Site icon Trickbd.com

Release হয়ে গেল SAMSUNG এর LATEST FLAGSHIP S23, S23 PLUS & S23 ULTRA – কি কি থাকছে দেখুন!

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

এ বছর স্যামসং তাদের ফ্ল্যাগশিপ সিরিজে ৩ টি ফোন লঞ্চ করেছে । সেগুলো হচ্ছে SAMSUNG S23, S23 PLUS & S23 ULTRA।

প্রতিটি ডিভাইসই কিছু না কিছু ইউনিক ফিচার ও প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে। আমরা এই পোস্টে দেখবো সেগুলোর স্পেসিফিকেশন্স গুলো এবং দাম সহ অন্যান্য যা যা থাকছে সবকিছু।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

শুরুতেই আমরা এর প্রথম ফোন SAMSUNG S23 নিয়ে কথা বলবো। আমরা বিভিন্নভাগে ভাগ করবো প্রতিটী ক্যাটেগরি এবং দেখবো কোনটায় কি কি দেওয়া আছে।


?Operating System – ফোনটিতে ব্যবহার করা হয়েছে Android 13 অর্থাৎ একেবারে Latest Android Version টি। তার সাথে থাকছে মোট ৪ বছরের Android Update এর সুবিধা।

?Display – Display হিসেবে থাকছে 6.1-inch এর একটি OLED Panel যার Brightness Peak Upto 1750 neats পর্যন্ত উঠবে।

? Resolution – ফোনটিতে Resolution দেওয়া হয়েছে 2340 x 1080 pixels, 19.5:9 ratio এবং 422 PPI

? Max Refresh Rate – ফোনটি 120Hz পর্যন্ত max refresh rate এ চলতে সক্ষম।

? Dimensions (mm) – ফোনটির Dimension হচ্ছে 70.9 x 146.3 x 7.6

? Weight – ফোনটির ওজন স্যামসং হাল্কা রাখার চেষ্টা করেছে যা হচ্ছে 168g (5.93 ounces)

?Battery Capacity – এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি অন্যান্য ফোনের তুলনায় ভালো না বলা যায়। কেননা এই ফোনটিতে মাত্র 3,900mAh Battery আপনি পাবেন। তাই দীর্ঘক্ষন ধরে টিকিয়ে রাখতে একটু হলেও আপনাকে বেগ পেতে হবে।

? Processor – ফোনটিতে এযাবতকালের সেরা ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 2।

? RAM – ফোনটিতে র‍্যাম হিসেবে থাকছে ৮ জিবি র‍্যাম।

? Storage – ফোনটিতে Primary Sd Card হিসেবে থাকছে 120 GB এবং 256 GB এর internal Memory।

?Ports – অবশ্যই USB TYPE C

? Rear cameras – এই ফোনটিতে Main Rear Camera হিসেবে থাকছে 50MP (f/1.8) wide, ২য় ক্যামেরা হিসেবে থাকছে 12MP (f/2.2), সাথে থাকছে ultrawide, 10MP (f/2.4) এবং একটি Telephoto lens।


?Front camera – ফোনটিতে আছে 12MP (f/2.2) wide এর একটি সেলফি ক্যামেরা।

? Front video – Front Video তে আপনি 4K 60 Fps এ Shoot করতে পারবেন।

? Rear video – Rear Video আপনি সর্বোচ্চ 8K @ 30fps থেকে 4K @ 60fps, 1080p at 120fps / 960fpsS (slow-mo) এ Video Shoot করতে পারবেন।

?Biometrics – ফোনটিতে আপনি সিকিউরিটি হিসেবে Ultrasonic fingerprint sensor এবং face recognition ফিচার দুটি ব্যবহার করতে পারবেন।

?Water and dust protection – অবশ্যই আছে এবং সেটি হচ্ছে IP68 Rating এর Water and dust protection।

? Wireless Connectivity – ফোনটিতে আপনি 5G mmWave / sub-6GHz, LTE, Wi-Fi 6E, Bluetooth 5.2 এর সুবিধা পাবেন।

? Wireless charging? – জি আছে। এই ফোনটিতে Reverse Charging এর সুবিধাও রয়েছে।

? S Pen support? – নেই।

? Available colors – ফোনটি black, green, lavender , cream, graphite, lime মোট ৬ টি রং এ পাওয়া যাবে।

 

? Starting price – ফোনটির Starting Price Us Dollar অনুযায়ী $799.99 যা বাংলাদেশী টাকায় 87000 থেকে 89000 এর ভিতরে Expect করা যায়। Accurate Price বলা যাচ্ছে না কারন Price Up down করে। এর জন্যে আমি দূঃখিত।

এবার আসি Samsung Galaxy S23 PLUS ফোনটিতে। এখানে যা যা থাকছেঃ

 

?Operating System – এই ফোনটিতেও একইভাবে ব্যবহার করা হয়েছে Android 13 অর্থাৎ একেবারে Latest Android Version টি। তার সাথে থাকছে মোট ৪ বছরের Android Update এর সুবিধা।

