ফোন বা বাটন ফোন ইউজ করে থাকে।
শুধুমাত্র ২৮% মানুষ এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন গুলো ব্যবহার করে থাকে।
কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ফোনগুলোতে শুধুমাত্র দুইটি সিম স্লট থাকার কারণে একসঙ্গে অনেকগুলো সিম ফোনে রাখা যায় না।
যা অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। এজন্য অনেকেই চান একসঙ্গে অনেকগুলো সিম একটি ফোনে ব্যবহার করতে।
কিন্তু দুঃখজনক বিষয় বাংলাদেশে এমন কোন ফোন আগে ছিল না এজন্য বিশেষ করে যারা বিকাশ নগদ রকেট ইত্যাদি ফিনান্সিয়াল সার্ভিসের এজেন্ট তাদের বিভিন্ন ফোন কেনা লাগতো সার্ভিস প্রদান করতে।
যা রীতিমতো ঝামেলার কাজ। এই ঝামেলার কাজ থেকে মুক্তি দিতে বাংলাদেশের মোবাইল ফোনের নতুন ব্র্যান্ড জিও নিয়ে এসেছে নতুন একটি ফোন।
যেই ফোনে একসঙ্গে চারটি সিম কার্ড ব্যবহার করা যাবে এবং চারটি সিম কার্ড সচলভাবে থাকবে।
জিও মূলত বাংলাদেশি ব্র্যান্ডের একটি ফোন কোম্পানি। ভারতেও জিও নামে একটি ফোনের ব্র্যান্ড রয়েছে তবে সেটি আলাদা।
জিওর চার সিম স্লটের এই ফোনটির নাম হচ্ছে Geo R40
এই ফোনের সঙ্গে পাবেন যেসব সুবিধা জেনে নিন সেগুলো
4 সিম এবং লং-লাস্টিং ব্যাটারির মতো প্রয়োজনীয় ফিচারের সাথে পারফেক্ট কালার কম্বিনেশন পাবেন ??? ??? – তে!
✅ 2.4″ ডিসপ্লে
✅ 4 সিম
✅ MTK6261D প্রসেসর
✅ 2500mAh ব্যাটারী
✅ অটো কল রেকর্ডিং
✅ ওয়্যারলেস এফএম
✅ ব্ল্যাক লিষ্ট
✅ বিগ টর্চ
✅ VGA – ক্যামেরা
✅ ভাইব্রেশন মোড
✅ MP3 & MP4 প্লেয়ার
✅ 500 কন্টাক্ট ফোনবুক মেমরি
এতসব সুবিধা থাকতে আর দেরি না করে নিয়ে নিন এই ফোনটি।
এই ফোনটি নিলে আপনি আরো সুবিধা পাবেন যেমন ধরুন আপনি যদি গ্রামীন এলাকাতে বা এমন এলাকাতে গেলেন সেখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া মুশকিল সেখানে চারটি সিমের
যেকোনো একটাতে অবশ্যই ভালো নেটওয়ার্ক পাবেন এবং যোগাযোগ ব্যবস্থা এর জন্য কোন বিঘ্ন ঘটবে না।
পরিশেষে ফোনটির দামটি বলতে চাই এতসব ফিচার এবং ভালো অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য এই ফোনটির দাম অন্যান্য সাধারণ ফোনের চাইতে কিছুটা বেশি।
তবে মানুষের হাতের নাগালে দাম রাখার জন্য জিও এই ফোনটির দাম রেখেছে মাত্র১৭০০ টাকা।
আপনারা এই ফোনটি অর্ডার করতে পারবেন সরাসরি জিও এর ফেসবুক পেজ থেকে।
তাদের পেজ লিংক এখানে দিয়ে দিলাম এখান থেকে চাইলে সহজেই আপনার ফোনটি অর্ডার করতে পারবেন ।
ফোন কিনতে এই লিংকে ক্লিক করুন
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। সবাই trickbd এর সাথেই থাকবেন।
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে