Site icon Trickbd.com

? ডাউনলোড করে নিন অস্কার উইনিং মুভি লর্ড অফ দা রিংস ট্রিলোজি।ডুয়াল অডিও(হিন্দি ডাবড) এর সাথে। [স্পয়লারবিহীন রিভিউ সহ] ?

আসসালামু আলাইকুম।আশা করি সকলেই ভালো আছেন।

আমরা সকলেই ছোটবেলায় রূপকথার গল্প কম বেশি শুনেছি।হারিয়ে গেছি এক অজানা রাজ্যে।যদি এই রূপকথাকে নিজেদের সামনে এত সুন্দর করে গ্রাফিক্স ও মানুষের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় তাহলে কেমন হবে? হ্যাঁ, আমি জনপ্রিয় মুভি সিরিজ Lord Of the Rings এর কথা বলছি।রূপকথার রাজ্যে যুদ্ধ ও অভিযান নিয়ে নির্মিত হয়েছে মুভিগুলো।প্রতিটি মুভির রানটাইম বেশি(প্রায় ৪ ঘন্টা) হলেও আপনি একটুও বোরড হবেন না।

মোট মুভি:৩ টি
1.The Lord of the Rings: The Fellowship of the Ring(2001)–imdb rating 8.8/10
2.The Lord of the Rings: The Two Towers(2002)–imdb rating 8.7/10
3.The Lord of the Rings: The Return of the King(2003)–imdb rating 8.9/10

**no spoiler**

পিটার জ্যাকসন পরিচালিত J.R.R Tolkien এর লেখা The Lord of The Rings উপন্যাস অবলম্বনে নির্মিত এ মুভিগুলো।

মুভি সিরিজটি দেখা শেষ করার পর ও মনে একটি রেশ থেকে যাবে যে যদি এর আরো সিকুয়াল আসতো তবে ভালোই হতো। আর ওই সময়কার যুগে এত ভালো VFX আর এত চমৎকার কাজের জন্য The Lord of the Rings :The Return of the King পেয়েছিলো সব ক্যাটাগরিতে অস্কার।?

বাকি মুভিগুলোও অস্কার এর অনেকগুলো ক্যাটাগরি জিতে নিয়েছিল।

মুভির কাহিনী এগিয়েছে মিডল আর্থ এর সময়কালে একটি রিং বা আংটিকে কেন্দ্র করে।ওই আংটি যে পেতো সে লোভী ও অনেক ক্ষমতার অধিকারী হয়ে যেত এবং সাথে সাথে হয়ে যেতো অভিশপ্ত।সারেমন ও সাউরন নামের অর্কসের প্রভু ওই রিং টি নিয়ে পেতে চায় এক অনবদ্য ক্ষমতা,যা তাকে পৃথিবীতে রাজ করতে সাহায্য করবে। ওই সময়কার ভালো যাদুকর গ্যান্ডালফ কর্তৃক ফ্রোডো ব্যাগিনস নামের এক হবিট কে অভিশপ্ত ওই রিং ধ্বংস করতে পাঠানো হয়।অন্যদিকে রাক্ষস অর্কসদের সাথে যুদ্ধ চলে মানুষের।যুদ্ধের সিন গুলো ছিল বাস্তবধর্মী আর ওই সময়ে এত ভালো মুভি সত্যিই প্রশংসা যোগ্য।মুভিতে আরো রয়েছে বন্ধুত্বের দৃঢ় বন্ধনের উদাহরণ,প্রভুর প্রতি আন্তরিকতা,রাজার কর্তব্য,কিছু প্রাণীর ধূর্ততা,উদ্ভিদ প্রেম ইত্যাদি। মুভির ডিউরেশন অনেক বেশি(প্রায় ৪ ঘন্টা করে) হলেও আপনি এক মুহূর্তের জন্য ও বোরিং ফিল করবেন না।সাথে গ্রাফিক্সের চমৎকার প্রয়োগ আর BGM আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়।এক রূপকথার রাজ্যে।

মুভির প্রতিটি চরিত্র আপনাকে মুগ্ধ করে তুলবে।বিশেষ করে গাছদের রাজার কথাবার্তা এবং স্মিগল এর কথা ও কাজ আপনার ভালো লাগবেই(যদিও সে ধূর্ত ছিল)। পুরো মুভিকে ফুটিয়ে তুলতে ও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে গ্যান্ডালফ ও এরাগর্ন চরিত্র দুটি।

আর পুরো কাহিনীর মর্ম অনুভব করতে চাইলে আপনাকে দেখতে হবে মুভি ৩ টি।

কয়েকটি স্ক্রিনশটঃ

 

Personal Rating– 9.3/10 ⭐️

 

এবার ডাউনলোড করার পালা।আমি নিচে মুভি তিনটির ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি ।

Language:Hindi,English

1. The Lord of the Rings: The Fellowship of the Ring(2001)

Download Links

2.The Lord of the Rings: The Two Towers(2002)

Download Links

3. The Lord of the Rings: The Return of the King(2003)

Download Links

 

ডাউনলোড করার জন্য আপনার পছন্দমতো কুয়ালিটি সিলেক্ট করে Gdrive Sharer এ ক্লিক করে গুগল একাউন্টে লগিন করে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন।

কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।

পোস্টটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন।পরবর্তীতে আরো মুভি রিভিউ নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ।

সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

Exit mobile version