Site icon Trickbd.com

মাত্রই রিলিজ পেল Money Heist এর সিজন ৫ এর ভলিউম ১ হিন্দি ডাবিং সহ। এখুনি ডাউনলোড করে নিন! [পর্ব ১]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

এইমাত্র রিলিজ পেলো মানি হেইস্ট সিরিজের সিজন ৫ এর ভলিউম ১.

আমি মোটামুটি আলোচনা করে ডাউনলোড লিংক দিয়ে দিবো। পোস্টের নিচেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন। মানি হেইস্ট সিরিজের আগের সিজনগুলোর লিংক পেতে এখানে ক্লিক করুন

 

 

মোটামুটি রিভিউ

এর চেয়ে ভালো কোন কিছু হতেই পারে না।৫ ঘন্টার সিজন মনে হলো ১৫ মিনিটে শেষ হয়ে গেছে দম নেওয়ার টাইম পর্যন্ত পাইনি। ৩য় ও ৪র্থ সিজনের এর মতো এটাকে একেবারেই অযথা টেনে লম্বা করেনি।

এখন পর্যন্ত যে কয়েকটি জনপ্রিয় সিরিজ আছে যেমন ভাইকিংস এবং গেম অফ থ্রোনস সবগুলো সিরিজের শেষ সিজন দর্শকদের খুবই হতাশ করেছে।
কিন্তু মানি হেইস্ট এর ৫ম সিজনের প্রথম পার্টের পর্বগুলো আমাকে একেবারে হতাশ করতে পারেনি।
মনে হচ্ছে এতদিনের অপেক্ষায় বৃথা যায়নি।তবে এটা ভেবে আরো ভালো লাগছে যে সবগুলো এপিসোড এখনো শেষ হয়ে যায় নি।

স্টোরি যেভাবে এগিয়েছে বাকি এপিসোডের জন্য আরো এক বছর অপেক্ষা করতে হলেও খুব একটা খারাপ লাগবে না। তবে সিজন ৫ এর ২য় অংশ আসছে আগামী ডিসেম্বরের ৩ তারিখ।

একের পর এক এপিসোড শেষ করতে করতে করতে শুধু বার বার একটাই ইচ্ছে হচ্ছিলো এই সিজন যাতে শেষ না হয়।

প্রফেসর এর সব মগযে গিট্টু লাগানো স্ট্র‍্যাটেজি প্ল্যান, আর টোকিও,রিও ও ডেনবার দের সেই প্ল্যানের বারোটা বাজানোর খেলা।এই যেন প্রতি মিনিটি মিনিটে উত্তেজনার এক নতুন মাত্রা।

আলবারো মরতে একা প্রফেসর এই লোকের মানুষ বশ করার এক অন্য লেভেলের দক্ষতা আছে। হোক সেটা ক্যামেরার সামনে তার প্রতিপক্ষকে অথবা ক্যামেরার পেছনে আমাদের দর্শকদের। যেমন টা ১ম ও ২য় সিজনের শেষে লিসবন তার প্রেমে পড়ে ৩য় সিজনে তার সাথে কাজ করা শুরু করলো।

৩-৪-৫ ম সিজনের অর্ধেক শেষ কিন্তু এখন পর্যন্ত প্রফেসরের টিম রয়েল মিন্ট অপ স্পেন থেকে বের হওয়ার রাস্তায় খুঁজে পেলো না ।
যতই স্ট্রেটেজি বানানো হচ্ছে সব ভেস্তে যাচ্ছে।

পরিচালক এলেক্স পিনা ভালো করে জানেন যে কিভাবে দর্শকদের ইমোশন নিয়ে খেলতে হয়। তাই সবগুলো সিরিয়াস সিরিয়াস দৃশ্যের মাঝখানে কিছু রিক্যাপ স্টোরি দেখিয়ে খুবই উত্তেজনা ও স্পর্শকাতর দৃশ্যর ব্যালান্স করেছে।

গতো সিজন গুলোর চেয়ে এই সিজনের সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর সেরা ছিলো।
কিছু কিছু দৃশ্য যাস্ট পস করে স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলাম।

আগের সিজনে প্রফেসর কে বলতে শুনেছেন নিশ্চয়ই “This isn’t a Hiest,This is War” হ্যা ঠিকই শুনেছেন সত্যি সত্যি এবারে সিজন রীতিমতো ওয়ার ফিল্ম ভাইবস পাবেন। ডায়লগের চেয়ে বুলেট বেশি ব্যাবহার হয়েছে।আরথোরো পর্যন্ত ফায়ার করা শুরু করছে।

পেডরো আলোনস একা বার্লিন,২য় সিজনে তার চরিত্র মারা গেলেও তার চরিত্রের চাপ এখনো আছে।
আর এই সিজনের সব চেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে তার ছায়ায় বেড়ে উঠা একটি নতুন ক্যারেক্টার। এই সিজনের ২য় পার্টে এটাই হবে প্রফেসরের ট্রাপ কার্ড।

তবে প্রথন সিজন দেখে যেমন উপভোগ করেছি ট্রাস্ট মি এটা তার দ্বিগুণ উপভোগ করবেন।


 

Dual Audio (Hindi dubbed) Download Links

480p (960 MB): Direct Download Link

720p (HEVC 1.6 GB): Direct Download Link

720p (2.3 GB): Direct Download Link

1080p (3.8 GB): Direct Download Link

ফাইল জিপ আকারে রয়েছে। জিপ ফাইল এক্সট্র্যাক্ট করে দেখতে পারবেন। এরজন্য ZArchiver এপ ইউজ করতে পারেন।

[Links Credit: Mlwbd, FreeDriveMovies]

আরো ডাউনলোড লিংক আসছে। এড করে দিবো পরে। আর সিরিজের পূর্ণাঙ্গ রিভিউ এড করে দেবো এই পোস্টের সাথেই।


ডাউনলোড লিংকে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।

 

সুলভ মূল্যে ডিজিএম/ডিলার/রিসেলার/রিটেইলার হয়ে রেগুলার দামের চেয়ে অনেক কম দামে সকল সিমের অফার পেতে ও বিক্রি করে অনলাইন ইনকাম করতে যোগাযোগ: Facebook Page (সীমিত সময়ের জন্য) বিস্তারিতঃ এখানে ক্লিক করুন। ট্রিকবিডি থেকে এসেছেন বললে আরো কম দামে একাউন্ট পাবেন!!!

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।