হ্যারি পটার শব্দটি আমার কাছে একগুচ্ছ আবেগের মতোন। যারা আমার মতো হ্যারি পটার ভক্ত তাদেরও একই দশা। বিখ্যাত লেখক জি.কে.রোওলিং এর বিখ্যাত নোবেল হচ্ছে হ্যারি পটার। যেটি হচ্ছে আজ পর্যন্ত সর্ব বেশি বিক্রিত নোবেল ( এখন পর্যন্ত) ।
যেটিকে বাস্তবে রুপ দিতে ২০০১ সালে সর্ব প্রথম নির্মিত হয় হ্যারি পটার সিরিজের প্রথম কিস্তি “হ্যারি পটার এন্ড দ্যা ফিলোসিফারস স্টোন” যেটিতে মাত্র ১১বছরের বালক-বালিকা ডেনিয়্যাল রেডক্লিফ ওরফে হ্যারি পটার এবং তার সহ রিউপার্ট গ্রিন্ট ওরফে রন ওইসলি ও এম্মা ওয়াটসন ওরফে হারমায়োনে গ্রেঞ্জার অভিনয় করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় বিখ্যাত পরিচালক ক্রিস কলাম্বাস এর পরিচালনায়!
মুভিটি তৎকালিন সময়ে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী মুভি হিসেবেও প্রতিষ্ঠিতি পায়। তারপরে পালাক্রমে আরো ৭টি হ্যারি পটারের কিস্তি আসে যেগুলোকে পরিচালনা করেন মোট চারজন পরিচালক। হ্যারি পটারের প্রতিটি মুভিই একটি আরেকটি থেকে অন্যবদ্য। এর কাহিনি, অভিজ্ঞ পরিচালকের দ্বারা পরিচালনায় হ্যারি পটার চরিত্রটি আজ আমাদের মাঝে অমর হয়েগেছে।
আমরা অনেকেই হয়তো আমাদের বন্ধু যারা হয়তো গোল গাল চশমা পরে তাদের কে মজা করে ডাকি হ্যারি পটার। হ্যারি পটারের প্রত্যেকটি মুভি আজ পর্যন্ত সর্বোচ্চ আয়কারি ৩০ টি মুভির তালিকায় রয়েছে। এরকম মুভি সিরিজ হয়তো আর কখনোই আসবেনা তবে হ্যারি পটার সব সময় মানুষের প্রিয় বলেই চলমান থাকবে।
এবার মুভির কিছু বিস্তারিত জানা যাক।
Movie Series: Harry Potter
Release date: 2001–2011
Box office: Total (8 films); $7.7 billion
Budget: Total (8 films); $1.2 billion
Cast: Daniel Radcliffe, Emma Watson, Rupert Grint, Alan Rickman, Tom Felton Etc.
Personal Ratings: All together- 9/10
Imdb Ratings:
1. Harry Potter and the Philosopher’s Stone – 7.6/10
2. Harry Potter and the chamber of Secrets- 7.4/10
3. Harry Potter and the prisoner of Azkaban – 8/10
4. Harry Potter and the Goblet of Fire – 7.7/10
5. Harry Potter and the Order of the Phoenix – 7.5/10
6. Harry Potter and the Half Blood Prince – 7.6/10
7. Harry Potter and the deathly Hallows: part-1 – 7.7/10
8. Harry Potter and the Deathly Hallows: part-2 – 8.1/10
***হালকা স্পয়লার***
হ্যারি পটার মুভি কম বেশি সবারই দেখা হয়েছে হয়ত নভেল টা ও পড়া হয়েছে কিন্তু আমার কাছে মুভিটা ভাল লাগার কারন হল অনেক গুলো যেমন সবগুলো সিরিজ পর পর দেখা তার উপর কাহিনি এক কথায় অসাধারণ আর টুইস্ট এ ভরপুর।
কি নেই এই মুভি তে! সাস্পেন্স, এডভেঞ্চার ,রোমান্স, হরর,ড্রামা,ফান্টাসি সবকিছুই পাবেন
কাহিনি মুলত হ্যারি কে নিয়ে কিন্ত তার সাথে আছে তার দুই বেস্ট ফ্রেন্ড যারা তার জন্য সবকিছু করতে পারে আরো অনেকে আর কিছু স্পেশাল গেস্ট ও।
আমি মুলত মুভি শেষ না হওয়া পযন্ত ফ্যান্টাসি তে ছিলাম ইচ্ছে হয়েছিল যদি আমিও যাদুর স্কুল এ পরতাম আর অনেক যাদু জানটাম ছোট বেলার নতুন কুরির সেই গানটা গাইতাম, “জানো, আমি জাদু জানি”!
