আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
অ্যানিমেইটেড মুভি। অনেকেই কার্টুন বলে তাচ্ছিল্য করতে স্বাচ্ছন্দবোধ করেন। একটা সময়ে এই মুভিগুলোকে দর্শকেরা তেমন একটা পাত্তা দিতেন না। শিশুতোষ কনটেন্ট হিসেবে কেউ তেমন সিরিয়াসলিও নিতো না।
তবে কালের বিবর্তনে, শিশুদের সাথে এই মুভি জনরা মুগ্ধ করেছে সব বয়সী দর্শকদের। এটা এমনই এক জনরা যেখানে প্রায় প্রত্যেকটা মুভিতেই হাস্যরসের ছলে কোনো না কোনোভাবে জীবনবোধ তুলে ধরা হয়। দেখা শেষে যে তৃপ্তিটা পাওয়া যায়, মূলত সেটার লোভেই সিনেমা দেখা।
আমি আজকে এমনই এক কার্টুন বা এনিমেটেড মুভি Kung Fu Panda এর রিভিউ এবং হিন্দি ডাবিং সহ ডুয়াল ওডিও ও বাংলা সাবটাইটেলের ডাউনলোড লিংক দিবো।
Movie Series Name: Kung Fu Panda
Genre: Action, Comedy, Martial Art, Adventure.
Cast (Voice): Jack Black, Dustin Hoffman, Angelina Jolie, Lucy Liu, Jacky Chan Etc.
Directors: Mark Osborne, John Stevenson.
মোট মুভি ৩ টি
1.Kung Fu Panda (2008) -Imdb 7.6/10
2.Kung Fu Panda 2 (2011)- Imdb 7.2/10
3.Kung Fu Panda 3 (2016)- Imdb 7.1/10
***হালকা স্পয়লার***
Kung Fu Panda (2008)
মূল চরিত্রে যে পান্ডাকে দেখা যায় তার নাম Po, যার ইচ্ছা সে একদিন কুংফু এক্সপার্ট হবে। অন্যদিকে Po এর বাবা থাকে একটা হাঁস, যে কোনোভাবেই চায় না তার ছেলে কুংফু শিখুক। বাবার ইচ্ছা ছেলে তার নুডলস এর ব্যাবসা দেখাশোনা করুক।
একদিন তাদের এলাকায় ড্রাগন ওয়ারিয়র কে বাছাই করার অডিশন শুরু হলো। সেখানে Po গেল নুডলস বিক্রির বাহানায় অডিশন দেখতে। অডিশনে ছিল ফিউরিয়াস ফাইভ নামে একটা টিম। যারা সত্যিকার অর্থেই এক্সপার্ট ছিল কুংফু তে। তাদের টেক্কা দিয়ে ড্রাগন ওয়ারিয়র হওয়া সহজ কিছু না।
২০০৮ সালে এ মুক্তিপ্রাপ্ত এ মুভিটি ১৩০ মিলিয়ন ডলার খরচ করে প্রায় ৬৩২ মিলিয়ন ডলার আয় করে।
Kung Fu Panda 2 (2011)
এই পার্টটা আমার average লেগেছে। ওই একই ভিলেনের সাথে যুদ্ধ আর তাকে হারানো।
এ মুভির বাজেট ছিল ১৫০ মিলিয়ন ডলার।এবং মুভিটি বক্স অফিসে ৬৬৫ মিলিয়ন ডলার আয় করে।
Kung Fu Panda 3 (2016)
এই পার্ট টা মজাদার ছিল।
নতুন ভিলেন Kai তার ছিল অন্য যে কারোর আত্মা নিজের কবজায় নিয়ে নেওয়া। Kai কে এতোদিন Spirit Realm এ বন্দি করে রাখা হয়েছিল, যে কিনা কোনোভাবে ছাড়া পেয়ে যায়। আর এরপর কাল হয়ে দাঁড়ায় সকলের কাছে। এ পর্যায়ে ভিলেন কে হারানো সহজ ছিল না।
Po এর ক্যারেক্টরটা আমার অনেক পছন্দ হয়েছে। একদম হাসি খুশি, গলুমলু আর সহজ সরল পান্ডা Po। তবে এর বাইরে যে ক্যারেক্টরটা মজার সেটা হলো Po এর হাঁস বাবার। তার কান্ড দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায়।
এ মুভির বাজেট ছিল ১৪৫ মিলিয়ন ডলার এবং আয় করেছিল ৫২১ মিলিয়ন ডলার।
