আসসালামু আলাইকুম ভিউয়ার্স_আশা করছি সকলে ভালো আছেন। আজকের আর্টিকেল লেখা হয়েছে ওয়ালটনের একটি বাটন ফোন নিয়ে।

আপনারা এখানে অনেকেই আছেন যারা শখের স্মার্টফোনের সাথে একটি ছোট বাটন ফোন ব্যবহার করে থাকেন। এখনকার যুগে এসেও বাটন ফোনের ব্যবহার কমেনি, স্মার্টফোন এখন পুরো বিশ্বকে দখলে নিয়ে থাকলেও বাটন ফোনগুলো তার ছোট্ট অবস্থানটি এখনো ধরে রাখতে পেরেছে,

অনেক সময় দেখা যায়, এমন একটা জায়গাতে ঘুরতে বা বেড়াতে গেলেন_যেখানে স্মার্টফোনের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছেনা। তখন সেটার বিকল্প হিসেবে বাটন ফোন রাখতে পারেন, বাটন ফোন গুলোতে ভালো নেটওয়ার্ক কাভারেজ পাবেন। বাটন ফোন ছোট ও অনেক হালকা হওয়ায় পকেটে নিয়ে হাটতে কোনো অসুবিধা হায়না, স্মার্টফোন বড় হওয়ায় পকেটে রাখতে গেলে যেমন অসুবিধা তেমনি বারবার কল দেওয়া ও রিসিভ করা আবার জায়গামতো রেখে দেওয়া খুবই বিরক্তিকর লাগে। বিরক্তির ব্যাপার’টি তাদেরই বেশি পোহাতে হয়, যারা ব্যবসায়িক বা অন্যান্য কাজের জন্য সারাক্ষণ ব্যস্ত থাকতে হয় এবং অনবরত মোবাইলে কথা বলতে হয়, তাদের জন্য বাটন ফোনই হলো একমাত্র সমাধান।


চলুন তাহলে দেখে আসি ওয়ালটনের একটি বাটন ফোন,,
Walton Olvio P18
* ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন,
* 2.4 ইঞ্চি এর Qvga ডিসপ্লে, ডিসপ্লের মাপ হচ্ছে ২৪০×৩২০,,
* একটি অতি সাধারণ ক্যামেরা দেওয়া হয়েছে,

* অডিও এবং ভিডিও রেকর্ড করা যাবে, Mp3, Mp4, 3Gp সাপোর্ট করবে,সাথে থাকবে Fm Radio (রেকর্ড করতে পারবেন)
* 2G ইন্টারনেট চালাতে পারবেন, চার্জার পোর্টে Usb সাপোর্ট করে, ব্লুটুথ রয়েছে ।
* ৩০০০ অ্যাম্পিয়ারের লে-আয়ন ব্যাটারি,(ব্যাটারির ক্ষমতা বেশি হওয়ায় ব্যাকআপ ভালো পাওয়া যাবে)


* এক্সট্রা আরো থাকবে, ফ্ল্যাশ লাইট + ফ্ল্যাশ লাইট নোটিফিকেশন + কিপেড লাইট,ব্লাকলিস্ট,ফেসবুক,

কালারঃ কালো,সবুজ এবং হালকা নীল,
মোবাইলটির দাম হবে ১৩০০-১৪০০ টাকা,

আমি এখন বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।

17 thoughts on "Walton olvio p18 মডেলের ফিচার ফোন [ কম দামে বিশাল ব্যাটারী ] দেখে নিন বিস্তারিত।"

  1. Asif5 Contributor says:
    জাভা আছে কি?
  2. mithu8099 Author Post Creator says:
    নাহ, জাভা নেই..।
  3. mithu8099 Author Post Creator says:
    আপনি যদি চান তাহলে সিম্পনীর ভালো একটা মোবাইলের রিভিউ পোস্ট করবো, জাভা সাপোর্ট করে, আমি নিজে ব্যবহার করি
    1. Rasel Shikdar Contributor says:
      Opekkhay thaklam vai. Amar ekta java enabled feature phone dorkar. Kindly jodi model ta bolten
    2. pranto saha Contributor says:
      Koto dam?
    3. Sabbir Contributor says:
      phoner model bolle aktu search diye dektam
  4. Leo Nazmul Contributor says:
    জাভা নেই???
    1. mithu8099 Author Post Creator says:
      না, ওয়ালটনের কোনো ফোনই জাভা সাপোর্টেড না..।
    2. Rasel Shikdar Contributor says:
      Vai Walton Java supported phone tar model name ki?
  5. mithu8099 Author Post Creator says:
    নেক্সট আর্টিকেল লিখবো জাভা সাপোর্টেড বাটন ফোন নিয়ে,, আপনাদের কথা রাখলাম, অপেক্ষা করুন শীঘ্রই আর্টিকেলটি পাবলিশ করা হবে,,,
    ধন্যবাদ
  6. mithu8099 Author Post Creator says:
    সম্পূর্ণ আর্টিকেল পড়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি,,, আপনারা যে প্রশ্ন করছেন তার উত্তর পোস্টের ভেতরেই আছে
    1. Leo Nazmul Contributor says:
      Walton phone ও জাভা সাপোর্ট করে।আমার কাছে আছে সেটা জাভা সাপোর্টেড
  7. mithu8099 Author Post Creator says:
    হুম, অবশ্যই থাকবে। একেবারেই যে পাওয়া যাবেনা এমন না। তবে সিম্পনীতে অনেক আছে
  8. ishan Contributor says:
    সবচেয়ে কম দামের বাটন ফোন দেখেছেন!!
    মডেলটা বলেন?
  9. mithu8099 Author Post Creator says:
    900 takar onek acha!
  10. MD Musabbir Kabir Ovi Author says:
    এই মডেল টা দেখলাম আজকে
  11. mithu8099 Author Post Creator says:
    হে, ওয়ালটনের মোবাইল এখন প্রত্যেকটি টেলিকম এর দোকানে পাওয়া যায়।

Leave a Reply