প্রিয় ট্রিকবিডিবাসী আসা করি সকলে ভালো আছেন?

কম দামে কিনুন ভালো ব্র্যান্ডের ট্যাব:
বর্তমান প্রযুক্তিনির্ভর আমাদের এই ডিজিটাল বাংলাদেশে বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ছে সেই সাথে ইলেকট্রনিক্স ও যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির চাহিদা বাড়ছে যেমন কম্পিউটার, মোবাইলফোন, ল্যাপটপ, ট্যাব।
এসব পণ্যের যেমন চাহিদা বেড়েছে আমাদের এই বাংলাদেশ , তেমনি এসব পণ্যের মূল্য বেড়েছে অনেক। আজকে আমরা কিছু কম দামে ভালো ব্র্যান্ডের ট্যাব নিয়ে আলোচনা করব।
ভালো কনফিগারেশন ট্যাব একমাত্র ভালো ব্র্যান্ডের কোম্পানি দিয়ে থাকেন। কম দামের মধ্যে একটি ভালো মানের ব্র্যান্ডের ট্যাব পাওয়া আসলে অনেক কঠিন। তাই আপনার যাতে সেই কষ্ট না হয়, তাই আমরা আপনার জন্য ভালো মানের ২০ব্র্যান্ডের ট্যাপের কনফিগারেশন ও এর প্রাইস নিয়ে আলোচনা করব।

আজকে আমাদের প্রাইস শুরু ১৫হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।

1) Lenovo TAB M8 (2nd Gen) 8″ 2GB RAM 32GB Storage Android Tablet

যে কোন ইলেকট্রনিক্স জিনিস কেনার ক্ষেত্রে সব সময় গুরুত্ব দেওয়া হয় ব্র্যান্ডের জিনিস কে।তেমনি ট্যাবটি নেয়ার সময় গুরুত্ব দেওয়া হয় ব্র্যান্ডের জিনিসকেই। ব্র্যান্ডের জিনিসে নিঃসন্দেহে ভালো জিনিসের কনফিগারেশন দেওয়া থাকে। যার কারণে জিনিস কিনে ঠকার কোন কারণ থাকে না। কিছু ব্র্যান্ডেড কোম্পানি আছে যাদের কম দামে ভালো প্রোডাক্ট পাওয়া যায়। যেমন : লিনোভো। আপনারা চাইলে এই প্রোডাক্টটি ও নিতে পারেন। অত্যন্ত ভালো মানের একটি ব্র্যান্ডের প্রোডাক্ট।
যারা কমদামে একটি ট্যাব মোবাইল কিনতে যাচ্ছেন, তারা এটা কিনতে পারেন। এটির কনফিগারেশন অনেক উন্নত মানের যাতে থাকছে –
৮আইপিএস এইচডি (১২৮০×৮০০)এলসিডি ডিসপ্লে
৮এমপি রিয়ার আর এন্ড ২ এমপি ফর্নট ক্যামেরা
অ্যান্ড্রয়েড v92 অপারেটিং সিস্টেম
২জিবি র‍্যাম ৩২ রোম।

Lenovo TAB M8 এ ট্যাবটির কনফিগারেশন ডিটেইলস :

ব্র্যান্ড: লিনোভো
ডিসপ্লে টাইপ :৮আইপিএস এইচডি (১২৮০×৮০০)এলসিডি,
৩৯০নিডস, ১০পয়েন্ট মাল্টি টাস

সাইজ :৮
রেজুলেশন :এইচডি (১২৮০×৮০০)আইপিএস
প্রসেসর :মিডিয়াটেক হ্যালো এ২২ট্যাপ, quad-core, ২.০জি
হার্স
র‍্যাম:২ জিবি,রম স্টরেস ৩২জিবি

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ৯পি

Physical spec
দিমেনশন : ১২১.৮এম এম×১৯৯.১এম এম ×৮.১৫এম এম/৪.৭৯” ×৭.৮৪” ×০.৩২”
ওয়েট :৩০৫ গ্রাম /০.৬৭আইবিএস
ক্যামেরা :রেয়ার ৮এমপি ওটোফোকাস
ফন্ট: ২এমপি ফিক্সড -ফোকাস
ব্যাটারি ক্যাপাসিটি :৫১০০এমএইচ
স্পেশাল ফিচার
ব্লুটুথ :ব্লুটুথ ৫.০
ইউএসবি :মাইক্রো ইউএসবি
ওয়েলেন:ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন এসি;২.৪/৫ জিহার্জ
Top price in Bangladesh :Lenovo Tab M8 এর বর্তমান বাজার মূল্য ১৫৩০০ টাকা।
২)
Samsung Galaxy Tab A7 Lite 3GB RAM 32GB ROM 8.7-inch Android Tablet
আপনারা যারা কম দামের মধ্যে একটি ভালো ব্রান্ডের ট্যাব কিনতে চান তারাই স্যামসাংয়ের ট্যাপটি কিনতে পারেন। অত্যাধুনিক সব ব্র্যান্ডের ফিচার এই ট্যাবটিতে রয়েছে।
ট্যাপটির স্টরেস ৩ জিবি এবং রম ৩২ জিবি। তাছাড়া ট্যাবটিতে প্রসেসর হিসেবে থাকছে Helio p22T,এছাড়াও ব্যাটারি হিসেবে থাকছে 5000mA ব্যাটারি 15 ওয়ার্ডের ফাস্ট চার্জজিং।

