আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।
আমরা মুভি লাভাররা জানি যে সদ্য মুক্তি পেয়েছে একটি সেরা হাইপ তোলা মুভি Godzilla Vs. Kong (2021) । যারা এখনো ডাউনলোড লিংক পাননি তাদের জন্য ডুয়াল অডিও ও বাংলা সাবটাইটেলের ডাউনলোড লিংক এবং হালকা রিভিউ নিয়ে আমার আজকের এ পোস্ট।
তো চলুন শুরু করা যাক।
Movie Name: Godzilla Vs. Kong (2021)
Genre: Action, Monster, Science Fiction, Fantasy
Cast : Millie Bobby Brown, Alexander Skarsgard, Jullian Denninson, Kyle Chandler Etc.
Directors: Adam Wingard
Imdb Rating: 7.4/10
Personal Rating: 9/10
***নো স্পয়লার***
আপনি যদি ৯০ দশকের অর্থাৎ ক্লাসিক যুগের জন্ম নেয়া কেউ হন তবে অবশ্যই বেশ কিছু ক্লাসিক সিরিজ, মুভি ক্যারেক্টার আপনি অবশ্যই দেখে থাকবেন আর মনেও গেঁথে রাখবেন। সেটা হোক কোন ফ্যান্টাসি অথবা সুপারহিরো অথবা মনস্টার অথবা হিরো। ঠিক তেমনি এক মনস্টার এর কথা যদি বলি সে সময়ের অনেকেই এর খুব ভক্ত ছিলেন, সব মিস হলেও বিকেলে মিস হতো না সেই মনস্টার এর সিরিজ দেখা, যেই মনস্টার এর নাম গডজিলা।
নিক এর দলের সাথে একের পর এক খারাপ মনস্টারকে বিট করে ফাইট করে পৃথিবী কে রক্ষা করা মানুষ জাতি কে রক্ষা করা সেই কাহিনী হয়তো অনেকেই ভুলতে পারেনি। অপরদিকে অনেকেই আমরা কংকে নিয়েও সিনেমা দেখেছি গল্প শুনেছি। আকৃতি তে দৈত্যাকার এই প্রাণীটিও মানুষের বন্ধু হিসেবেই তুলে ধরা হয়েছে বেশ কিছু সিনেমাতে।
কিন্তু যখন শোনা গেল এমনই একটা মুভি আসতে যাচ্ছে, গডজিলা Vs কং। ইভেন সেখানে কেউ হয়তোবা ভিলেন এমনকি গডজিলা এর কথা বলা হচ্ছে আবার ডিরেক্টর এর স্বয়ং উক্তি ওয়ান উইল ফেইল & ওয়ান ব্যাটেল উইল উইন।আপনি মনের এক বাসনা নিয়ে তৃপ্ততা নিয়ে দেখতে বসবেন, অবশ্যই তৃপ্তির ঢেকুর গিলেই উঠবেন। মুভিটিতে কিছু সাইন্স এর মার প্যাঁচ পাবেন। যেহেতু থ্রিডি দেখেছি অতএব নয়নাভিরাম কিছু দৃশ্যায়ন তোঁ অবশ্যই পেয়েছি। চোখ জুড়ানো কিছু ফাইট সিন মাস্ট ওয়াচ। এটা বলতে পারি এমন কিছুই পাবেন যা আপনি ওই ভাবে গেস করেন নি। আর যেটা পাবেন সেটা একটু ভিন্ন মাত্রায় পাবেন।
যেহেতু WB এর Monsterverse এর কাজ তাই এ তিনটা দেখে নেওয়াই ভালো। তাও কিছু ফ্ল্যাশব্যাক করছি কারন WB Monsterverse না দেখা অনেকের এ ফিল্ম দেখতে গেলে মাথায় প্রশ্ন আসতে পারে গডজিলা vs কং কেন এবং এদের মাঝে কোনো সম্পর্ক ছিলো নাকি?
