Site icon Trickbd.com

মার্ভেলের জনপ্রিয় সিরিজ লোকি (Loki) সকল হিন্দি এপিসোডের রিভিউ + লিংক

Unnamed

LOKI 2021

 

মার্ভেল স্টুডিও এর প্রযোজনায় ‘লোকী’ একটি আমেরিকান ওয়েব সিরিজ৷ এটি মার্ভেল কমিক্সের একই নামের চরিত্রের উপর ভিত্তি করে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অধীনে ৬ পর্বে মুক্তি পাচ্ছে ৷ যা এই মাসের ৯ জুন ২০২১ থেকে প্রতি সপ্তাহে বুধবার প্রচারিত হচ্ছে।

 

এই সিরিজ অবস্থান নিবে এভেঞ্জার্সঃ এন্ডগেম সিনেমার ইভেন্টের পরে ।

 

যেখানে এক অল্টারনেট ডাইমেনশনের লোকি, টেসারেক্ট বা স্পেস স্টোন নিয়ে পালিয়ে যায় এবং নতুন এক টাইমলাইন তৈরী করে।

 

Genre:-Crime thriller , Procedural drama , Science fiction , Superhero

 

 এটির মুল লেখকের দায়িত্বে আছেন Michael Waldron এবং Loki প্রথম সিজন Directed করেছে Kate Herron.

অভিনয়ে বরাবরের মতো এবারো আছে আমাদের লোকি ভাই মানে Tom Hiddleston ।

 

অন্যদিকে নতুন চরিত্রে আছে Owen Wilson যাকে আমরা টাইম ভ্যারিয়েন্ট অথরিটি এর এজেন্ট Mobius M. Mobius এজেন্ট হিসেবে দেখছি।

 তার পাশাপাশি আরও আছেন Gugu Mbatha-Raw এনাকে Ravonna Lexus Renslayer নামক চরিত্রে TVA এর একজন জাজ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

 

Wunmi Mosaku তাকে দেখা যাবে Hunter B-15 চরিত্রে। এছাড়াও অন্যান্য চরিত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যান্য চরিত্র গুলিও দেখা যাবে এই সিরিজে। যেহেতু এটি একই মাল্টিভার্সের অন্তর্ভুক্ত ।

 

                         ★কিছু কথা★

 

২০১৮ সালে মার্ভেল স্টুডিও একাধিক সিরিজ তৈরির ঘোষণা করে এবং নতুন সিরিজ গুলি এমসিইউ এর অন্যান্য মুভির সাথে কানেক্টেড থাকবে বলে জানানো হয় ৷ এর মধ্যে ডিজনি প্লাস এর জন্যঃ ওয়ান্ডাভিশন, দ্যা ফ্যালকন এন্ড দ্যা উইন্টার সোলজার এবং সর্বশেষ লোকী সিরিজ ইতোমধ্যে মুক্তি পেয়েছে ।

 

ওয়ালদ্রন এর স্ক্রিপ্ট লেখার ভিত্তিতে ২০২০ সালের জানুয়ারীতে Architect কোডনাম দিয়ে শুরু হয় এই সিরিজের শ্যুটিং। কিন্তু করোনাভাইরাস এর কারণে এই সিরিজের শ্যুটিং বন্ধ থাকে। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে পুনরায় শ্যুটিং চালু হয় ও ডিসেম্বরে শ্যুটিং শেষ হয় । ২০২২ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় সিজন শুরু হবে৷

 

সুপার বোল এর সময় Loki, The Falcon and the Winter Soldier এবং WandaVision সিরিজের একটি ট্রিজার দেখানো হয়েছিলো। এর পরে

 

২০২০ এর ডিসেম্বরে ডিজনি এর ইনভেস্টর ডে তে নতুন ট্রেলার মুক্তি পায় । এরপরে ২০২১ এর ৫ এপ্রিল লোকী সিরিজের দ্বিতীয় ট্রেইলার মুক্তি পায় । মে মাসে সিরিজের নতুন পোস্টার অবমুক্ত করা হয়। যেখানে Loki, Mobius M. Mobius, Ravonna Lexus Renslayer এবং Hunter B-15, এদের পাশাপাশি “Miss Minutes” নামক একটি কার্টুন ঘড়ি সাদৃশ্য টিভিএ মাস্কট প্রকাশ করা হয়৷ অন্যদিকে Marvel Studios: Legends সিরিজের নতুন দুই এপিসোড ৪ জুন ২০২১ এ মুক্তি পেয়েছে। যেখানে একটি এপিসোডে লোকির এবং অন্য টিতে টেসারেক্টের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ইতিহাস দেখানো হয়েছে।

বিঃদ্রঃ- দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।

Click Here To Download