আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
দীর্ঘ সময় পরে ট্রিকবিডি তে পোস্ট করতে বসলাম। আজকে নিয়ে এসেছি অ্যানিমে লাভার দের জন্য জনপ্রিয় অ্যানিমে Attack On Titan এর সিজন ১ তাও অরিজিনাল হিন্দি ডাবিং সহ। দীর্ঘ সময় যাবত এই অ্যানিমে এর হিন্দি ডাবিং এভেইলেবল থাকলেও তা ছিল আন-অফিশিয়াল এবং অত্যন্ত নিম্নমানের ডাবিং।
কিন্তু আজকে আমি যে ডাউনলোড লিংক প্রোভাইড করবো তা হলো অরিজিনাল হিন্দি ডাবিং সহ। তো চলুন শর্ট রিভিউ এর সাথে শুরু করা যাক।
Anime Name: Attack On Titan (Season 1)
Genre : Action, Dark Fantasy.
Country : Japan
Episode : 25 (Season 1)
IMDB Rating : 9.1/10 ( 569k votes )
Personal Rating : 9/10
***হালকা স্পয়লার***
স্পয়লার ছাড়া এই এনিমের প্লট সম্পর্কে হাল্কা ধারনা দিচ্ছি । এই অ্যানিমের কাহিনী একটা কাল্পনিক জগৎ কে কেন্দ্র করে। সময়কাল ৮৫০ খ্রিস্টাব্দ । সেই জগতে কিছু মানুষ বাস করতো। অনেকটা সতর্কতা অবলম্বন করে। কারণ, তারা ছাড়াও সেই জগতে কিছু দৈত্য বা টাইটান বাস করতো। যাদের উচ্চতা একটা সাধারণ মানুষের থেকে কয়েক গুণ লম্বা, তাও প্রায় ৪০-৫০ মিটারের সমান ।
আর ওই দৈত্য গুলোর প্রধান খাবার ছিলো মানুষ। তাঁদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষেরা তিনটা উঁচু দেয়াল তৈরি করে অনেক শক্তিশালী ভাবে।
আর দেয়ালের এপারে তাঁরা বাস করতো এবং ওপারে ছিলো ঐ দৈত্য গুলো। এভাবে তারা ১০০ বছর অনেক শান্তিতে বসবাস করে। কিন্তু একদিন কোন এক ভাবে দৈত্যরা দেয়াল ভেঙে মানুষের বসবাসের জায়গায় ঢুকে পড়ে। এর পরে আর কিছু বল্লে তা স্পয়লার হয়ে যাবে তাই পরবর্তীতে কি ঘটে তা অ্যানিমে টা দেখলেই বুঝতে পারবেন।
আর্মিন এর এই উক্তিটি মন কেড়ে নিয়েছ – ” Those who can’t abandon anything, can’t change anything. ” অর্থাৎ “যারা কিছু ছাড়তে পারে না, তারা কিছুই পরিবর্তন করতে পারে না।” প্রতিটি চরিত্রই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে অ্যারেন ইয়াগার ও মিকাসা অ্যাকারম্যান এই দুটি চরিত্র দুটো একটু বেশিই ভাল লেগেছে।অ্যারেন এর ত্যাগ, সংগ্রাম এবং অনুপ্রেরণা তার সাথে মিকাসার সাহস, শক্তি ও মনোবল আরও অনুপ্রেরণার। বিজিএম গুলোও অন্যরকম চমৎকার। ওপেনিং, এন্ডিং সং গুলোও চমকপ্রদ।
হাজিমে ইসামায়া খুব চমৎকার ভাবে এর মাঙ্গা সিরিজটি লেগেছেন। আর Wit Studio তার একটা শ্বাসরুদ্ধকর রূপ দিয়েছে। Attack On Titan সবচেয়ে আইকনিক অ্যানিমে সিরিজ এর মধ্যে একটি। Season 1 এ Adventure, action, sacrifice, mystery সহ আরও অনেক কিছুই ছিল এতে।
এই অ্যানিমে নিয়ে অনেকেই অনেক রিভিউ দিয়েছে এবং এইটার প্রশংসা করেছে তাই আমি ঘুরে ফিরে সেই কথা গুলো আর বলবো না। তবে এইটা সত্যি এই অ্যানিমে আসলেই প্রশংসার দাবিদার। এই অ্যানিমে কতটা বেস্ট তা আইএমডিবি ঘাঁটাঘাঁটি করলেই বুঝতে পারবেন। এক কথায় যদি বলি অসাধারণ একটা অ্যানিমে। যদিও শুরুর দিকে আমি বোরিং ফিল করছিলাম কারন এর কাহিনী এবং ক্যারেক্টার বুঝতে অসুবিধা হচ্ছিলো। কিন্তু ধীরে ধীরে তা বুঝে উঠতে পারছি এবং তারপর থেকে ভালো লাগা শুরু করছে।
এই অ্যানিমে এর সব থেকে যে দিকটা ভালো লাগছে তা হলো এর রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। মানে এর অ্যানিমেশন এতটাই হাই লেভেলের ছিলো যে দেখার সময় আপনার কোন লাইভ একশন সিরিজ মনে হবে বিশেষ করে শহর টা দেখে। এর প্রত্যেক টা অ্যাকশন অনেক উপভোগ্য ছিলো কারণ এতে কোন সুপারন্যাচারাল বিষয়বস্তু ছিলো না। যেমন, Naruto তে বিভিন্ন Jutsu ছিলো। আমি কেবল এর একটা সিজন শেষ করছি তাই এর ক্যারেক্টার এর সাথে অতটা কানেক্টেড হতে পারিনি তাই কিছু বলবো না। আর হে এর বিজিএম টাও সেই লেভেলের ছিলো।
অসাধারণ স্টোরি লাইন, মাইন্ড ব্লোয়িং এনিমেশন, আগুন বিজিএম এবং সাথে পারফেক্ট ক্যারেক্টার ব্লিড আপ মিলিয়ে মাস্ট ওয়াচ একটা এনিমে সিরিজ।
Screenshots
Download Links
[Type: Zip File]
480p (2.23 GB):
720p (5.74 GB):
1080p (12.16 GB):
ডাউনলোড করার জন্য Direct/Instant Download এ ক্লিক করবেন। এরপর লিংক জেনারেট হবে। এরপর Download Here বা Try Instant Start এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড করার জন্য 1DM+ ব্রাউজার রিকমেন্ডেড রইলো।
আর ফাইলগুলো জিপ আকারে আছে। তা এক্সট্র্যাক্ট করে নিন ZArchiver অ্যাপ এর সাহায্যে।
আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
One thought on "নিয়ে নিন জনপ্রিয় অ্যানিমে Attack On Titan অরিজিনাল হিন্দি ডাবিং সহ! (সিজন ১)"