এখানে গডজিলাকে নিয়ে কাজ হয়েছে দুইটি। প্রথম গডজিলাটা যদিও আমার কাছে পুরো গার্বেজ মনে হয়েছে। স্বয়ং গডজিলা পায়নি ১০-১৫ মিনিটের বেশি রানিং টাইম। দ্বিতীয়টায় গডজিলাকে দেখা যায় মনস্টারদের সাথে লড়ে পৃথিবীকে সেভ করতে। অর্থাৎ গডজিলা তার কাজ করে নেয় যখন লোকারণ্যে কোনো মনস্টার এসে হানা দেয়৷ এই Monsterverse এ গডজিলা ইতিবাচক চরিত্র এটা যে কেউ জানে।
এবার Kong এ আসি। কং কে কেউ আবার পিটার জ্যাকসনের বানানো King Kong এর সাথে জুড়ে দিবেন না। ওটা আলাদা কাজ, এই Monsterverse এর না। তিন ঘন্টা মানে পিটার জ্যাকসন তার ফ্লেভারে মুভি বানাতে গিয়ে মাত্রাতিরিক্ত বড় করার পাশাপাশি শেষটা বাজে করে ফেলেছে এটা ঠিক, কিন্তু এসব ধারণা নিয়ে মুভি দেখতে বসলে হতাশ হবেন। শুধুমাত্র Skull island নিয়ে কথা হবে। যেখানে এক দ্বীপের খোঁজে যাওয়া মানুষদের সাথে কং এর দেখা হয়।
কংকে দেখা যায় দ্বীপকে রক্ষা করতে। অর্থাৎ নিজের দ্বীপের ভালোর জন্যেই যা করার করে। যেখানে মানুষদের করা আক্রমণে জেগে উঠে ভয়ানক সরীসৃপ। যাদের সামাল দেয় কং। আরেকটা পয়েন্ট খেয়াল রাখবেন, কং কিন্তু সময় যত গড়াবে তত লম্বা হতে থাকবে এটা Skull island এ বলা ছিলো। এটা কং কেনো এতো বড় এই প্রশ্নের উত্তর।
এখন তাহলে বুঝতে পারছেন যে আগে গডজিলা আর কং এর মাঝে কোনো সম্পর্ক ছিলো না। সম্পূর্ণ নতুনভাবে তৈরি ফিল্ম।
গল্পের শুরুতেই দেখা যায় আক্রমণাত্মক গডজিলাকে। খবরে প্রচার হয় গডজিলা এখন আর উদ্ধারকর্তা নয়। তার কারনে মারা গেছে ৮ জন, হয়েছে বেশ ক্ষতি। এদিকে আনা হয় কংকে। শুরু হয় গল্পের নতুন মোড়।
এটা এ বছরের এখন পর্যন্ত তোলা হাইপের মধ্যে অন্যতম একটা ছিলো। তাই হতাশ করে কিনা এ চিন্তা কাজ করছিলো কারন এতো এক্সাইটেড ছিলাম যে হতাশ করলে এর রেশ থেকে যেতো। তবে শেষ অবধি দারুন করেছে। গল্পকে অবশ্যই এক সাইডে রাখতে হবে। এটা ক্রাইম থ্রিলার বা ফ্যামিলি ড্রামা নয়, মাথায় রাখতে হবে এটা।
ভিজুয়াল ইফেক্টের এতো অসাধারণ হয়েছে যে আমার কাছে সিরিয়াসলি এ বছরের এখন পর্যন্ত বেস্ট মনে হয়েছে। Goosebumps এর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এনাফ। আর সেই সাথে দারুণ ফাইট যেটার অপেক্ষায় ছিলাম। আমি কোন টিমে ছিলাম সেটাও প্রভাব ফেলেনি। তবে সময়টা ভালো কাটছিলো, ফিল্মের লেন্থ আরো বাড়ালে খারাপ হতোনা।
পরিশেষে একটা কথাই বলব হ্যাপি ওয়াচিং এন্ড।
এবার ডাউনলোড করার পালা।
আমি নিচে ডাউনলোড করার লিংক দিয়ে দিচ্ছি।আপনারা গুগল একাউন্টে লগিন করে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন।
ফাইলে ডুয়াল অডিও রয়েছে।মুভি পুরো (ফুল)এইচডি। ইংলিশ অডিও পুরো ক্লিয়ার এবং হিন্দি ডাবিং অডিও হল প্রিন্ট।তারপরেও ক্লিয়ার রয়েছে এবং স্পষ্ট বুঝতে পারবেন। আর যাদের হল প্রিন্ট অডিও তে সমস্যা তারা ইংলিশ অডিও তে দেখতে পারেন। ক্লিয়ার হিন্দি ডাবিং আসলে আমি লিংক এখানে আপডেট করে দেব।আর বাংলা সাবটাইটেল এভেইলেবল হলে তাও এড করে দিবো।
Godzilla Vs Kong (2021)
480p Link: Google Drive Server 1 Google Drive Server 2
720p Link: Google Drive Server 1 Google Drive Server 2
1080p Link: Google Drive Server 1 Google Drive Server 2
4K Link (English Only): Google Drive Server 1 Google Drive Server 2
এই সিরিজের আগের মুভিগুলোর ডাউনলোড লিংকঃ
Godzilla (2014)
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
1080p Link: Download Link Here
Bangla Subtitle: Sub 1 / Sub 2
Kong: Skull Island (2017)
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
1080p Link: Download Link Here
4K Link: Download Link Here
Bangla Subtitle: Click Here
Godzilla: King of The Monsters (2019)
480p Link: Download Link Here
720p Link: Download Link Here
1080p Link: Download Link Here
4k Link: Download Link Here
Bangla Subtitle: Click Here
[ 1080p ফাইল গুলো ডাউনলোড করার পূর্বে আপনার গুগল একাউন্টে ব্রাউজার আগে থেকে লগিন করে নিবেন]
আর আমি ধন্যবাদ জানাতে চাই Filmybro মুভি সাইটের অথর কে, প্রায় সকল মুভির 4K কোয়ালিটি আপলোড দেয়ার জন্য।
তো আজকে এই পর্যন্তই।পোস্টে কোনো ত্রুটি বা আপনাদের কিছু জানার থাকলে বা পোস্টটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো মুভির রিভিউ ও লিংক রিকুয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন।
আরো মুভি রিভিউ পেতে ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।