আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পুরো দুনিয়া কাঁপানো ইসলামিক সিরিজ দিরিলিস আর্তুগ্রুল এর রিভিউ এবং ডাউনলোড লিংক নিয়ে।তো চলুন শুরু করা যাক।
Series Name: Diriliş: Ertuğrul
Genre: Drama, War, Action Fiction, History, Islam-Related, Adventure
Casts:Engin Altan Düzyatan, Esra Bilgiç, Batuhan Karacakaya, Hande Soral, Hasan Küçükçetin, Hulya Darcan, Cengiz Coskun, Nurettin Sonmez Etc.
Director: Metin Günay
মোট সিজন ৫ টি।
***কাহিনীর সারসংক্ষেপ***
অনেক তো নেটফ্লিক্সের সিরিজ দেখলেন এবার একটি তুর্কি সিরিজ দেখেন ।বেস্ট সিরিজ এভার। মধ্যপ্রাচ্যে “দিরিলিস আরতুগ্রুল” একটি জনপ্রিয় ঐতিহাসিক সিরিজ যা নিয়ে বলার মত কিছু নেই মোংগল আগ্রাসন এবং সেলজুক সাম্রাজ্যের পুনরুদ্ধার নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজ একবার দেখা শুরু করলে খাওয়া দাওয়া সব ছেড়ে দিবেন সারাদিন এই সিরিজ নিয়ে বসে থাকবেন গেরান্টি দিচ্ছি!
আমি যখন দেখা শুরু করেছিলাম দেখতে দেখতে বিশ্বাস করেন ভাই রাত যে কখন দিনে পরিণত হল বুঝে উঠতে পারছিলাম না একের পর এক এপিসোড দেখেই যাচ্ছি যেনো পারিনা সিরিজ টার মধ্যেই ঢুকে পড়ি।একশন, রোমান্টিক ,ড্রামা ,হালকা কমেডি কোন কিছুর কমতি নেই এই সিরিজে এমন এমন কিছু দৃশ্য আছে যা আপনাকে কাদিয়ে ছাড়বে!
অসাধারণ অভিনয় এবং কাহিনী স্ক্রিপ্ট পরিচালক “মেহমেত বোজদাগ” তার সেরা টা দিয়েছে এই সিরিজে এবং অসাধারণ সাউন্ড মিউজিক যা আপনার মন কেড়ে নিবে। নেই কোনো অশ্লীলতা পরিবারের সাথে সিরিজ টি দেখতে পারবেন।অত্যন্ত ভাল সিরিজ টি নিয়ে বলার ভাষা নেই। এবং এমন কিছু দৃশ্য আছে যা আপনার শরীরের লোম দাড়িয়ে যাবে।
ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত কোনো সিরিজ যদি কেউ দেখতে চান এই সিরিজটি প্রথম থেকে দেখতে পারেন। সিরিজটি কোনো ডকুমেন্টারি সিরিজ নয় ইতিহাস কে কেন্দ্র করে উপন্যাস আকারে এই সিরিজ এর কাহিনি সামনে এগিয়েছে। সিরিজটিতে রোমাঞ্চ, যুদ্ধ, ভালোবাসা, রাজনীতি, ধর্ম এতো সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখা শুরু হলে আপনার মনে হবে আপনি অন্য দুনিয়ায় আছেন। এই সিরিজটি বাংলা সহ অনেক গুলো ভাষায় ডাবিং করা আছে। অনেকেই বলে এখানে ইতিহাস কে বিকৃত করা হয়েছে। আসলে এই সিরিজটি সৌদি আরব তাদের দেশে প্রচারে নিষিদ্ধ করেছে কারন অটমান সম্রাজ্য এর সাথে সৌদি সম্রাজ্য এর সমস্যা অনেক আগে থেকেই। সুতরাং রাজনৈতিক কারনে এই সিরিজ নিয়ে প্রশ্ন তুলেছে সৌদি।
সিরিজের প্রধান চরিত্র হচ্ছে সোলাইমান শাহের ছেলে আর্তুগ্রুল। বহু বছর আগে অনেক রকম বসতি ছিল। তাদের কোন দেশ ছিল না। ছোট ছোট বসতির, বসতি প্রধানরাই নেতৃত্ব দিত।তেমনি এক বসতি হচ্ছে কায়ি বসতি। কায়ি বসতির প্রধান হচ্ছে সোলাইমান শাহ। আর্তুগ্রুল তারই ছেলে। একদম ছোট বসতি থেকে তার বসতির জন্য নিজেদের জমি ও রাষ্ট্র বানান আর্তুগ্রুল। কিন্তু এটা সহজ ছিল না।
আমরা সবাই জানি এখনকার বর্তমান বিশ্বে কি হচ্ছে। একটা মুসলিম দেশ অন্য মুসলিম দেশের সাথে যুদ্ধ করছে। নিজেদের ভিতর বিশ্বাসঘাতকতার জন্য সরকার প্রধান পরিবর্তন হচ্ছে। সাথে আমেরিকা-ইসরাইল তাদের স্বার্থের জন্য সবকিছু করছে যেন মুসলিমদেশ গুলোতে ঝামেলা লেগেই থাকে। সিরিজটা দেখলে খুব ভাল ভাবে বুঝবেন কিভাবে তারা ঐক্য ভাঙতে কাজ করছে। কিভাবে মুসলিম দেশ গুলোর নিজেদের ভিতরে বিশ্বাসঘাতক তৈরী করছে।
“দিরিলিসঃ আরতুগ্রুল” সিরিজটি নির্মিত হয়েছে প্রায় ৬০০ বছর ধরে অর্ধ-পৃথিবী শাসনকারী অটোমান সাম্রাজ্যের (উসমানী খেলাফত) প্রতিষ্ঠাতা সুলতান ১ম উসমানের পিতা আরতুগ্রুল গাজীর জীবনী নিয়ে।
