আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
সদ্য রিলিজ হলো বাংলাদেশী ওয়েব সিরিজ “মরীচিকা” । আমি আজকে আপনাদের জন্য এই ওয়েব সিরিজের ডাউনলোড লিংক ও রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক।
Web Series: Morichika Season 1 (2021)
Genre: Drama, Crime, Thriller
Season: 01, Episodes: 08
নির্মাতাঃ শিহাব শাহীন
Personal Rating: 7/10
*** হালকা স্পয়লার ***
এক সকালে ব্রিজের নিচ থেকে পাওয়া যায় এক তরুণী’র লাশ । তদন্তের দায়ভার দেওয়া হয় পুলিশ অফিসার শাকিল’কে । যাইহোক, কিছুপরেই জানা যায় লাশটা একজন মডেলের যার নাম বন্নি । শুরুতে মডেলের হাসবেন্ড জুয়েল’কে প্রধান সাসপেক্ট ধরা হয় এবং জুয়েলকে এরেস্ট করতে পুলিশ তাঁর বাড়িতে গেলে সে পালিয়ে যায় । তবে ব্যাপার’টা আরো রহস্যময় হয়ে ওঠে, যখন জুয়েল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে । জুয়েলের থেকে জানা যায় বাবু ভাই নামের একজন এই খুনের সাথে জড়িয়ে আছে । কিন্তু কে এই বাবু ভাই ? কী তাঁর পরিচয় ? যাইহোক, তদন্ত মোটামটি জোরালো ভাবেই চলতে থাকে এবং বেরিয়ে আসতে থাকে অন্ধকার জগতের গোপন সব তথ্য । পরিশেষে কী হয় ? আসল খুনি সম্পর্কে জানা যাবে কি ?
বাবু ভাই ওরফে সালাম শরীফের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো । আফরান নিশো ফাইনেস্ট এক্টর’দের মধ্যে একজন । উনার সবচেয়ে বড় গুন হচ্ছে, উনি যেকোনো চরিত্রের সাথে নিজেকে খাপ-খাইয়ে নিতে পারেন । এবারেরও তার ব্যতিক্রম হয় নি ! শিহাব শাহীন, আফরান নিশো সম্পর্কে বলেছেন, নিশো’র এমন রূপ আগে দেখা যায় নি । ওভারঅল আমার কাছেও তেমনি লেগেছে । বন্নি’র চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি । মাহিয়া মাহি তাঁর চরিত্রে ওভারঅল ভালোই ছিলো । কিছু জায়গাতে ন্যাকামি লেগেছে তবে ওভারঅল ঠিকঠাক । জুয়েলের চরিত্রে জোভান মানাইসই ছিলো । মোস্ট ইম্পরট্যান্ট, পুলিশ অফিসার শাকিলের চরিত্রে সিয়াম আহমেদ’কে আমার বেশ ভালো লেগেছে। স্ক্রিনে যথেষ্ট সময় পেয়েছে সিয়াম এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে । সবমিলিয়ে ভালো ছিলো । নাজনিন চুমকি নিজ চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন । তাছাড়া বাকীরা নিজ নিজ জায়গাতে ঠিকঠাক ছিলো ।
সিরিজের গল্পটা সবমিলিয়ে ভালো ছিলো । বিশেষ করে সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে অনেক । বিজিএম দুর্দান্ত বলবো না তবে ভালো লেগেছে । গল্পে কোনো অতিরঞ্জিত মিস্ট্রি দেখানো হয় নি । মোটামটি সব কিছু সামনেই ছিলো বলা যায় শুধু মশলাপাতির জোগান দিতে হবে । পাওয়ারফুল যে চরিত্রটা দেখানো হয়েছে, ওটা একটু বেশি-ই পাওয়ারফুল হয়ে গেছে আমার মতে । এই গল্পে আরো কিছু চরিত্র অনায়াসে আনা যেতো পারফেক্ট বানানোর জন্য । সিরিজের কিছু সংলাপ বেমানান ছিলো, পার্সোনালি ভালো লাগে নাই । আর বেশ কিছু ভুল ধরা যেতো, তবে থাক । আমার কাছে ২য় সিজন আসতে পারে । যাইহোক, দেখা যাক কী হয়।! আর সিরিজের কনটেন্ট ১৮+ । সো, নিজ দায়িত্বে দেখবেন !
দেশীয় ভালো ভালো কনটেন্ট আসতেছে দেখে ভালো লাগছে অনেক। শুধু একটু অভিজ্ঞতার প্রয়োজন, তাহলেই ওয়ার্ল্ড ক্লাস সিরিজ আমরাও বানাইতে পারবো আশা রাখি। শিহাব শাহীনের পোস্ট দেখে, একটু বেশী-ই আগ্রহী হয়ে পড়েছিলাম তবে সেই তুলনায় রোমাঞ্চিত হতে পারি নি । অনলাইন প্ল্যাটফর্ম চর্কি সাইট এবং অ্যাপ, দুটোই বেশ ওয়েল অর্গানাইজড মনে হলো। হইচই এর মত ডিজাইন ওভারঅল, তবে ভালো লেগেছে ।
Trailer:
Screenshots:
Download Links
480p (801.94 MB) : Download Link Here
720p (2.07 GB) : Download Link Here
1080p (3.63 GB) : Download Link Here
1080p (6.1 GB) : Download Link Here
( .tar ফাইলের ক্ষেত্রে ZArchiver এপ দিয়ে এক্সট্র্যাক্ট করে নিন যেমন টা .zip ফাইলের জন্য করা হয়। এরপর ও না বুঝলে এই লিংকে ক্লিক করে পোস্টটি দেখে নিন। পিসির জন্য WinRar সফটওয়্যার ব্যবহার করতে পারেন )
ডাউনলোড করার জন্য যেসব লিংকে গুগল একাউন্টে লগিন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গুগল একাউন্টে লগিন করে নিবেন। এরপর গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিবেন। কোনো ডাউনলোড লিংক কাজ না করলে বা লোড পড়লে অন্য সার্ভার ট্রাই করবেন। ডাউনলোড লিংকে যাওয়ার পর অন্য পেইজে নিয়ে গেলে পুনরায় আগের পেইজে ফিরে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আর যাদের গুগল একাউন্টে লগিন করলে ড্রাইভ হ্যাক হওয়ার ভয় আছে তারা এই লিংকে ক্লিক করে পোস্টটি পড়ে নিবেন। আশা করছি ভয় কেটে যাবে। আমি ইউজারদের কথা বিবেচনা করেই লিংক দিয়ে থাকি। কাজেই কোনো হ্যাকিং লিংক প্রোভাইড করার প্রশ্নই আসে না।
[Links Credit: Freedrivemovies]
মজার মজার Memes ও ফানি পোস্ট পেতে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেঃ এখানে ক্লিক করুন
ঘুরে আসতে পারেন আমাদের সাইটঃ Tipsnewsbd
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।