?Display – Display হিসেবে থাকছে 6.6-inch এর একটি OLED Panel যার Brightness Peak Upto 1750 neats পর্যন্ত উঠবে। এটি আগের ফোনটি থেকে বড়।

? Resolution – এই ফোনটিতেও Resolution দেওয়া হয়েছে 2340 x 1080 pixels, 19.5:9 ratio এবং 422 PPI

? Max Refresh Rate – ফোনটি 120Hz পর্যন্ত max refresh rate এ চলতে সক্ষম।

? Dimensions (mm) – ফোনটির Dimension হচ্ছে 76.2 x 157.8 x 7.6

? Weight – ফোনটির ওজন স্যামসং হাল্কা রাখার চেষ্টা করেছে যা হচ্ছে 6.91 ounces (196 grams)

?Battery Capacity – এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি আগের ফোনটির চেয়ে অনেক ভালো যা হচ্ছে 4,700mAh। ফোনটির মাধ্যমে আপনি ভালো রকমের ব্যাটারি ক্যাপাসিটি সুবিধা পাবেন।

? Processor – এই ফোনটিতেও এযাবতকালের সেরা ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 2 ব্যবহার করা হয়েছে।


? RAM – এই ফোনটিতেও র‍্যাম হিসেবে থাকছে ৮ জিবি র‍্যাম।

? Storage – ফোনটিতে Primary Sd Card হিসেবে থাকছে 256 GB এবং 512 GB এর internal Memory।

?Ports – এখানেও অবশ্যই USB TYPE C

? Rear cameras – এই ফোনটিতে Main Rear Camera হিসেবে থাকছে 50MP (f/1.8) wide, ২য় ক্যামেরা হিসেবে থাকছে 12MP (f/2.2), সাথে থাকছে ultrawide, 10MP (f/2.4) এবং একটি Telephoto lens।


?Front camera – ফোনটিতে আছে 12MP (f/2.2) wide এর একটি সেলফি ক্যামেরা।

? Front video – Front Video তে আপনি 4K 60 Fps এ Shoot করতে পারবেন।

? Rear video – Rear Video আপনি সর্বোচ্চ 8K @ 30fps থেকে 4K @ 60fps, 1080p at 120fps / 960fpsS (slow-mo) এ Video Shoot করতে পারবেন।

?Biometrics – ফোনটিতে আপনি সিকিউরিটি হিসেবে Ultrasonic fingerprint sensor এবং face recognition ফিচার দুটি ব্যবহার করতে পারবেন।

?Water and dust protection – অবশ্যই আছে এবং সেটি হচ্ছে IP68 Rating এর Water and dust protection।

? Wireless Connectivity – ফোনটিতে আপনি 5G mmWave / sub-6GHz, LTE, Wi-Fi 6E, Bluetooth 5.2 এর সুবিধা পাবেন।


? Wireless charging? – জি আছে। এই ফোনটিতে Reverse Charging এর সুবিধাও রয়েছে।

? S Pen support? – নেই।

? Available colors – ফোনটি black, green, lavender , cream, graphite, lime মোট ৬ টি রং এ পাওয়া যাবে।

? Starting price – ফোনটির Starting Price Us Dollar অনুযায়ী $999.99 যা বাংলাদেশী টাকায় এক লক্ষ ৮ হাজার থেকে ১ লক্ষ ১০ থেকে ১২ হাজার এর ভিতরে Expect করা যায়। Accurate Price বলা যাচ্ছে না কারন Price Up down করে। এর জন্যে আমি দূঃখিত।

বলতে গেলে আগের ফোনটিরই একটু আপগ্রেডেড ভার্সন বলা চলে। ভালো ব্যাটারি, একটু বেশি স্টোরেজ সুবিধা এবং একটু বড় Display ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না যার জন্যে আপনি আরো এক্সট্রা ২০ থেকে ২২ হাজার+ টাকা খরচ করবেন।

এটা আসলে স্যামসাং ইচ্ছা করেই করে। এটা তাদের মার্কেটিং ট্যাকনিক। এর মাধ্যমে তারা বেশি টাকা আয় করতে পারে। তাই তারা সবসময় তাদের Base Model এ একটু কম Feature দেয় এবং সেগুলোর ঘাটতি এর Successor দের দিয়ে দেয়।

যেন আপনি এক্সট্রা কিছু টাকা খরচ করে হলেও অন্য ফোনটি কিনেন। তো যাই হোক, এবার আসি স্যামসাং এর এ বছরের ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S23 Ultra এর স্পেসিফিকেশনস এর দিকে।

?Operating System – এই ফোনটিতেও একইভাবে বাকী দুই ফোনগুলোর মতো ব্যবহার করা হয়েছে Android 13 অর্থাৎ একেবারে Latest Android Version টি। তার সাথে থাকছে মোট ৪ বছরের Android Update এর সুবিধা।