মুভির হালকা রিভিউ হলো এবার আসি সামগ্রিক কিছু কথা নিয়ে।
ব্রুস লি থাকার পর ও কুংফুর প্রতি ভালোবাসাটা আমার শুরু হয়েছে কুংফু পান্ডা দেখার পর।মেইন ক্যারেকটার পো(পান্ডা)র হাস্যরসাত্মক এবং সহজ সরল স্বভাবের প্রেমে পড়বেন সহজেই এই সিরিজটি দেখার পর।সাথে রয়েছে পাঁচজন সাহসী যোদ্ধা যাদের মধ্যে রয়েছে বাঘ, বানর, ঘাসফড়িং, সাপ, বক। প্রতিটি ক্যারেকটার কোনো না কোনো প্রানীর প্রতিনিধিত্ব করে। মাস্টার শিফু নিজেই একজন কাঠবিড়ালী।
মুভিতে কুংফু গুরু উগওয়ে এই নরম,সাদাসিধে পান্ডাটিকে দৈব নির্দেশ অনুসারে কুংফুর জগতে নিয়ে আসে এক রাধুনীর জগত থেকে। মুভির টুইস্ট টা খুজে পেতে হলে অবশ্যই তিনটি পার্ট ই দেখতে হবে।হাসি, অ্যাডভেঞ্চার,ইমোশন কোনোকিছুতেই ঘাটতি পড়েনি। উরাধুরা কুংফু ফাইট তো আছেই।
পুরো সিরিজ এর প্রধান মেসেজ তো প্রথম পর্বেই পাওয়া যায়- “কোনো স্পেশাল জিনিস নেই,স্পেশাল তো তুমি নিজে,নিজের ভিতরের স্পেশালিটিকে খুজে নিতে হবে।”
Po এই স্পেশালটিকে খুজে নেয় কুংফু স্কিল এর মাধ্যমে।
এবার ডাউনলোড করার পালা।
অনেকেই বলবেন এর তো বাংলা ডাবিং ও আছে। তো কেন আমি বাংলা ডাবিং এর লিংক দিচ্ছি না? মূলত বাংলা ডাবিং বিভিন্ন বাংলাদেশী চ্যানেলে দেখানো হয় এবং তারা তাদের ফুল কনটেন্ট ইউটিউবে ছাড়ে না। যার কারণে পুরো মুভির বাংলা ডাবিং লিংক দেয়া সম্ভব হচ্ছে না। হিন্দি ডাবিং অথবা বাংলা সাবটাইটেল দিয়েই দেখতে পারেন। আর বাংলা ডাবিং ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন।
আমি নিচে গুগল ড্রাইভের ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে ডাউনলোড করে নিবেন।
Kung Fu Panda (2008)
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
180p Link: Download Link Here
Bangla Subtitle: Click Here
Kung Fu Panda 2 (2011)
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
1080p Link: Download Link Here
Bangla Subtitle: Click Here
Kung Fu Panda 3 (2016)
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
1080p Link: Download Link Here
Bangla Subtitle: Click Here Funny Bangla Subtitle Click Here
Kung Fu Panda নিয়ে আরো একটি সিরিজ রয়েছে।তার লিংক ও নিচে দিয়ে দিচ্ছি।ডাউনলোড করে প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে ফাইল আনজিপ করে নিবেন।
Kung Fu Panda Paws Of Destiny (2018)
480p Dual Audio Link: Download Link Here
720p Dual Audio Link: Download Link Here
তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো মুভির রিভিউ ও লিংক রিকুয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন।
আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd
সবাই ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।