এইমাত্র রিলিজ পেলো মানি হেইস্ট সিরিজের সিজন ৫ এর ভলিউম ২।
আমি মোটামুটি আলোচনা করে ডাউনলোড লিংক দিয়ে দিবো। আগের ভলিউম ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন।
তৃতীয় সিজন থেকে প্রফেসরের টিমের যেন আরেক নতুন যাত্রা শুরু হয়।প্রথম ব্যাংক ডাকাতিতে বলতে গেলে ওরা সবাই সফল।কিন্তু পরের বার পুনরায় যখন প্রফেসরের ছাত্ররা নতুন মিশনে হানা দেয় তখন থেকেই নানা অভাববোধ এবং একে একে অনেকগুলো আলো অন্ধকারে হারাতে থাকে।এ যাত্রা এখনও অটুট আছে কিন্তু এর সমাপ্তি কিন্তু এখনও সমাপ্ত হয়নি।
শেষটা শুরু হয়েছিল টোকিওর বিদায় বাজনা দিয়ে। এ যাত্রায় পূর্বেও অনেককে এভাবে হারাতে হলেও প্রফেসরের ছাত্রদের নিয়ে মূল মিশন ছিল সোনাকে সেই রাজ্য থেকে বাহির করা।টন টন সোনাকে গলানোর সময় সবার গলায় অনেক চিৎকার শুনা গিয়েছিল কিন্তু সেটা কিভাবে সেখান থেকে বাহিরে বের করা যাবে এ নিয়ে সবাই নিশ্চুপ। এ পথেই প্রফেসর হাটতে হাটতে সামনে এগিয়ে গেলেও পুলিশ বাহিনীও কিন্তু তাকে মিনিটে মিনিটে পিছু তাড়া করছে।অনুপস্থিত বার্লিনের উপস্থিতি সবাইকে বাস্তবে একসঙ্গে কাটানো মুহুর্তের মতো আনন্দ এনে দেবে। বার্লিনের ছেলের চরিত্রের কিছু অবদান সাথে তুলে ধরা হয়েছে।
নানা অপূর্নতায় নানা পূর্নতায় শেষটা আমার কাছে অনেক সুন্দর ছিল।
এ যাবৎকালে হয়তো বর্তমান সময়ে সিরিজটি তৈরী হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক অনেক খ্যাতি কুড়িয়েছে।এ সিরিজের মূল আকর্ষণ ব্যাংক ডাকাতি এবং ডাকাতদের নিয়ে। এ নিয়ে সামনে গড়াতে গড়াতে অনেক দূর যেতে যেতে আজ এ পর্যন্ত এসেছে।তবে অনেক অপ্রয়োজনীয় দৃশ্যকলাপ উপস্থিত ছিল কিন্তু প্রয়োজনীয় উপাদানের সংখ্যার উপস্থিতি সর্বাপেক্ষা বেশি হওয়ায় আজ সবার মন জয় করতে পেরেছে। শীঘ্রই দেখে নেয়ার জন্য অনুরোধ রইলো নইলে ডানে বামে যেদিকে যাবেন শুধুই স্পয়লার।
হ্যাপি ওয়াচিং!
480p (1 GB): Direct Download Link
HEVC 720p (1.7 GB): Direct Download Link
720p (2.3 GB): Direct Download Link
1080p (8.9 GB): Direct Download Link
ফাইলগুলো জিপ আকারে আছে। তা এক্সট্র্যাক্ট করে নিন ZArchiver এপ এর সাহায্যে।
আর ভালোভাবে ভিডিও প্লে করার জন্য VLC Player ব্যবহার করুন।
[Links Credit: Mlwbd]
ডাউনলোড লিংকে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
আজকে এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.
nics….tomar post gula oshadharon.
Thanks
Download hocche na
jehetu direct link disi.download na howar proshnoi ashena.Google chrome/1DM diye try koren
ordhek download hoye r hocche na
tar kono somadhan dite parchi na sorry.hoyto apnar net problem
download diya okan theke minimize korle kete jabe..
Eta mlwbd ar link..
Oder link gula emoni minimize korle kete jay