আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
২৬ জুলাই মুক্তি পেল একটি ভিন্ন ধারার বলিউড ফিল্ম “মিমি”। মুভিটির ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছিলো একটি ভিন্ন ধারার স্বাদ দেবে মুভিটি। এক্সপেক্টেশন অনুযায়ী মুভি সফল ও হয়েছে। আজকে আমি এই মুভিটির রিভিউ ও ডাউনলোড লিংক নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক।
Film: Mimi (2021)
Genre: Drama, Comedy
Imdb Rating: 8.3/10 (2,567 votes)
Personal Rating: 9.5/10
Language: Hindi
Industry: Bollywood
Movie Print: Full HD (Web-Rip)
***হালকা স্পয়লার***
Sometimes It is easier to die than to survive
যদি আগে ট্রেলার দেখে থাকেন তাহলে মুভিতে নতুনত্ব কিছুই খুঁজে পাবেন না। আর এরকম মুভিতে আপনি তেমন বড় বা এক্সাইটেড থ্রিল অথবা সাসপেন্স পাবেন না তাই সিম্পল গল্পেই অভিনয় করা মানুষগুলোর পারফরম্যান্স এবং মুভির কমেডি বা ইমোশন টাইমিং ভালো হলেই মুভিকে ভালো বলতে হবে আপনার।
একটি আমেরিকান দম্পতি যাদের বাচ্চা নেই। মহিলা কখনও বাচ্চা জন্মদান করতে পারবেন না। তাই তারা IVF পদ্ধতিতে বাচ্চা জন্মদানের জন্য একজন মেয়ে খুঁজছেন। বাচ্চা যেন সুস্থ ও সবল হয় সেজন্য তারা ভালো ফিটনেস আছে এমন কাউকে খুঁজছেন। সেই দম্পতি যে গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতেছিল সেটার ড্রাইভার হলো পঙ্কজ ত্রিপাঠি (ভানু)। ভানু এসব শুনে তাদেরকে বিষয়টা জিজ্ঞেস করে এবং বলে সে এমন কাউকে খুঁজে দিবে তারজন্য তাকে টাকা দিতে হবে। আমেরিকান দম্পতিও রাজি হয়। অবশেষে ভানু তাদের নিয়ে যায় কৃতি শ্যাননের (মিমির) কাছে।
কৃতি শ্যানন যার একটাই স্বপ্ন বলিউডের নায়িকা হবে। সিনেমা পাড়ায় তার খুব নামডাক থাকবে একদিন সেই স্বপ্ন সে রাতদিন দেখে। কিন্তু নায়িকা হতে হলে অনেক টাকার দরকার সেটাও সে জানে। কথায় আছে টাকার লোভে অথবা প্রয়োজনে সবকিছু উলটপালট হয়ে যায়। হয়তো মিমি টাকার প্রয়োজনেই এই প্রস্তাবে রাজী হয়ে যায়। কিন্তু অবিবাহিত একটা মেয়ের পেটে বাচ্চা সেটা কিভাবে লুকিয়ে রাখবে সেই চিন্তা উদয় হয় তখন তাদের মনে। সেটারও একটা বন্দোবস্ত করে ফেলে ওরা। কয়েক মাস যাওয়ার পর বাচ্চার অনেকগুলো টেস্ট করানোর পর ডাক্তার বলে বাচ্চার কিছু সমস্যা আছে। আর এতে মন ভেঙে যায় আমেরিকান দম্পতির এবং তারা বাচ্চা নিবেনা বলে। তারা চলে যায় মিমিকে একা ফেলে।
সেই পরিস্থিতিতে মিমি কি করবে? বাচ্চা নষ্ট করে ফেলবে? কিন্তু কোনো মা কি স্ব-জ্ঞানে নিজের পেটের বাচ্চা নষ্ট করতে পারে? আর যদি বাচ্চা নষ্ট না করে তাহলে সমাজকে এই বাচ্চার কি পরিচয় দিবে? এই বাচ্চাকে কি তার পরিবার মেনে নিবে? এরকম আরও অনেকগুলো প্রশ্ন হয়তো আছে এবং সবগুলোর উত্তরই মুভিতে পাবেন।
আমি বলব, ২০২১ সালে একটা ভালো মুভি পেলাম বলিউড থেকে অবশেষে। যেটা আপনাকে জোর করে হাসানোর চেষ্টা করবেনা। কমেডি টাইমিং দুর্দান্ত। মুভির সবচেয়ে পজিটিভ দিক হলো এটার এন্ডিং। এরকম এন্ডিং হয়তো মুভি দেখার সময় আশা করতে পারবেন না। ভালো লাগবে মুভিটি আশা করি।
Content Is King!
Movie Trailer
Screenshots
Download Links
360p (260 MB):
480p (370 MB):
1080p (HEVC 1.4 GB):
1080p (2.5 GB):
1080p (3.7 GB):
লিংকে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
[Links Credit: Mlwbd]
আজকে এই পর্যন্তই।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
ধন্যবদাদ
অসাধারণ ভাই, বরাবরের মতোই।
চালিয়ে যান !
গুগল ড্রাইভ লিংক কে বানাইয়া দিলো আপনাকে? লিংক তো আল্লাহর রহমতে কম দেন নাই কিন্তু সবগুলা আপনার মাথা??
মাথামোটা লোকজন??
মেইলের এক্সেস দিসি তারপরও ডাউনলোড দিতে পারিনি, এভাবেই মেইল হ্যাক করে থাকেন গোপনে তাইতো!!!
Download me kardiya
Kuc time me dekne ke lyiye
Many many thanks
For review
Mera pass aabi bohot kamhe me jarur dekunga
Download link bohot bariya me download Kar ne ka uyakkto kuc time 3se4 minute bohot speed se ho ga
Bohot bohot sukriya tumara
Direct download link….
Wah vai caliye jan