Yash, Nusrat, Mimi এর নতুন HD মুভি SOS Kolkata সম্পূর্ণ রিভিউ + লিংক
#NoSpoiler
#Movie: SOS Kolkata (2020)
#Genre:Action,Thriller
Screenshot
অনেক দিন পর কলকাতার মুভি দেখলাম।
কেমন লেগেছে এক কথায় ভাল না খারাপ সেটা বলতে পারছি না।তবে কিছু কিছু জায়গা এনজয় করার মত ছিল,থ্রিলিং ভাব ছিল।
হাতে অনেক সময় থাকলে দেখতে পারেন।
মিমি,ইয়াশ,নুসরাত তিনজনকে একসাথে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা দেখার জন্য মুভিটা দেখা।
বলতে গেলে মিমি ছিল টোটালি ওয়েস্টেড।এ ধরনের কম গুরুত্বপূর্ণ চরিত্র এর আগে কোন মুভিতেই করে নাই।
আর নুসরাতকেও তেমন ভালো লাগে নাই। তার গ্যাট-আপ গুলো বিরক্তিকর ছিল।
ATS অফিসাররা এমন সেজে থাকে নাকি জানিনা!
আর ইয়াশ এর কথা বলতে গেলে এক্সপ্রেশন,ডায়লগ ডেলিভারিতে এভারেজ ছিলো।
জাস্ট লুকিংটা ভালো ছিল।
আর তার মেয়ের চরিত্রটা ভালো লেগেছে।বার্থডে পার্টির গানটা ভালো ছিল।
ভিন্নতা বলতে কিছু ছিলনা। আর পাঁচটা টেরোরিস্ট অ্যাটাকের মতই ছিল।
তবে কিছু স্ট্রং টুইস্ট ছিলো যা মুভি দেখতে বোরিং করবে না।
সাপোর্টিং ক্যারেক্টার গুলোর অভিনয় যার যার জায়গা থেকে ভালো ছিল।
আরেকটা জিনিস বাজে লাগে আমার।
টেরোরিস্ট বলতেই যেন তারা মুসলমানদের টার্গেট করে।
তবে অবশ্য শেষের দিকের কিছু ডায়লগ দিয়ে বিষয়টাকে নিউট্রাল করার চেষ্টা করেছে।
সব মিলিয়ে এটাকে পারফেক্ট অ্যাকশন থ্রিলার মুভি বলা যায়।
খুঁটি-নাটি বিষয় গুলোতে ভাল নজর দিতে পারলে আরো ভাল কিছু হতে পারতো।