অনেকেই হ্যারি পটারকে বাচ্চাদের মুভি/ছেলেখেলা মনে করেন কিন্তু এই মুভি মোটেও বাচ্চাদের জন্য না। এখানে এমন এমন সব পেঁচানো কাহিনী আর রহস্য আছে যেটা বাচ্চাদের পক্ষে বোঝা তো সম্ভবই না বরং বড়দেরও বুঝতে অনেক বেগ পেতে হবে। বারবার মুভি দেখার পরও আপনি বুঝতে পারবেন না। কারণ মুভিতে সেগুলার সমাধান করে দেওয়াই নাই। আপনাকে হ্যারি পটারের বই পড়তে হবে।
তাহলে অনেক কিছুই জানতে পারবেন যেটা মুভিতে দেখানো নাই এবং জে. কে. রাওলিং ( গল্পটির লেখক) এর প্ল্যান এরকমই ছিল যারা বই পড়েনি তারা মুভি দেখার পর যেন বই পড়তে বাধ্য হয়।
বিশ্বের অনেকের কাছেই হ্যারি পটার একটা মহাগ্রন্থের মতো। আমার কাছেও এটা মহাভারতের মতো কোনো মহাগ্রন্থের চেয়ে কোনো অংশেই কম নয়। হ্যারি পটার থেকে সাহসিকতা, মহানুভবতা, বন্ধুত্ব, ভালোবাসা, ত্যাগের শিক্ষা পাওয়া যায়। আর সবথেকে যে শিক্ষা বেশি পাওয়া যায় সেটা ভালোবাসার শিক্ষা।
এ ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা না বরং জগতের সব ধরনের ভালোবাসা।
যেমন মায়ের সাথে সন্তানের ভালোবাসা (Lily Potter and Harry), একজন মায়ের সাথে আরেকজনের সন্তানের ভালোবাসা (Molly Weasley and Harry, Narcissa Malfoy and Harry), প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা (James Potter and Lily Potter), ভালোবাসার মানুষের সাথে ভালোবাসা (Severus Snape and Lily Potter), শিক্ষকের সাথে ছাত্রের ভালোবাসা (Albus Dumbledore and Harry, Minerva McGonagall and Harry, Remus Lupin and Harry),
প্রধান শিক্ষকের সাথে অন্য শিক্ষকের ভালোবাসা (Albus Dumbledore and Severus Snape, Albus Dumbledore and Minerva McGonagall), দুইজন ভাইয়ের মধ্যে ভালোবাসা (Fred and George Weasley), স্কুলের সিনিয়র ভাই আর জুনিয়র ভাইয়ের মধ্যে ভালোবাসা (Oliver Wood and Harry), ধৰ্মপিতার সাথে ভালোবাসা (Sirius Black and Harry), প্রতিযোগীর সাথে ভালোবাসা (Cedric Diggory and Harry),
ভালোবাসার মানুষ মারা যাওয়ার পরও তার সাথে ভালোবাসা (Cho Chang and Cedric Diggory), চাকর আর বন্ধুর মধ্যে ভালোবাসা (Dobby and Harry), পোষা প্রাণীর ভালোবাসা (Hedwig and Harry, Argus Filch and Mrs. Norris), বন্ধুদের মধ্যে ভালোবাসা (Harry, Hermione, Ron, Neville, Ginny, Luna), এমনকি শত্রুর মধ্যে ভালোবাসা (Draco Malfoy and Harry) ইত্যাদি। এছাড়া আরও অসংখ্য ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গেছে হ্যারি পটার।
আরো একটি বিষয়।আপনি যদি একনাগাড়ে সকল মুভি একসাথে দেখা শেষ করেন তবে বুঝতেই পারবেন না সেই ছোট্ট হ্যারি,হারমইনি,রন কিভাবে ধীরে ধীরে বড় হয়ে গেল। তারপর সবার প্রথম মুভিটিতে হ্যারির সেই ছোট্ট মুখটি দেখবেন এবং সবার লাস্ট মুভিতে হ্যারিকে প্রাপ্তবয়স্ক রূপে দেখবেন।তারপর বুঝতে পারবেন কি থেকে কি হয়ে গেল। এক কথায় অসাধারণ।
তো যারা দেখেননি তারা দেখে ফেলুন মুভি সিরিজটি।
কিছু স্ক্রিনশটঃ
এবার ডাউনলোড করার পালা।আমি নিচে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিচ্ছি।গুগল একাউন্টে লগ ইন করে ডাউনলোড করে নেবেন।
তো আজকে এই পর্যন্তই।কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি নতুন নতুন পোস্ট শুরু করেছি। তাই কিছু ভুল ত্রুটি থাকতেই পারে।ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
সময় পেলে ঘুরে আসতে পারেন আমাদের সাইটটিঃ Tipsnewsbd