Site icon Trickbd.com

⭐️ Action কাকে বলে,কত প্রকার ও কি কি জানতে দেখে ফেলুন Raid Redemption মুভি সিরিজ হিন্দি ডাবিং আর বাংলা সাবটাইটেল সহ! ⚡️

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বকালের সেরা অ্যাকশন মুভি সিরিজ The Raid এর রিভিউ এবং ডাউনলোড লিংক। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক।

Movie Series: The Raid Redemption

মোট মুভি ২ টি।

1.The Raid (2011) – Imdb 7.6/10

2.The Raid 2 (2014) – Imdb 8/10

Genre: Action, Martial Arts, Thriller

Cast: Iko wais, Yayan Ruhian, Donny Alamsyah, Joe Taslim Etc

Director: Gareth Evans.

Personal Rating: 9/10

*** হালকা স্পয়লার সহ রিভিউ***

The Raid (2011)

যারা অ্যাকশন জনরার মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি মাস্ট ওয়াচ। উপভোগ করার মত প্রচুর পরিমাণে অ্যাকশন সিন রয়েছে আর মুভির নায়ক বাস্তব জীবনেও একজন দক্ষ মার্শাল আর্টিষ্ট।

একজন উচ্চ মাপের মাদক ব্যবসায়ী একটা বহুতল ভবনে বসবাস করে। সেখানে বসেই সে অপরাধ জগতের সমস্ত কর্মকান্ড পরিচালনা করে।

সে বড় বড় সব ক্রিমিনালদের তার ভবনে ভাড়ায় আশ্রয় দিয়ে থাকে। বাহিরের কেউ ওই ভবনে প্রবেশ করতে পারে না।

মোটকথা ভবন টি অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র।
প্রায় ১০ বছর ধরে অনেক মিশন এই ভবনে পরিচালনা করা হয়েছে কখনো পুলিশ আবার কখনো মাফিয়া কেউ ই মিশনে সফল হতে পারে নি ।

সবগুলো মিশনই ব্যর্থ হয় এবং কেউই বেঁচে ফিরতে পারে নি। এবার একদল উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত এলিট ফোর্স টিম মিশনের জন্য প্রস্তুতি নেয় এবং খুব সকালে তারা মিশনে নেমে পড়ে।
এখান থেকেই মুভির মূল কাহিনী শুরু হয়। তবে মুভিতে কাহিনীর চেয়ে অ্যাকশনই বেশি।

The Raid 2 (2014)

গল্পটি শুরু হয় প্রথম পার্ট এর কিছু পর থেকে। রামা কোনো ভাবে সেই মৃত্যুর দালান থেকে বের হয়ে আসতে পারলেও তার কাজ এখনো শেষ হয়নি।

একজন সৎ পুলিশ অফিসার রামাকে একটি আন্ডারকভার মিশনে পাঠাতে চায়। তার মতে জাকার্তা শহরকে নিয়ন্ত্রণ করছে কিছু শক্তিশালী ক্রিমিনাল গ্যাং এর সিন্ডিকেট। এবং তাদের সহায়তা প্রদান করছে কিছু করাপ্টেড পুলিশ অফিসার।

এই সিন্ডিকেট ভাংতে এবং সেই সব পুলিশ অফিসারদেরকে আইনের আওতায় আনতে রামার সাহায্য প্রয়োজন।

রামা কি পারবে তার উদ্দেশ্য সফল হতে?

প্রথম কথা হলো এতো মারাত্মক ও ভায়োলেন্সযুক্ত “hand to hand combat ” মুভি খুব কমই দেখেছি। প্রথম পার্টে যা ছিলো এখানে আরো কয়েকগুন বেশী একশন আর ভায়োলেন্স ছিলো। কিন্তু কথা হলো আমি এর আগেও অনেক চাইনিজ, জাপানিজ ও কোরিয়ান একশন মুভি দেখেছি, কিন্তু ইন্দোনেশিয়ান মুভিগুলোর কাছে সেগুলো কিছুই না। কিন্তু কেন?

কারন ইন্দোনেশিয়ান একশন মুভিগুলোতে ব্যবহার করা হয় সেদেশের ঐতিহ্যবাহী মার্শালা টেকনিক “silat”. আপনি যদি নেটে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন silat মূলত পৃথিবীর সবচেয়ে মারাত্মক মার্শালা টেকনিক। এবং ইকো উয়াইস তা ভালো ভাবেই তুলে ধরতে পেরেছেন।

cinematography অনেক নিখুঁত ছিলো যার কারণে মুভিটি আরো দারুণ লেগেছে।

তাই একশন মুভির ভক্ত হলে আপনি মুভিটা অবশ্যই দেখবেন।

 

এবার ডাউনলোড করার পালা।

আমি নিচে ডুয়াল অডিও (হিন্দি-ইংলিশ) গুগল ড্রাইভের ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। গুগল একাউন্টে লগিন করে ডাউনলোড করে নিবেন।

The Raid (2011)

480p Link : Download Link Here

720p Link: Download Link Here

Bangla Subtitle Link : Click Here

The Raid 2 (2014)

480p Link: Download Link Here

720p Link : Download Link Here

Bangla Subtitle Link : Click Here

 

তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোন মুভির রিভিউ ও ডাউনলোড লিংক নিয়ে পোস্ট দিলে আপনাদের উপকার হয় তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে তা নিয়ে হাজির হবো।এবং পোস্টটি কেমন লেগেছে তাও জানাবেন কমেন্ট বক্সে।

আরো নতুন নতুন মুভি রিভিউ এবং টিপস পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইট ঃ Tipsnewsbd

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।