মঙ্গোলীয় সেনাদের আক্রমণ, নির্যাতন ও গণহত্যার কারণে তুর্কি গোত্রগুলো মধ্য এশিয়া ছেড়ে চলে যায়। কায়ি নামক একটি তুর্কি গোত্র আশ্রয় নেয় আনাতোলিয়ায়। এই গোত্রের প্রধান ছিলেন সুলেইমান শাহ। তার ছোট ছেলে আরতুগ্রুল প্রায়ই তার বন্ধুদের সাথে নিয়ে শিকারে বের হোত। হঠাৎ একদিন তারা টেম্পলার-নাইটদের একটি অসহায় পরিবারকে বন্দি করে নিয়ে যেতে দেখে। আরতুগ্রুল ও তার বন্ধুরা তখন সকল নাইটদের হত্যা করে হালিমা নামের এক মেয়ে ও তার পরিবারকে উদ্ধার করে। তারা সেই পরিবারের আসল পরিচয় না জেনেই নিজেদের বসতিতে নিয়ে আসে এবং আশ্রয় দেয়।
আসলে এই হালিমা ও তার পরিবার ছিল সেলজুক রাজপরিবারের সদস্য, যাদের মেরে ফেলার আদেশ দেয়া হয়েছিল। আরতুগ্রুল ও তার বন্ধুরা না বাঁচালে তাদের মেরে ফেলা হোত।
হালিমা ও তার পরিবারকে আশ্রয় দেয়ায় কায়ি গোত্রের শত্রু হঠাৎ করেই বেড়ে যায়। একদিকে টেম্পলার-নাইটরা কায়ি গোত্রের উপর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকে, অন্যদিকে সেলজুক সাম্রাজ্যের আমির সাদেত্তিন কোপেক কায়ি গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এমন সময়ে আবার শুরু হয় মঙ্গোলীয় সেনাদের আগ্রাসন।
আরতুগ্রুল কিভাবে এসব বিপদ মোকাবেলা করে এবং ভবিষ্যতের অটোমান সাম্রাজ্যের (উসমানী খেলাফত) ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেসব নিয়েই এগিয়ে চলে “দিরিলিসঃ আরতুগ্রুল” সিরিজের কাহিনী।
বিশ্বাস করুন আপনি এই ৫ সিজন দেখে শেষ না করে উঠতে পারবেন না।খেতে বসলেও মাথায় শুধু এটাই গুরবে। ঘুমুতে গেলেও মনে চাইবে আরো একটু দেখি।একবার দেখতে বসলে বুঝবেন, এমন কি আছে যা নেই এই সিরিজে।শক্তিশালী সংলাপ, যা শুনে মাঝে মাঝেই আপনি চমকে উঠবেন ।ফানি সিনে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার দশা। রোমান্টিক সিন গুলো দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই।আর যুদ্ধদের ভয়াবহ আক্রমণ আপনাকেও দিশেহারা করে দিতে পারে ।
প্রতিটি এপিসডে আছে আলাদা আলাদা টুইস্ট,যেটা দেখে মাঝে মাঝে চোখ ছানাবড়া হওয়ার অবস্থা।আর যে বিষয় টা সবথেকে বেশি মনে ধরেছে, তা হলো এ সিরিজ টা তে অনেক শিক্ষনীয় বিষয় আছে, যা আপনাকে মোটিভেশন দিবেবিনোদনের পাশাপাশি একটু শিখতে পারলে ব্যপার মোটেও খারাপ হয় না।
এই সিরিজের মোট সিজন ৫ টি। সব গুলোরই বাংলা সাবটাইটেল আছে ফেসবুকেই পাবেন বাংলা সাবটাইটেল।
আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি।
||সিজনঃ ১ || বাংলা ডাবিং || ডাবিং কার্টেসিঃ মাছরাঙা টিভি || এডিটিং কার্টেসিঃআযমী পথিক, আলোকিত দ্বীন ||
|| সিজনঃ ২ || বাংলা ডাবিং ||ডাবিং কার্টেসিঃ মাছরাঙা টিভি || এডিটিং কার্টেসিঃআযমী পথিক, আলোকিত দ্বীন ||
||সিজনঃ ৩ || বাংলা সাবটাইটেল || কার্টেসিঃ অনুবাদ আয়োজন, আযমী পথিক ||
||সিজনঃ ৪ || বাংলা সাবটাইটেল ||কার্টেসিঃ আযমী পথিক, উসমানীয় খেলাফত, We’re Muslim ||
||সিজনঃ ৫ || বাংলা সাবটাইটেল || কার্টেসিঃ আযমী পথিক ||
দিরিলিস আর্তুগ্রুল উর্দুতে কিভাবে দেখবেন?
এই লিংকে ক্লিক করে দিরিলিস আর্তুগ্রুল উর্দু/হিন্দি ডাবিং এ দেখতে পারবেন। উর্দু আর হিন্দি প্রায়ই একই। যারা হিন্দি বোঝেন তারা উর্দু ডাবিং ও বুঝবেন।
কোনো লিংক কাজ না করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ফেসবুক ভিডিও ডাউনলোড করার পদ্ধতি ট্রিকবিডিতে আগেই অনেক পোস্ট করা হয়েছে। সেগুলো দেখে নিবেন। অথবা SnapTube ব্যবহার করেও ফেসবুক ভিডিওর লিংক কপি করে ডাউনলোড করতে পারেন।
মজার মজার মিমস ও ভিডিও পেতে জয়েন করুন আমাদের গ্রুপেঃ Facebook Group
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।