?Display – এই ফোনটিতে Display হিসেবে থাকছে 6.8-inch এর একটি OLED Panel যার Brightness Peak Upto 1750 neats পর্যন্ত উঠবে। এটি আগের দুই ফোনগুলো থেকে বড়।

 

? Resolution – এই ফোনটিতে Resolution দেওয়া হয়েছে 3088 x 1440 Pixels , 19.3:9 ratio এবং 501 PPI

? Max Refresh Rate – এই ফোনটি 1Hz To 120Hz পর্যন্ত max refresh rate এ চলতে সক্ষম।

? Dimensions (mm) – ফোনটির Dimension হচ্ছে 78 x 163.3 x 8.9

? Weight – ফোনটির ওজন আগের দুটি ফোনের তুলনায় একটু ভারি যা হচ্ছে 234g (8.25 ounces)

?Battery Capacity – এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি আগের দুটি ফোনটির চেয়ে অনেক ভালো যা হচ্ছে 5,000mAh। ফোনটির মাধ্যমে আপনি ভালো রকমের ব্যাটারি ক্যাপাসিটি সুবিধা পাবেন।

? Processor – এই ফোনটিতেও এযাবতকালের সেরা ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 8 Gen 2 ব্যবহার করা হয়েছে।

? RAM – এই ফোনটিতেও র‍্যাম হিসেবে থাকছে ৮ জিবি র‍্যাম ও ১২ জিবি র‍্যাম ।

? Storage – ফোনটিতে Primary Sd Card হিসেবে থাকছে 256 GB এবং 512 GB এবং সর্বোচ্চ 1 Terabyte এর internal Memory।

?Ports – এখানেও অবশ্যই USB TYPE C

? Rear cameras – এই ফোনটিতে Main Rear Camera হিসেবে থাকছে 200MP (f/1.7) wide, যা আসলে 200 Mega Pixel না। এটা তাদের একটি Marketing Scam যা প্রায় সবাই জানে। তবুও এটাকে অনেকেই ২০০ মেগা পিক্সেল হিসেবে চালিয়ে দিবে।

এরপর এর ২য় ক্যামেরাটি হচ্ছে 12MP (f/2.2) ultrawide, ৩য়টি হচ্ছে 10MP (f2.4 / f4.9) এবং শেষে একটি telephoto Lens।


?Front camera – এই ফোনটিতেও আগের দুটির মতো আছে 12MP (f/2.2) wide এর একটি সেলফি ক্যামেরা।

? Front video – এই ফোনটিতেও আপনি Front Video তে আপনি 4K 60 Fps এ Shoot করতে পারবেন।

? Rear video – এখানেও Rear Video আপনি সর্বোচ্চ 8K @ 30fps থেকে 4K @ 60fps, 1080p at 120fps / 960fpsS (slow-mo) এ Video Shoot করতে পারবেন।

?Biometrics – ফোনটিতে আপনি সিকিউরিটি হিসেবে Ultrasonic fingerprint sensor এবং face recognition ফিচার দুটি ব্যবহার করতে পারবেন।

?Water and dust protection – অবশ্যই আছে এবং সেটি হচ্ছে IP68 Rating এর Water and dust protection।

? Wireless Connectivity – ফোনটিতে আপনি 5G mmWave / sub-6GHz, LTE, Wi-Fi 6E, Bluetooth 5.2 এর সুবিধা পাবেন।

? Wireless charging? – জি আছে। এই ফোনটিতে Reverse Charging এর সুবিধাও রয়েছে।

? S Pen support? – জি আছে।

? Available colors – ফোনটি black, green, lavender, cream, graphite, lime, sky blue, red মোট ৮ টি রং এ পাওয়া যাবে।

 

 

? Starting price – ফোনটির Starting Price Us Dollar অনুযায়ী $1199.99 যা বাংলাদেশী টাকায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা থেকে ১ লক্ষ চল্লিশ হাজার এর ভিতরে Expect করা যায়। Accurate Price বলা যাচ্ছে না কারন Price Up down করে। এর জন্যে আমি দূঃখিত।

আপনাদের কাছে কেমন লাগলো? এবং কোন ডিভাইসটি ভালো লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমি কখনোই Self Promotion করি না বা আমার এই পর্যন্ত করা ১৮৬ টি পোস্টের ভিতরে একটি পোস্টেও কোনো কিছুর প্রমোশন আপনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুজলেও পাবেন না।

এবারও করছি না। তবে আমি চেয়েছিলাম একটি Community গড়ে তুলবো যেখানে বিভিন্ন গেমস, এপস, টিপস & ট্রিকস, মডস এসব শেয়ার করবো। তাই একটি টেলিগ্রাম গ্রুপ খুলেছি।

আপনারা চাইলে Join করে রাখতে পারেন। Member বাড়তে থাকলে আমি বিভিন্ন ইউনিক কিছু গেমস, এপস এর মড সহ বিভিন্ন টিপস & ট্রিকস শেয়ার করবো।

Telegram Group Link – https://t.me/thecyberworld1

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে। ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….