ট্যাবটির বডি কালার ব্ল্যাক, ব্লু, রেট ও অ্যাস এই তিনটি ভেরিয়েন্ট টের পাবেন।কম বাজেটের মধ্যে একটি ভালো মানের প্রোডাক্ট এটি।
Samsung Galaxy Tab A7 Lite এ ট্যাবটির কনফিগারেশন ডিটেলস :
ব্র্যান্ড:স্যামসাং গ্যালাক্সি।
সাইজ : ৮.৭” (২২০.৫-৮১.১℅ স্ক্রিন টু বডি রাটিও)
ডিসপ্লে টাইপ :টিএফটি
রেজুলেশন :১৩৪০×৮০০(ডব্লিউ এক্স জি এ প্লাস) ৫:৩রে টিও(-১৭৯পিপিআই ডেনসিটি)
প্রসেসর চিপসেট :মিডিয়াটেক এমটি ৮৭৬৮টি হ্যালো পি ২২টি(12 ন্যানোমিটার)
সিপিইউ স্পিড :২.৩জিহার্জ,১.৮জিহার্জ
সিপিইউ টাইপ :অক্টাকোর (৪×২.৩জিহার্জ কর্টেক্স এ ৫৩এন্ড ৪×১.৮জি কর্টেক্স এ৫৩)
জি পি ইউ :পাওয়ার ভিয়ার জি ই ৮৩২০

র‍্যাম:৩জিবি
রোম:৩২জিবি
সিম :নন -সিম
অপারেটিং সিস্টেম :অ্যান্ড্রয়েড ১১,
অডিও প্লেইং ফরমেট :এম পি থ্রি, এম ফোর এ, থ্রিজি এ, এ এ সি, ও জি জি, আর টি এক্স, ও টি এ।
দিমেনশন:(২১২.৫×১২৪.৭×৮.০)এম এম
ওয়েট :৩৭১
কালার:ব্ল্যাক,ব্লু ভেরিয়েন্ট।
ক্যামেরা: রিয়ার ৮.০এমপি
ভিডিও :এফ এইস ডি ভিডিও এইচডি (১৯২০×১০৮০)
ব্যাটারি :৫১০০এমএএইচ, ১৫ ওয়ার্ড ফাস্ট চার্জিং।
Tap price in Bangladesh :Samsung Galaxy A7 ট্যাবটির বর্তমান বাজার মূল্য ১৯৯৯০ টাকা।
কম দামে ব্র্যান্ডের ট্যাব নিয়ে শেষ কথা:-

জনপ্রিয় টেক জায়ান্ট ব্র্যান্ডগুলো তাদের সেরা কনফিগারেশন ট্যাব বর্তমানে বাজারে ছেড়েছে। এইট্যাব গুলো কম দামেএবং বেশি দামের এই দুই ধরনের ট্যাব রয়েছে। যদি বেশি দামের ট্যাব কিনতে চান তাহলে গুগলে সার্চ করতে পারেন আর যদি কম দামে ট্যাব কিনতে চান এই দুটির একটি ট্যাব কিনতে পারেন।
কম দামের মধ্যে অনেক ভালো ব্র্যান্ডের ট্যাব কিনতে পারেন। অনেকেই কম বাজেট থাকার কারণে অনেক ভালো ব্র্যান্ডের ট্যাব কিনতে পারেন না তাই আমি সাজেস্ট করবো আপনি এই দুইটি ট্যাবয়ের মধ্যে একটি ট্যাব কিনতে পারেন। আজকের সময় স্বল্পতার কারণে আর বেশি ট্যাব সম্পর্কে কনফিগারেশন দিতে পারলাম না, যদি আরো এরকম বিভিন্ন বিষয়ে কনফিগারেশন চান তাহলে ট্রিকবিডিতে কমেন্ট করে জানান,আমি চেষ্টা করব আরও ভালো মানের পোস্ট নিয়ে আসার জন্য।
ডার্ক ওয়েবসাইট সম্পর্কে জানুন

ষড়ঋতুর রচনা পড়ুন

6 thoughts on "কম দামের মধ্যে ভালো মানের ট্যাব কিনুন"

  1. Rejuan Hosain Contributor says:
    Google translate….??
    1. sharif Author Post Creator says:
      Apnare ki pailen bro??
      Proved koren??
      Akbar google translation post disilam, bar bar dibo???
      Trickbd team to amar author rakhbe naki???
    2. Rejuan Hosain Contributor says:
      ২.৩জিহার্জ,১.৮জিহার্জ : এগুলা কি? আর বাংলিশ না পারলে বাংলায় লিখেন।
    1. sharif Author Post Creator says:
      Thanks bro
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      You are we’llcome bro ?

Leave a Reply